Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts
‘চান্স পেতে চাইলে এক রাত শুতে হবে’

‘চান্স পেতে চাইলে এক রাত শুতে হবে’

admin June 21, 2019

বর্তমানে সময়ের মারাঠি ভাষার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি মারাঠ। ভারতীয় চলচ্চিত্রের জগতে বইয়ে চলা। মিটু আন্দোলন নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা। সম্প্রতি হিউম্যানস অফ বোম্বের জন্য লেখা তার একটি ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে।


যেটি ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।এদিকে সেই পোস্টে শ্রুতি জানিয়েছেন, একটি ছবিতে মুখ্য ভূমিকার চরিত্রটি পাওয়ার জন্য কীভাবে তাকে কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল।


তপ্তপদী ও রামা মাধব-এর মতো বহু জনপ্রিয় মারাঠি ছবিতে কাজ করা এই অভিনেত্রী বলেছেন, ‘এক প্রযোজক তার ইন্টারভিউ নেয়ার সময় কম্প্রোমাইজ, ওয়ান নাইট-এর মতো বিভিন্ন শব্দ ব্যবহার করেছিলেন।’


এ ব্যাপারে শ্রুতি বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম এখান থেকে পালানোর পথ নেই। তখন আমি ওই প্রযোজককে উল্টো বলেছিলাম, আপনি আমাকে আপনার সঙ্গে শুতে বললেন, কোনো অভিনেতাকে শোয়ার কথা বলেছেন?


লোকটা সে সময় কথা হারিয়ে ফেলেছিল। পরে আমাকে জানানো হয়েছিল, ওই ছবিটি থেকে আমি বাদ পড়েছি।’এদিকে শ্রুতির এমন ইনস্টাগ্রাম পোস্টে সকল নেটিজেনই প্রশংসাসূচক মন্তব্য লিখেছেন।


অনেকে লিখেছেন, ‘আপনি আরও সাহসী হোন।’ আবার অনেকের কথায়, ‘আপনার জন্য আমরা গর্বিত।’


বর্তমানে মারাঠি ছবির তারকা শ্রুতি বলিউডেও কাজ করেছেন। বুধিয়া সিং ও বর্ন টু রান ছবি দুটিতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

সানির চোখে সেরা ড্যানিয়ল

সানির চোখে সেরা ড্যানিয়ল

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বলিউড অভিনেত্রী ও পর্ণ তারকা সানি লিওন। স্বামী-সংসার নিয়ে বেশ আনন্দেই সময় কাটে তার। আর এই তারকার চোখে সেরা বাবা, সেরা স্বামী ড্যানিয়েল।


সম্প্রতি স্বামী ড্যানিয়েল তিন সন্তান নিশা, নোয়া আর আসেরের সঙ্গে তার তোলা পারিবারিক ছবি যুক্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে স্বামী ড্যানিয়েলকে উদ্দেশ্য করে সানি লিখেন, ‘আমাদের জীবন এত সুন্দর কারণ তুমি আছ বলে। আমরা এত নিরাপদে প্রতিটা দিন কাটাতে পারছি কারণ, তুমি আমাদের সবসময় আগলাচ্ছ। রোজ তুমি নতুন করে যেন ভালোবাস আমাদের। রোজ আমরা তোমার ভালোবাসায় ডুবে নতুন করে বাঁচার উৎসাহ পাই। তুমি সেরা বাবা, সেরা স্বামী। তুমি আছ বলেই আমাদের জীবন এত রঙিন!’


ভক্তদের মতো সানির এই পোস্ট ড্যানিয়েলেরও মন কেড়েছে। আনন্দে তিনি কমেন্ট বক্স ভরে দিয়েছেন গোলাপ ফুল ও ভালোবাসার ইমোজি দিয়ে। একই সঙ্গে ড্যানিয়েল জানিয়েছেন, ফাদার্স ডে-তে তাকে নাকি এক ঘণ্টা পর পর ফুলের তোড়া পাঠিয়েছেন সানি।


আনন্দে আত্নহারা ড্যানিয়েল মন্তব্য করেন, তোমার জন্যই দিনটা এত স্পেশাল হয়ে উঠল। তোমার ভালোবাসা, পাঠানো ফুলের তোড়া বোঝাল পরিবার আমাকে কত ভালোবাসে। ভীষণ ভালো লাগছে।


প্রসঙ্গত, এ বছর সানি আর ড্যানিয়েলের অষ্টম বিবাহর্ষিকী। ২০১৭ সালে প্রথম সন্তান নিশাকে তারা দত্তক নেন। আর ২০১৮ সালের মার্চে ঘোষণা দেন গর্ভভাড়া করে নোয়া আর নাসের নামের আরও দুই সন্তান পরিবারে এনেছেন।

এবার পোশাক নিয়ে বিতর্কে মালাইকা আরোরা

এবার পোশাক নিয়ে বিতর্কে মালাইকা আরোরা

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমে জমেছেন তিনি। প্রায়ই দেখগা যায় তাদের যুগল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে তো তিনি হামেশাই ডেটে যান।


নানা সময়ে নানা কারণে ট্রোলের শিকার হয়েছেন মালাইকা। সম্প্রতি এক ভিন্ন কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ছেলের সঙ্গে এতই খোলামেলা পোশাকে ডিনারে গিয়েছেন যে নিন্দুকেরা সকলেই তা দেখে ছি ছি করছেন।


মালাইকা একটি সাদা রঙের ডিপ নেকলাইন ড্রেস পরেছিলেন। যাতে তার স্তনযুগল প্রায় অনাবৃত ছিলো। ছেলে আরহানের সঙ্গে যে মা এরকম পোশাকেও বেড়াতে পারেন মালাইকার রুচি নিয়েই প্রশ্ন তুলেছেন সকলে।

পারিশ্রমিকে মাহীকে ছাড়ালেন মিম!

পারিশ্রমিকে মাহীকে ছাড়ালেন মিম!

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় একজন মডেল, অভিনেত্রী এবং লেখিকা বিদ্যা সিনহা সাহা মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম স্থান জয় করে একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচিত্রে অভিষেক হয়। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার ছবিতেও। পেয়েছেন প্রশংসাও।


নতুন খবর হলো সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে এবার রেকর্ড গড়লেন মিম। ঢাকাই ছবির এই সময়ের নায়িকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ডটা এতোদিন ছিল মাহিয়া মাহীর দখলে। বেশ কিছু ছবিতে তিনি অভিনয়ের জন্য ১০ লাখ টাকা নিয়েছিলেন। তবে এবার মাহির রেকর্ডকে মিছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন মিম।


সম্প্রতি একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিম। ছবিটির নাম এখনো হয়নি। তবে পারিশ্রমিক নিয়েছেন ১২ লাখ টাকা। যদিও মিমের মুক্তির অপেক্ষায় থাকা ‘সাপলুডু’তে ১০ লাখ নিয়ে ছিলেন মিম।


এ বিষয়ে মিম জানান, তিনি তো অন্য অনেকের মতো বছরে অনেকগুলো ছবিতে অভিনয় করেন না। তবে যেটা করেন সেটা মানের বিচারে এগিয়ে থাকে। যার কারণে তার হাতে কাজও কম থাকে। যেহেতু মানের দিকটা নিয়ে তিনি কমপ্রোমাইজ করেন না, তাই পারিশ্রমিকের দিকটাতে নজর দিয়েছেন তিনি।


এদিকে মুক্তির অপেক্ষায় আছে মিমের নতুন ছবি ‘সাপলুডু’। এতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। চলতি বছরেই প্রেক্ষাগৃহে দেখা মিলতে পারে এই ছবিটির।

বলিউডের ছবিতে আগ্রহ নেই সামান্থার!

