নীলফামারী: আগামীকাল ২৯ আগস্ট, বুধবার নীলফামারীর শেখ কামার স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৪ টায় অনুষ্ঠিতব্য এ খেলায় অংশ গ্রহণের জন্য ইতোমধ্যে গতকাল বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা সৈয়দপুর বিমানবন্দর যোগে নীলফামারীতে এসে পৌছেছে। আজ মঙ্গলবার সকালে নভো এয়ারের একটি উড়োজাহাজে বাংলাদেশ দলটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে।
একইভাবে আগের দিন গত ২৭ আগস্ট সোমবার শ্রীলঙ্কান জাতীয় ফুটবল টিম ঢাকা থেকে আকাশ পথে সৈয়দপুর বিমানবন্দরে আসে। তাদেরকেও বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান। ক্ষুদে শিক্ষার্থীরা বিমানবন্দরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে দুই দেশের পতাকা নেড়ে স্বাগত জানায় ফুটবলারদের। পরে সড়ক পথে শ্রীলঙ্কান দলের খেলোয়াড়রা রংপুরে যায় এবং গতকাল ২৮ আগস্ট মঙ্গলবার সকালে নীলফামারীতে এসে পৌছায়। এদিকে বাংলাদেশ দলের খোলোয়াড়রা বিমানবন্দর থেকে সরাসরি নীলফামারীতে আসে।
বুধবার বিকেল ৪টায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একদিনের আন্তর্জাতিক ম্যাচটি। ২০ হাজার দর্শক ধারন ক্ষমতার স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে প্রীতি ম্যাচটির জন্য গত রবিবার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। দুই দিনে ১৬ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে দেখা দিয়েছে টিকিট সংকট। নীলফামারী জেলা ও উপজেলা শহরের বিভিন্ন ব্যাংকে এ ম্যাচের টিকিট বিক্রি করা হয়।