বলিউডের ছবিতে আগ্রহ নেই সামান্থার!

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সামান্থা আক্কিনেনি। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। তামিল ও তেলেগু ভাষার একাধিক সিনেমাতে অভিনয় করে নিজের জাত চিনেয়েছেন এই নায়িকা। তবে অনেকেই শুনে অবাক হবেন যে বলিউডের সিনেমার নাকি কাজ করার কোন আগ্রহ নেই এই অভিনেত্রীর।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউড সিনেমায় তার অভিনয়ের আগ্রহ রয়েছে কি না তা জানতে চাওয়া হলে সামান্থা আক্কিনেনি বলেন, ‘কখনোই না। আমি চেন্নাইয়ে বড় হয়েছি। এটা দক্ষিণেরও দক্ষিণ দিকে। আমি শুধু আমার নিজের অঞ্চলের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে ভালো বুঝি এবং তারাও আমার সিনেমা দেখেন। কোনটি সঠিক, দর্শকরা সিনেমাতে কী চান, সিনেমায় কী দেখতে চান, আমি যে চরিত্রটিতে অভিনয় করছি তারা সেটি থেকে কী প্রত্যাশা করেন এগুলো এখনো শিখছি। এগুলো বিশ্লেষণ করছি।’


সামান্থা মনে করেন, তিনি এখনো দক্ষিণী সিনেমার দর্শকদের চাহিদা বোঝার চেষ্টা করে যাচ্ছেন। আর বলিউডে তিনি সম্পূর্ণ ভিনগ্রহীর মতো। তিনি বলেন, ‘আমার বলিউড সম্পর্কে কোনো ধারণা নেই। আমি সেখানে গেলে সম্পূর্ণ ভিনগ্রহীর মতো হয়ে যাব। আমি এখনো মনে করি, দক্ষিণী সিনেমায় আমার অনেক কিছু দেয়ার বাকি রয়েছে।’


চলতি বছর সামান্থা অভিনীত তামিল ভাষার সুপার ডিলাক্স ও তেলেগু ভাষার মজিলি সিনেমা দুটি বেশ ভালো সাড়া ফেলেছে। তার পরবর্তী সিনেমা ওহ বেবি।

তুরস্কে নুসরাত-নিখিলের রাজকীয় বিয়ে সম্পন্ন

তুরস্কে নুসরাত-নিখিলের রাজকীয় বিয়ে সম্পন্ন

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
প্রেমিক নিখিল জৈনের সঙ্গে রাজকীয় বিয়ে সারলেন টলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত এমপি নুসরাত জাহান।


এরই মধ্যে প্রকাশ্যে এসেছে বুধবার তুরস্কের বন্দর শহর বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপলাংকায়া’ হোটেলে অনুষ্ঠিত এই বিলাসবহুল বিয়ের প্রথম ছবি।


বিয়েতে নুসরাত পরেছেন লাল লেহেঙ্গা ও নিখিল পরেছেন ক্রিম কালারের শেরওয়ানি। গলায় গোলাপের মালা।


২৯ বছর বয়সী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে ধারণ করা বিয়ের এই ছবি পোস্ট করে লিখেছেন, নিখিল জৈনের সঙ্গে সুখের খোঁজে। এর আগে, গত শনিবার রাতে হবু বর নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইস্তাম্বুলে উড়ে গেছেন নুসরাত।


বিয়ের অনুষ্ঠানে দুই পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন রয়েছেন। গত ১৭ই জুন তাদের বিয়ের পার্টি হয়েছে।


১৮ই জুন হয়েছে মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। আর গত ১৯শে জুন হলো জাকজঁমক বিয়ের অনুষ্ঠান।

নতুন খবর দিলেন অপু বিশ্বাস

admin June 16, 2019

ঢাকাই ছবির ‘বিউটি কুইন’ বলা হয় তাকে। মিষ্টি হাসি আর সাবলিল অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে রানী হয়ে আছেন। তিনি আর কেউ নন তিনি নায়িকা অপু বিশ্বাস।


নানা জটিলতার কারণে বেশ কিছু দিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এই নায়িকা। তবে সব কিছু ছাপিয়ে আবারো নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি।


কিছুদিন আগে অপু বিশ্বাস অভিনয় করেছেন কলকাতার ‘শটকার্ট’ শিরোনামে একটি সিনেমায়।


এ খবর সবার জানা তবে নতুন খবর হলো ‘শটকার্ট’ ছবিটি মুক্তির আগেই আরো একটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অপু।


জানা গেছে, শনিবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন এই অভিনেত্রী।


তার সঙ্গে রয়েছেন অভিনয়শিল্পী ও কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনিও সিনেমাটিতে অভিনয় করবেন।


এদিকে অপু বিশ্বাস অভিনীত দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি মুক্তি অপেক্ষায় আছে।


ছবিতে অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধেছেন নায়ক বাপ্পি চৌধুরী।


তনুশ্রীকে যৌন হয়রানির অভিযোগ মিথ্যা প্রমাণিত

তনুশ্রীকে যৌন হয়রানির অভিযোগ মিথ্যা প্রমাণিত

admin June 15, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বলিউডে তনুশ্রীর মাধ্যমে #মিটু ঝড় শুরু হয়েছিল। এরপর বড় বড় তারকাশিল্পীদের পিছনেও অভিযোগ দায়ের হয়েছিলো যৌন হেনস্তার।


জনপ্রিয় অভিনেতা ও পরিচালক নানা পাটেকরের বিরুদ্ধে অভিনেত্রী তনুশ্রী দত্তর যৌন হেনস্তার অভিযোগ দিয়েই বলিউডে এই হ্যাশট্যাগ মিটু আন্দোলনের সূচনা হয়। তবে তনুশ্রীর করা সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন নানা পাটেকর। অভিযোগে তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়ে দিলো, ওই ঘটনায় নানার বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ মেলেনি।


পুলিশের এমন বলার পর তনুশ্রী দত্তের আইনজীবী নিতিন সতপুত ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, পুলিশ তাদের এখনও কিছু লিখিত জানায়নি। মামলা খারিজ করা হলে তারা আবারও আদালতের দ্বারস্থ হবেন।


এর আগে তনুশ্রীর অভিযোগ করেন, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শ্যুটিংয়ের সময় নানা পাটেকর তার গায়ে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করেন। এরপর তিনি নানা পাটেকরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করেন এবং শুটিং সেট ছেড়ে বেরিয়ে যান। ঘটনার পর বিশেষ রাজনৈতিক দলের গুণ্ডাদের দিয়ে তার গাড়িতে নানা পাটেকর ভাঙচুর করান।


গত ৭ মাস আগে নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই নানার বিরুদ্ধে তদন্ত শুরু করে মুম্বাইয়ের ওশিওয়ারা থানা। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে তনুশ্রীর দাবি ছিল, নানাকে বয়কট করা হোক।


এবার পুলিশ জানিয়ে দিলো তনুশ্রীর অভিযোগ মিথ্যে। ফলে যৌন হেনস্তা কাণ্ডে কিছুটা স্বস্তিতে অভিনেতা নানা পাটেকর।

ভাইরাল সুহানার সেলফি, এটিএম কার্ড নিয়ে আলোচনা!

ভাইরাল সুহানার সেলফি, এটিএম কার্ড নিয়ে আলোচনা!

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সুহানা খান, তার বড় পরিচয় তিনি শাহরুখ খানের মেয়ে। কিন্তু তার বাইরে গিয়েও সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।


সুহানার ভক্তের সংখ্যাও কম নয়। তার বিভিন্ন ছবি বহু ক্ষেত্রে ভাইরাল হয়েছে। কিন্তু সম্প্রতি সুহানার একটি সেলফি নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে ওয়েব ওয়ার্ল্ডে। কিন্তু কেন?


আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন সুহানা। তার ফোনের কভারে রয়েছে এটিএম কার্ড। ফলে সেই সেলফি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেখা যাচ্ছে তার এটিএম কার্ডও।


সেই ছবি দেখে কেউ লিখেছেন, ‘ওই কার্ডটা আমাকে দিয়ে দাও।’ আবার অন্য একজন লিখেছেন, ‘এই কার্ডে নিশ্চয় কোটি কোটি টাকা আছে। প্রতিদিনের খরচের জন্য নিশ্চয়ই অনেকবার ব্যবহার হয় ওই কার্ড। ভাগ্যবতী মেয়ে…।’


সুহানার বয়স এখন ১৯। কিন্তু যাই করেন, তাতেই লাইমলাইটে চলে আসেন। যদিও এই চলতি সেলফি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি।

যেভাবে ভাইরাল ‘ঢাকাইয়া গল্লিবয়’ রানা

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক: স্যোস্যাল মিডিয়ায় ‘ঢাকাইয়া গল্লিবয়’ খ্যাত রানা মৃধা থাকে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায়। ঢাবির টিএসসি এলাকায় ঘুরে বেড়ানো আর দশটা পথশিশুর মতো রানাও একজন। তবে ক্যাম্পাস এলাকাতেই সারাদিন ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। ক্যাম্পাসে ঘুরে ঘুরে গান শোনানোর বিনিমেয়ে ২-৫ টাকা চেয়ে নেয় মানুষের কাছ থেকে।


রানা নামের এই ছেলের গাওয়া একটি ব়্যাপ গান সম্প্রতি ফেসবুকে প্রকাশ করা হলে সেটি ভাইরাল হয়ে যায়। ‘ঢাবি মেট্রো - ১৯২১' নামের ফেসবুক পাতায় ভিডিওটি ৩১ মে আপলোড করা হয়। এখন পর্যন্ত তা ১৪ লাখের বেশিবার দেখা হয়েছে।


ঈদের পরদিন রাতে ‘ঢাবি মেট্রো - ১৯২১' নামের ফেসবুক পাতায় রানার গাওয়া র‌্যাপগান ঢাকাইয়া গল্লিবয় ছড়িয়ে পড়ে ফেসবুকে। কয়েক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে রানার গানটি ভিডিও করে ফেসবুকে ছাড়ে। এরপর মুহূর্তেই রানার প্রতিভার প্রশংসা ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই রানার প্রতিভায় মুগ্ধ হয়ে তার সন্ধান করতে শুরু করেছেন। অনেকেই জানতে চেয়েছেন ‘কোথায় পাওয়া যাবে গল্লিবয় রানাকে?’


 

ঈদের পরদিনই রাত সাড়ে দশটার দিকে গানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নুজহাত ঐশি ফেসবুকে ছাড়েন। এর পরপরই গানটি ছড়িয়ে পরতে থাকে বিভিন্ন পেইজে গ্রুপে এবং ওয়ালে ওয়ালে। তখনো গল্লিবয় খ্যাত রানার পরিচয় জানা যায়নি। এমনকি তার নামই যে ‘রানা’ তাও নিশ্চিতভাবে জানা যায়নি তখনো।


ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার ভেতরই বেড়িয়ে আসে এই ঢাকাইয়া গল্লিবয়ের পরিচয়। তার নাম রানা। থাকে কামরাঙ্গীর চরের একটি বস্তিতে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই ঘুরে বেড়ায় রানা। সকাল থেকে রাত পর্যন্ত তাকে এখানেই পাওয়া যায়। ঢাকাইয়া গল্লিবয় গানটি তার জীবনের কথা দিয়েই বানানো। পথ শিশু হিসেবে পরিচিত রানার ‘গল্লিবয়’ খ্যাত রানা হয়ে ওঠার পেছনে ছিলেন আরেকজন- মাহমুদ হাসান তবীব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীই রানার গান শুনে মুগ্ধ হয়ে তার জীবন নিয়েই লিখেন- ‘ঢাকাইয়্যা গল্লিবয়’ খ্যাত গানটি।


তারপর রানাকে দিয়ে গানটি অনুশীলন করিয়ে এর ভিডিও চিত্রও ধারন করেন। তৈরি করে ফেলেন একটি মিউজিক ভিডিও। সেখানে রানার সাথে মাহমুদ হাসান তবীব নিজেও মিউজিক ভিডিওতে অংশ নেন। গানের পাশাপাশি এর মিউজিক ভিডিওটিও পরিচালনা করেন তবীব। মাহমুদ হাসান তবীব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। ভালো লাগা ভালোবাসা থেকে তিনি গান করেন।


তবীব বলেন, ‘গত সাত আটদিন আগে প্রথম রানার সাথে আমার দেখা হয়। ওর গান শুনে আমি মুগ্ধ। ছেলেটির ভেতর টেলেন্ট আছে। আমি ওর গান শুনে ওর জীবন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠি। দরিদ্র রানার জীবন সংগ্রামের গল্প শুনে সেই রাতেই ওকে নিয়ে গানটি লিখি। এরপর রানাকে অল্প সময়ের যতটুকু সম্ভব গানটি অনুশীলন করিয়ে আমার এক বন্ধুর হোম স্টুডিওতে রের্কড করি। ও খুব অল্প সময়েই সব কিছু নিজের আয়ত্তে নিয়ে নিতে পারে। রেকর্ডিং এবং ভিডিও ধারণ শেষে গতকাল রাতে (বৃহস্পতিবার) কাজটি শেষ হয়। এরপর আমি ফেসবুকে ছাড়ি।’

অঞ্জু ঘোষ বাংলাদেশি না ভারতীয়?

অঞ্জু ঘোষ বাংলাদেশি না ভারতীয়?

admin June 07, 2019

এক সময়ের জনপ্রিয় বাংলা সিনেমা ‘বেদের মেয়ে জোৎস্না’র নায়িকা অঞ্জু ঘোষ বিজেপিতে যোগ দেয়ার পরে তাকে নিয়ে বিতর্ক বেঁধেছে পশ্চিমবঙ্গে। তৃণমূল কংগ্রেসের তরফে অঞ্জু ঘোষের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। বলা হয়েছে, তিনি আসলে বাংলাদেশের নাগরিক এবং ‘কারসাজি করে তাকে ভারতের নাগরিক বানানো হয়েছে।’ একজন বিদেশী কীভাবে ভারতের একটি রাজনৈতিক দলে যোগ দেন, সেই প্রশ্ন তুলছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল। খবর-বিবিসি বাংলা


তবে বিজেপি দাবি করেছে যে অঞ্জু ঘোষের বাবা বাংলাদেশের মানুষ ছিলেন ঠিকই, কিন্তু তার জন্ম কর্ম, সবই কলকাতায়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতেই বুধবার দলে যোগ দেন মিজ. ঘোষ।


অঞ্জু ঘোষের নাগরিকত্ব নিয়ে বিতর্কের প্রেক্ষিতে বিজেপির নেতা মি. ঘোষ বলছিলেন, ওর জন্মের সার্টিফিকেট, পাসপোর্ট, ভোটার কার্ড- সবই আমরা দেখেছি। তার বাবা বাংলাদেশের মানুষ ছিলেন, তিনি আর জীবিত নেই। কিন্তু মা এখানকার মানুষ। তিনি সল্ট লেকে থাকেন বহু বছর ধরে। সব নথিই আমরা সামাজিক মাধ্যমে তুলেও দিয়েছি। এ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।


এই বিতর্কের প্রেক্ষিতে একটি সংবাদ সম্মেলন হয় রাজ্য বিজেপি সদর দফতরে। সেখানে দলের নেতা জয়প্রকাশ মজুমদার যেসব নথি পেশ করেছেন, সেগুলো বিজেপির ''মিডিয়া সেল'' সাংবাদিকদের দিয়েছে। সেই নথিতে মিজ ঘোষের দুটি পৃথক জন্মতারিখ পাওয়া যাচ্ছে। কলকাতা পুরনিগমের জন্ম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আধার কার্ড আর ভারতীয় পাসপোর্ট অনুযায়ী তার জন্মের তারিখ ১৭ই সেপ্টেম্বর, ১৯৬৬। জন্ম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে অবশ্য অনেক পরে - ২০০৩ সালের ২২শে ডিসেম্বর।


আবার আয়কর দপ্তরের পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যা মোটামুটিভাবে প্রতিটি আর্থিক লেনদেন এবং ব্যাঙ্কের কাজে প্রয়োজন হয়], সেখানে লেখা আছে জন্ম তারিখ ৮ই সেপ্টেম্বর, ১৯৬৭। দেয়া হয়েছে অঞ্জু ঘোষের ভোটার পরিচয়পত্রও। সেখানে ২০০২ সালের পয়লা জানুয়ারিতে তার বয়স লেখা রয়েছে ৩৫ বছর। অর্থাৎ জন্মসাল ১৯৬৭। তার দুটি পৃথক জন্ম তারিখ কীভাবে হল, বিজেপি অবশ্য এখনও পর্যন্ত তার ব্যাখ্যা দেয় নি।


অন্যদিকে তৃণমূল কংগ্রেস আবারও বলছে, কোথাও একটা কারসাজি করে অঞ্জু ঘোষকে ভারতীয় নাগরিক হিসাবে দেখানো হচ্ছে। দলের নেতা রাহুল চক্রবর্তীর কথায়, "২০০২ সালে তার ভোটার কার্ড ইস্যু হচ্ছে আর তিনি পাসপোর্ট পাচ্ছেন ২০১৮ সালে! এটা হয় নাকি? আমরা নি:সন্দেহ যে ২০১৮-র আগেও তিনি বাংলাদেশে গেছেন, থেকেছেন, কাজ করেছেন! কীভাবে গেলেন তাহলে? আমরা এখনও বলছি, অঞ্জু ঘোষ বাংলাদেশের নাগরিক। একটা কারসাজি করা হয়েছে কোথাও।"


একজন বিদেশী নাগরিককে কীভাবে দেশের ক্ষমতাসীন দলের সদস্য করা হয়, সেই প্রশ্নও তুলছেন মি. চক্রবর্তী।


আজকাল পত্রিকার সিনিয়র সাংবাদিক অরুন্ধতী মুখার্জী অবশ্য বলছিলেন, "নির্বাচনের প্রচার চলার সময়ে তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর প্রচারে দুই বাংলাদেশী অভিনেতার যোগ দেওয়া নিয়ে বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল। তাদের দুজনকেই নিজের দেশে ফিরে যেতে নির্দেশ দেয় ভারত সরকার। এখন তৃণমূল কংগ্রেস একটা সুযোগ পেয়েছে অঞ্জু ঘোষের নাগরিকত্ব নিয়ে পাল্টা অভিযোগ তোলার।"


লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দারুণ ফলাফল করার পরে ভারতীয় জনতা পার্টিতে নানা পেশার মানুষের, নানা দলের নেতা কর্মীদের যোগদান করার ধূম লেগে গেছে। এর জন্য বিজেপি রীতিমতো যোগদান মেলারও আয়োজন করছে। এর ফলে গত দুসপ্তাহে বিতর্কও তৈরি হয়েছে বারে বারে।

আবারও উষ্ণতা ছড়ালো প্রিয়াঙ্কা!

admin June 07, 2019

কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবের লাল কার্পেটে ‘অদ্ভূত’ সাজে ঝড় তুলেছেন। এবার ফটোশুটেই উত্তাপ ছড়ালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি একটি পত্রিকার ফটোশুটে মোহময়ীরূপে দেখা গেছে সাবেক এই বিশ্বসুন্দরীকে।


ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়ার গ্ল্যামার কোশেন্ট নিয়ে মতান্তরের কোনো জায়গাই নেই। কান চলচ্চিত্র উৎসবের পর এবার ফটোশুটেও ক্যামেরার লেন্সে আগুন জ্বালিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন পত্রিকা ‘ইনস্টাইল’-এর জন্য নতুন এই ফটোশুট করেছেন পিগি চপ্স।


ফটোশুটে ডিজাইনার সব্যসাচীর তৈরি শাড়িতে ‘সেক্সি’ শব্দটির ভিন্ন মাত্রা দিয়েছেন মোহময়ী প্রিয়াঙ্কা। যৌন আবেদনে পরিপূর্ণ ছবিগুলো এ পর্যন্ত নায়িকার অন্যতম সেরা অভিব্যক্তি ধরে রাখতে সফল।




 

পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই উত্তাপ শেয়ার করেছেন প্রিয়াঙ্কা নিজেই। সেখানে তিনি লিখেছেন, ‘বিশ্ব সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো ফ্যাশন, যা বহু সময়েই প্রাচীন ঐতিহ্য থেকে উদ্ভূত হয়। ঋতু বদলে গেলেও তা কখনো স্টাইলের দিগন্ত থেকে মুছে যায় না। ভারতের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ ও স্বীকৃত পোশাক শাড়ি। আমার কাছে তার সৌন্দর্য শুধুমাত্র বস্ত্র বা নকশা বোঝায় না। তার বৈচিত্রই হলো সবচেয়ে চিত্তাকর্ষক। শাড়ি নারীর আভিজাত্য, নারীত্ব ও শক্তির দ্যোতক। যখনই শাড়ি পরি, এক সুন্দর অনুভূতি জাগে।’


ফটোশুটে অনন্য ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটলেও ভক্তরা অধীর অপেক্ষায় রয়েছেন প্রিয়াঙ্কার পরবর্তী ছবি নিয়ে। আগামী অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে এই অভিনেত্রীর নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন ফারহান আখতার, জাইরা ওয়াসিম ও রোহিত শরাফ। সোনালি বসুর নির্দেশনায় পর্দায় আরও দেখা যাবে মাইন্ডি কেলিংকেও।


ঈদের দিন নিজেকে আটকে রাখতে পারি না

ঈদের দিন নিজেকে আটকে রাখতে পারি না

admin June 05, 2019

বলা যায়, আমি একটু ভোজনরসিক। খেতে পছন্দ করি। রান্না করতেও। এবারের ঈদেও আমার বিশেষ রান্না থাকবে। বাসার জন্য এটা তৈরি করবো।


এটাও একধরনের আনন্দ। আর এ সময়টা আমি খাওয়া দাওয়ার ওপর বিধি নিষেধ উঠিয়ে দেই। মুখরোচক সব খাবারের ভিড়ে নিজেকে আটকে রাখা কষ্টকর। মনে যা ইচ্ছে করে, তা-ই খাই। পুরো সপ্তাহজুড়ে এভাবেই চলি। বিশেষ করে ঈদের দিন আমি খাওয়ার বিষয়ে বাধাহীন থাকি।


এরপর না হয় যখন কাজে ফিরব- তখন আবার নিজেকে সামলে নেব। আর এবারের ঈদটা কাটবে ‘পাসওয়ার্ড’ ছবিকে ঘিরে। দর্শকদের সঙ্গে ছবিও দেখব। হলে হলে গিয়ে তাদের প্রতিক্রিয়াও দেখব।


আমার মতে শুধু ঈদে নয়, এ বছরের অন্যতম ব্যবসাসফল ছবি হতে যাচ্ছে ‘পাসওয়ার্ড’। সবাইকে বলবো, আপনার ঈদের আনন্দ ‘পাসওয়ার্ড’-এর সঙ্গে ভাগ করে নিন।

ঈদের দিন টিভি চ্যানেলের যতো আয়োজন

ঈদের দিন টিভি চ্যানেলের যতো আয়োজন

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর আজ। ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন টিভি চ্যানেল আয়োজন করেছে নানা ঈদ অনুষ্ঠান। এবার দেখে নেয়া যাক বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের দিন কি কি অনুষ্ঠান থাকছে।



বাংলাদেশ টেলিভিশন


বেলা ১১.০০ ঈদ দেশে দেশে। দুপুর ১২.১৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মায়ের হাতে বেহেস্তের চাবি; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল, আনোয়ারা। বেলা ২.৪৫ দ্বৈত সংগীতানুষ্ঠান (শিল্পী: কোনাল ও বাপ্পা মজুমদার)।


সকাল ১০.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা ৪২০; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ২.১০ টেলিছবি বজলু মিয়ার প্রেমিক মন; রচনা: মুহাম্মদ মামুন-অর-রশীদ; পরিচালনা: আল হাজেন; অভিনয়ে: জাহিদ হাসান, তিশা প্রমুখ।


বিকেল ৪.০৫ ইচ্ছে করে পাখির মতো উড়তে। ৪.৪০ অবসরে আনন্দ। ৫.০৫ নৃত্যের তালে তালে। সন্ধ্যা ৬.৩০ ছায়াছন্দ। ৭.২০ ধারাবাহিক নাটক অচিন সীমান্তে; রচনা মামুনুর রশীদ; অভিনয়: মামুনুর রশীদ, আহমেদ রুবেল, মাজনুন মিজান, জয় রাজ, খায়রুল আলম সবুজ, সুষমা সরকার।


রাত ৮.৪৫ নাটক ভ্রান্তি; রচনা: এজাজ মুন্না; অভিনয়: মৌ, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ঊর্মিল শ্রাবন্তী কর। ১০.২০ আনন্দ মেলা।


বিকেল ৫.১৫ নাটক দ্য এন্ড;রচনা ও পরিচালনা: কাজল আরেফিন; অভিনয়: নিশো, তানজিন তিশা প্রমুখ। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক দে দৌড়; রচনা ও পরিচালনা: রাজিবুল ইসলাম; অভিনয়: জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তিশা, তানিয়া আহমেদ, শবনম ফারিয়া, সাজু খাদেম প্রমুখ। ৬.৩৫ ধারাবাহিক নাটক থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন; রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: মোশাররফ করিম, নাদিয়া নদী, জুঁই করিম প্রমুখ। ৭.৫০ নাটক অন্যদিন;পরিচালনা: তুহিন হোসেন; অভিনয়: জোভান, সারিকা প্রমুখ।



চ্যানেল আই


সকাল ৯.৪৫ ১৯১তম শোলাকিয়া ঈদ জামাত (সরাসরি)। ১০.৪০ পূরবী ঈদ আনন্দ। বেলা ১১.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আলোয় ভুবন ভরা; অভিনয়: সাইফ খান, মিষ্টি মারিয়া প্রমুখ। ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাত্রির যাত্রী; অভিনয়: মৌসুমী, সালাহ্উদ্দিন লাভলু প্রমুখ।


সকাল ৯.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসা এমনই হয়; অভিনয়: বিদ্যা সিনহা মিম, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির প্রমুখ। বেলা ১১.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মন জানে না মনের ঠিকানা; অভিনয়: পরীমনি ও ইরফান সাজ্জাদ। ১.১৫ স্টার বক্স। ২.০০ টেলিছবি জীবন ছবি; পরিচালনা: পিকলু চৌধুরী; অভিনয়: সজল, তানজিকা আমিন প্রমুখ।


বিকেল ৪.৩০ ধারাবাহিক নাটক ম্যারিজ পয়েন্ট; পরিচালনা: বি ইউ শুভ; অভিনয়: স্বাগতা, কল্যাণ কোরাইয়া, মিথিলা প্রমুখ। সন্ধ্যা ৬.০০ নাটক ঠিক ঠিকানা; পরিচালনা: রাফাত মজুমদার; অভিনয়: তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া। ৭.০০ ধারাবাহিক নাটক লাভ মিটার; পরিচালনা: ফিরোজ খান; অভিনয়: নাঈম, শবনম ফারিয়া প্রমুখ।


বিকেল ৫.৪০ এন্ড্রু কিশোরের গান। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক জয় হলো জয়দেবপুরে; রচনা: ফরিদুর রেজা সাগর; নাট্যরূপ ও পরিচালনা; আফজাল হোসেন; অভিনয়: আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। ৭.৪০ নাটক বামদিক থেকে চলুন; রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান; অভিনয়: সজল, মিষ্টি প্রমুখ।


রাত ৯.৩৫ নাটক আবার যদি দেখা হয়; রচনা: কাজী শাহেদুল ইসলাম; পরিচালনা: সালাহউদ্দিন লাভলু; অভিনয়: নিলয়, বৃষ্টি প্রমুখ। ১২.০০ ভালোবাসার বাংলাদেশ।


রাত ৮.০০ নাটক ওপারে আকাশ; পরিচালনা: সৈয়দ শাকিল, অভিনয়: অপূর্ব, মম। ৯.০০ নাটক মুখচোরা মজনু; পরিচালনা: মিজানুর রহমান; ১০.০০ ধারাবাহিক নাটক ইন্দুবালা; পরিচালনা: অনন্য মামুন; অভিনয়: পপি, আঁচল, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।



দেশ টিভি


সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্বামীর সংসার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ৩.০০ সুর আর গান (শিল্পী: ইউসুফ আহমেদ খান ও দিঠি আনোয়ার)।


সন্ধ্যা ৬.১৫ ধারাবাহিক নাটক তাদের খাড়া দুটো শিং; কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা: অঞ্জন আইচ; অভিনয়: এ্যালেন শুভ্র, নাদিয়া নদী প্রমুখ। ৭.৩৫ নাটক ইয়েস; গল্প: সাব্বির চৌধুরী; রচনা: রুম্মান রশীদ খান; পরিচালনা: তপু খান; অভিনয়: নিশো, শখ প্রমুখ। রাত ৮.৪৫ নাটক দ্য নোটবুক;রচনা: গোলাম সারোয়ার; পরিচালনা: বি ইউ শুভ; অভিনয়: অপূর্ব, ফারিন প্রমুখ। ১০.০০ মিউজিক্যাল লাইভ (শিল্পী: এস আই টুটুল)।



দীপ্ত টিভি


সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পুড়ে যায় মন; অভিনয়: পরীমনি, সাইমন সাদিক। বেলা ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমার প্রাণের প্রিয়া; অভিনয়: শাকিব খান, বিদ্যা সিনহা মিম। সন্ধ্যা ৬.০০ নাটক আইজু দ্য ভাই; রচনা: ওয়াহিদুজ্জামান সবুজ ও আসফিদুল হক; পরিচালনা: ফিরোজ কবির; অভিনয়: আনিসুর রহমান মিলন, ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। ৭.০০ ধারাবাহিক নাটক মার ঘুরিয়ে; রচনা ও পরিচালনা প্রীতি দত্ত; অভিনয়: নিলয়, শিপন মিত্র, তাসনুভা তিশা, মারজুক রাসেল। ৭.৩০ বিদেশি ধারাবাহিক সুলতান সুলেমান।



এটিএন বাংলা


সকাল ৯.৩০ মৌসুমী’স কিচেন। ১০.২০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিরো দ্য সুপার স্টার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ববি। বেলা ১.৩০ ঈদের খুশি। ২–২০ স্টার ক্যানভাস। ৩.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পাগল মানুষ। অভিনয়: শাবনূর।


রাত ৮.০০ নাটক চুটকি ভান্ডার ৭: স্বামী স্ত্রীর টক্কর; পরিচালনা: শামীম জামান; অভিনয়: আ খ ম হাসান, এ্যানি খান, ফারজানা রিক্তা প্রমুখ। ৮.৩০ নাটক ভুল ভাঙাতে ভুল করা; রচনা ও পরিচালনা: হানিফ সংকেত; অভিনয়: আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাঈদ বাবু, কে এস ফিরোজ, মাসুদ আলী খান প্রমুখ। ৯.৩০ ধারাবাহিক নাটক প্রেমের দুষ্টচক্র;রচনা: শফিকুর রহমান; পরিচালনা: কায়সার আহমেদ; অভিনয়: আনিসুর রহমান মিলন, অহনা, তাসনুভা তিশা, ফারহানা মিলি প্রমুখ। ১০.৩০ মনের ফ্রেমে তুমি (শিল্পী: ইভা রহমান)। রাত ১১.৩০ টেলিছবি বাও বাতাস; রচনা ও পরিচালনা: সুমন আনোয়ার।



একুশে টিভি


সকাল ৯.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিরো দ্য সুপার স্টার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ববি। বেলা ২.৩০ একুশের ঈদের ঢোল।


সন্ধ্যা ৬.০০ নাটক তুমি আমারই;রচনা: রাজিব আহমেদ; পরিচালনা: সকাল আহমেদ। ৭.৩০ ধারাবাহিক নাটক গল্পটি শেষ হয়নি; রচনাও পরিচালনা: মোহন খান; অভিনয়: সজল, ভাবনা, নাজিরা মৌ প্রমুখ।


সন্ধ্যা ৬.২০ সেলিব্রেটি কুকিং শো। ৭.২০ ধারাবাহিক নাটক নো অজুহাত;রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান; অভিনয়: জাহিদ হাসান, সাজু খাদেম, রুনা খান প্রমুখ।



এনটিভি


ঈদের দিন


সকাল ৮.৩০ ঈদের জামাত। ১০.০৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়ার্নিং; অভিনয়: আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ। বেলা ২.৩০ টেলিছবি এক হৃদয়হীনা; রচনা ও পরিচালনা: শিহাব শাহীন; অভিনয়: অপূর্ব, অর্ষা, আলিফ প্রমুখ।


বিকেল ৫.১৫ আকাশ ভরা তারা। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক রং চা; রচনা: এজাজ মুন্না; পরিচালনা: অসীম গোমেজ; অভিনয়: সাজু খাদেম, ইন্তেখাব দিনার, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা প্রমুখ। ৬.৪৫ ধারাবাহিক নাটক সৌদি গোলাপ; রচনা: বৃন্দাবন দাশ; পরিচালনা: সাগর জাহান; অভিনয়: জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশী প্রমুখ।


রাত ৮.০৫ নাটক আমার হাতটা একটু ধরো; রচনা ও পরিচালনা: এস এ হক অলীক। ৯.০৫ ডান্স ডান্স। ৯.৪৫ ধারাবাহিক নাটক মতলব; রচনা ও পরিচালনা: মীর সাব্বির। অভিনয়: মীর সাব্বির, অহনা, মাজনুন মিজান প্রমুখ। ১১.১০ নাটক ভাই, পারলে মাফ করবেন; গল্প: আমিনুল ইসলাম অনীক; চিত্রনাট্য ও পরিচালনা: মাবরুর রশীদ; অভিনয়: ইরফান সাজ্জাদ, সাবিলা নূর প্রমুখ। ১২.৩০ আকাশ ভরা তারা।



আরটিভি


ঈদের দিন


সকাল ১০.০৫ সিসিমপুর। ১০.৪০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার; অভিনয়: শাকিব খান, পূর্ণিমা, আলমগীর প্রমুখ। বেলা ২.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়ার্নিং; অভিনয়: আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ।


সন্ধ্যা ৬.০০ ধারাবাহিক নাটক মিস্টার অজুহাত; রচনা: সাজিন আহমেদ; পরিচালনা: মিলন ভট্টাচার্য্য; অভিনয়: আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। ৭.১০ ধারাবাহিক নাটক ধামাকা অফার; রচনা ও পরিচালনা: মাসুদ সেজান; অভিনয়: চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। ৭.৫০ মোশাররফ উত্সব।


রাত ৮.৩৫ নাটক মামুন মামা; রচনা: দয়াল সাহা, পরিচালনা: শেখ সেলিম; অভিনয়: জাহিদ হাসান, পিয়া বিপাশা প্রমুখ। ৯.৪০ ধারাবাহিক নাটক তালমিছরি? না হাওয়াই মিঠাই! রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রোবেনা রেজা, আরফান আহমেদ, প্রাণ রায় প্রমুখ। ১০.০০ নাটক শেষের অপেক্ষায়; রচনা: মোহন আহমেদ; পরিচালনা: সকাল আহমেদ; অভিনয়: রিয়াজ, মম প্রমুখ। ১১.০৫ ডিম পাড়ে হাঁসে খায় বাগডাশে; রচনা: রাজিবুল ইসলাম; পরিচালনা: সাইদুর রহমান; অভিনয়: জাহিদ হাসান, তানিয়া আহমেদ, সালাহউদ্দিন লাভলু, শবনম ফারিয়া প্রমুখ। ১১.৩০ চলো দিগন্তে; রচনা: হাসনাত বিন মতিন ও আর বি প্রীতম; পরিচালনা: আর বি প্রীতম; অভিনয়: জোভান, টয়া প্রমুখ। ১১.৫০ টেলিছবি আনোয়ার দি প্রোডাকশন বয়; রচনা ও পরিচালনা: মহিদুল মহিম; অভিনয়: আফরান নিশো, মেহ্জাবীন প্রমুখ।



বৈশাখী টিভি


সকাল ১০.১৫ ইচ্ছে ঘুড়ি। বেলা ১১.০০ গানে গানে ঈদ আনন্দ। দুপুর ১২.৩০ ফানি মোমেন্ট। বেলা ১.০০ শুধু সিনেমার গান। ১.৩০ প্রিয় শিল্পীর সেরা গান।


রাত ৮.১০ একক নাটক ভাবীর দোকান। ৯.১০ধারাবাহিক নাটক আয়না মতি। ১০.৩০ ধারাবাহিক নাটক ঈদ বোনাস। ১১.৪০ পূর্ণদৈর্ঘ্য সিনেমা মন যেখানে হৃদয় সেখানে; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস।



বাংলাভিশন


সকাল ১০.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা ৪২০; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ২.১০ টেলিছবি বজলু মিয়ার প্রেমিক মন; রচনা: মুহাম্মদ মামুন-অর-রশীদ; পরিচালনা: আল হাজেন; অভিনয়ে: জাহিদ হাসান, তিশা প্রমুখ।


বিকেল ৫.১৫ নাটক দ্য এন্ড;রচনা ও পরিচালনা: কাজল আরেফিন; অভিনয়: নিশো, তানজিন তিশা প্রমুখ। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক দে দৌড়; রচনা ও পরিচালনা: রাজিবুল ইসলাম; অভিনয়: জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তিশা, তানিয়া আহমেদ, শবনম ফারিয়া, সাজু খাদেম প্রমুখ। ৬.৩৫ ধারাবাহিক নাটক থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন; রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: মোশাররফ করিম, নাদিয়া নদী, জুঁই করিম প্রমুখ। ৭.৫০ নাটক অন্যদিন;পরিচালনা: তুহিন হোসেন; অভিনয়: জোভান, সারিকা প্রমুখ।

ঢালিউডের চলচ্চিত্রে কলকাতার ঐন্দ্রিলা বোস

ঢালিউডের চলচ্চিত্রে কলকাতার ঐন্দ্রিলা বোস

admin June 04, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ঐন্দ্রিলা বোস। ‘তুই আমার জান’ শিরোনামের ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। ছবিটি পরিচালনা করবেন রকিবুল আলম রাকিব।


নির্মাতা বলেন, 'তুই আমার জান' রোমান্টিক-অ্যাকশন ও পারিবারিক ঘরানার ছবি। ছবিটির জন্য আমি নতুন কাউকে খুঁজছিলাম যে চরিত্রটি মানিয়ে নিতে পারবে। তাই ছবির জন্য একদম নতুন জুটি হিসেবে নবাগত নাহিদ ইরফান ও ওপার বাংলার ঐন্দ্রিলাকে নিয়েছি। দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন একটি ছবি হবে আশা করি।


চলতি মাসের ২০ তারিখ খাগড়াছড়িতে ছবিটির শুটিং শুরু হবে জানা গেছে । ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আমান রেজা, সাদেক বাচ্চু, শিবাশানু, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।


প্রসঙ্গত মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও কলকাতার অভিনেত্রী ঐন্দ্রিলা বোস। এরপর পরিচিতি পান স্টার জলসার 'স্বপ্ন উড়ান' সিরিয়াল দিয়ে। পি সি চন্দ্র জুয়েলার্সের গোল্ডলাইট ডিভা পেজেন্ট-এ প্রথম রানার আপ হওয়ার পর ভারতীয় সিরিয়ালে কাজ শুরু করেন।

আমাদের সম্পর্কটা কেউ বুঝবে না

admin June 02, 2019

অনলাইন ডেস্ক:
বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। এই দুই তারকার জুটি ভক্তদের কাছে বেশ ‍পছন্দের। তবে এই তারকার সম্পর্কটা ঠিক কেমন? শুধুই প্রফেশনাল? কিছুদিন আগেও সালমান-ক্যাটরিনার প্রেম নিয়ে বেশ আলোচনার ঝড় বলিউড ইন্ডাস্ট্রিতে, তা কতটা সত্যি?


সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাতকারে ক্যাটরিনা বলেছেন, অভিনেতা হিসেবে সালমানকে সম্মান করি। আমি সেটে এক হাজার শতাংশ প্রস্তুতি নিয়ে পৌঁছাই। সেজন্য সালমানও আমাকে শ্রদ্ধা করে। আমাদের ইকুয়েশনটা পারস্পরিক সম্মানের। আমি একটা সীমা বজায় রাখি। সেটা অতিক্রম করে কখনও ওর সঙ্গে কথা বলি না। বাইরের লোকে আমাদের সম্পর্কটা বুঝবে না।



দীর্ঘ দিন প্রেমের সম্পর্কের পর ২০০৯-এ ক্যাটরিনা-সালমানের ব্রেকআপ হয়েছে। কিন্তু তারপরও বন্ধুত্বের সম্পর্ক নাকি বজায় রেখেছেন তারা। তারপর রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে।


আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ দীর্ঘদিন পরে বড় পর্দায় ফিরছে সালমান-ক্যাটরিনা জুটি। ফের তাদের রোম্যান্স দেখার সুযোগ পাবেন দর্শক। এটি একটি কোরিও ছবির রিমেক। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস।

আর অভিনয় করবো না, আল্লাহর পথে হাঁটতে চাই: পুষ্পিতা

admin May 31, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা পুষ্পিতা পপি বলেন, ‘এখন থেকে আর অভিনয় করবো না। বাকি জীবনটা ইবাদত বন্দেগী করেই কাটাতে চাই। আল্লাহর পথে হাঁটতে চাই।’ কয়েক বছর ধরে মিডিয়া থেকে আড়ালে আছেন এই অভিনেত্রী। সিনেমায় আর অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।


এ ব্যাপারে পুষ্পিতা পপি বলেন, ‘আমি ধার্মিক পরিবারের মেয়ে। শখ বা নেশার ঘোরে বলা যায় অভিনয়ে পা রেখেছিলাম। অভিনয়ে পা রাখার পরও আমি কিন্তু নিয়মিত নামাজ পরতাম, জিকির আসকার করতাম। সিনেমার অনেকেই তা জানেন।’



‘অভিনয়ের থাকাকালীন বারবার মনে হয়েছিল, ক্ষণিকের আনন্দের জন্য আমি সব হারাচ্ছি। একটা সময় আমার মধ্যে সে বোধটা চলে আসে। এরপরই আমি সিনেমার জীবন ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করি।’


এ সময় বলা হয়, আপনার অভিনীত বেশ কয়েকটি ছবির কাজ তো অসমাপ্ত আছে। সেগুলোর কি হবে? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমি কিন্তু হুট করে অভিনয় থেকে বিদায় নেইনি। অভিনয় ছাড়ার আগে সময় নিয়েছি। অসমাপ্ত ছবির কাজ শেষ করতে নির্মাতাদের বারবার তাগাদা দিয়েছি। কিন্তু তারা ছবিগুলোর কাজ শেষ করেনি। আমার অভিনীত তিনটি ছবির কাজ অসমাপ্ত আছে। এগুলো হলো- ঠোকর, প্রেম হতেই পারে ও ফাগুনের আগুন।’



তাহলে তো ছবির ভবিষ্যৎ অনিশ্চিত? উত্তরে তিনি বলেন, ‘আমি তা জানি না। আমি তো ওই সময় ছবির কাজ শেষ করতে নির্মাতাদের বলেছি। কিন্তু তারা ছবিগুলোর কাজ শেষ করেনি। নির্মাতারা খুব ভালো করেই জানেন, এখন আর আমি অভিনয় করবো না।’


সম্প্রতি পুষ্পিতা পপি অভিনীত ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই ছবিতে পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন কাজী মারুফ। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।


এ সময় এই ছবি প্রসঙ্গে পুষ্পিতা পপি বলেন, ‘২০১৫ সালের প্রথম দিকে এই ছবির শুটিং শুরু হয়েছিল। শুরুতে এই ছবির নাম ছিল ‘বিধ্বস্ত’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’।’


রিনি বলেন, ‘শুনেছি ঈদের পরপরই এটি মুক্তি দেওয়া হবে। আমি অনেক খুশি কারণ, এরপর আমার আর কোনো ছবি মুক্তি পাবে না। আল্লাহর কাছে চাওয়া, এটাই যেন আমার শেষ ছবি হয়। নিজেকে আর পর্দায় দেখতে চাই না। বাকি জীবনটা আল্লাহর পথে হাঁটতে চাই।’

চেহারা নিয়ে কটূক্তি: কেঁদে ফেললেন বিদ্যা (ভিডিও)

চেহারা নিয়ে কটূক্তি: কেঁদে ফেললেন বিদ্যা (ভিডিও)

admin May 31, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বিদ্যা বালান, তিনি এমন একজন অভিনেত্রী যার শারীরিক গঠন নিয়ে কিছু কম কথা শুনতে হয়নি। অভিনেত্রী হওয়া সত্ত্বেও বিদ্যা কেন এত মোটা! এটা নিয়ে জনসমক্ষে কম আলোচনা হয়না।


তবে শুধুই বিদ্যা কেন, আমাদের চারপাশে এমন অনেকেই রয়েছেন, যাদের অত্যাধিক মোটা অথবা রোগা হওয়ার জন্য, কিংবা গায়ের রং, উচ্চতার জন্যও নিত্যদিনই নানান লোকজনের থেকে বিভিন্ন কটূকথা শুনতে হয়েছে বা হয়। যাঁরা এধরনের কথা বলেন, তারা হয়ত যাকে বলছেন তার মানসিক অবস্থার কথা একবারের জন্যও ভাবার প্রয়োজন বোধ করেন না।


সম্প্রতি, বডি শেমিং নিয়ে বলিউডের গান ব্যবহার করে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন বিদ্যা বালান। যেখানে তাকে কালো শাড়ির উপর ওড়না গায়ে দিয়ে নিজের গলাতেই বলিউডের বিভিন্ন গানকে এই বডি শেমিংয়ের জন্য ব্যবহার করতে দেখা গেছে। যার মধ্যে প্রথম গানটাই হল কভি তো মোটি ক্যাহেতা হ্যায়, কভিতো ছোটি ক্যাহেতা হ্যায়। এছাড়াও হিন্দি ছবির আরও বেশকিছু গান ব্যবহার করতে দেখা গেছে বিদ্যাকে। গান গাইতে গাইতে ক্রমশ যেন বিষন্ন হয়ে পড়েছেন তিনি। গান গাইতে গাইতেই কেঁদে ফেলতে দেখা গেছে তাকে।


তবে এই প্রথম নয়, এর আগেও 'বডি শেমিং' নিয়ে মুখ খুলেছিলেন বিদ্যা। তাঁর মোটা হওয়া নিয়ে ছোট থেকেই তাঁকে নানান কথা শুনতে হয়েছে বলে জানিয়েছিলেন।


বিদ্যার কথায়, ‘যখন আমি কিশোরী ছিলাম, তখনই অনেকে আমায় বলতো এতো সুন্দর দেখতে, কিন্তু তুমি ওজন কেন কমাও না? এটা হয়তো বলা সহজ। রোগা হওয়ার জন্য আমি যখন ছোট ছিলাম, তখন বহুবার আমি অনেক সময় উপোস করে থেকেছি, পাগলের মতো শরীরচর্চা করেছি। তবে কোনওকিছুতেই কিছু হতো না। এর প্রধান কারণ হল হরমোন। শরীরচর্চার কারণে হরমণের সমস্যা হয়তো কিছুটা কমে তবে কিছুদিন পরেই আবার তা যে কে সেই।’


বিদ্যার কথায়, ‘তাই পরবর্তীকালে যখন কেউ আমায় শরীরচর্চার কথা বলো আমার ভীষণই রাগ হতো। লোকে কীভাবে বলতে পারে আমি শরীরচর্চা করি না। আমি যে রোগা হওয়ার জন্য কতটা পরিশ্রম করি, তা কি তাঁদের জানা আছে?’


https://youtu.be/rOunvdHHNYU

বিশ্বকাপের উদ্বোধনীতে বাংলাদেশের প্রতিনিধি জয়া-রাজ্জাক

admin May 30, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান। অনুষ্ঠানে প্রতিটি দলের প্রতিনিধিদের ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ করে দেয়। ক্রিকেটা তারকা আব্দুর রাজ্জাক মাত্র ৪ বল খেলে ২২ রান করেন। অভিনেত্রী জয়া আহসান কোনো রান নিতে পারেননি।


পাকিস্তান ক্রিকেট দলের হয়ে প্রতিনিধি হিসেবে আসেন জাতীয় দলের তারকা ক্রিকেটার আজহার আলী। তার সঙ্গে মঞ্চে আসেন পাকিস্তানের নোবেল বিজয়ী মালালা ইউসুফ জায়ী। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল ক্রিকেট বিশ্বকাপ। ব্রিটেনের মধ্য লন্ডনের ওয়েসমিনিস্টার শহর ও বাকিংহাম প্রসাদের মধ্যের সড়ক দ্য মলে স্থানীয় সময় বুধবার রাত ১০টায় উদ্বোধনী অনুষ্টান শুরু হয়।



আগামী সাত সপ্তাহে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসজুড়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে এই বড় আয়োজন। বুধবার টিকিট পাওয়া কয়েক হাজার ক্রিকেট ভক্ত বাকিংহাম প্রসাদের সামনে আইকনিক সড়ক দ্যা মলে গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ক্রিকেট উদযাপনে অংশ নেন।


ব্রিটেনের বিখ্যাত পত্রিকা ইভিনিং স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, অনুষ্ঠানের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু এটাকে একটা স্মরণীয় রাত হিসাবে উদযাপনের সব প্রস্তুতির কথা জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠান শুরুর সহায়তায় বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিও উপস্থিত থাকবেন।

ক্লিয়ারের দক্ষিণ এশীয় শুভেচ্ছাদূত নুসরাত ফারিয়া

ক্লিয়ারের দক্ষিণ এশীয় শুভেচ্ছাদূত নুসরাত ফারিয়া

admin May 29, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ-দুই বাংলাতেই রয়েছে নায়িকা ফারিয়ার পরিচিতি। তবে এবার পুরো দক্ষিণ এশিয়ার টিভি দর্শকরা চিনতে যাচ্ছেন তাকে।


কারণ, ইউনিলিভার পণ্যের সাউথ এশীয় শুভেচ্ছাদূত হয়েছেন এই তারকা। প্রতিষ্ঠানটির ক্লিয়ার শ্যাম্পুর জন্য এর সঙ্গে যুক্ত হলেন তিনি। যার ফলে বাংলাদেশের প্রথম কোনও তারকা ইউনিলিভার পণ্যের দক্ষিণ এশীয় শুভেচ্ছাদূত হলেন!


সোমবার দুপুরে বিষয়টি নিয়েফারিয়া বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত যে এমন কাজে যুক্ত হচ্ছি। আমার ক্যারিয়ারে এটা অন্যরকম প্রাপ্তিই বলবো। আজকেই তাদের একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়ার হবে। আর আগামীকাল থাইল্যান্ডে যাবো। সেখানে ক্লিয়ারের বিজ্ঞাপনচিত্রটি তৈরি হবে।’


ফারিয়া জানান, বিজ্ঞাপনে কাজ করবে সিঙ্গাপুরের পরিচালক দল। শুটিং হবে থাইল্যান্ডে। আপাতত এটি প্রচার হবে বাংলাদেশ ও শ্রীলংকায়।


ফারিয়া গত মার্চে ভারতের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। তেলের সেই বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণ হয়েছিল মুম্বাইয়ে।
এছাড়া তিনি দেশটির টলিউডের ‘বিবাহ অভিযান’ ছবির কাজ করছেন। এতে তার বিপরীতে আছেন অঙ্কুশ হাজরা।


দেশে সম্প্রতি কাজ করেছেন শাকিব খানের সঙ্গে ‘শাহেনশাহ’ ছবিতে। শামিম আহমেদ রনী পরিচালিত এ ছবিটি কোরবানির ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three