Showing posts with label বগুড়া. Show all posts
Showing posts with label বগুড়া. Show all posts
থানায় ডেকে ব্যবসায়ীকে নির্মম নির্যাতন

থানায় ডেকে ব্যবসায়ীকে নির্মম নির্যাতন

admin June 16, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বগুড়া সদর থানা হেফাজতে এক ব্যবসায়ীকে নির্মম নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পুলিশের নির্যাতনের শিকার সোহান বাবু আদর (৩২) বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি শহরের সুলতানগঞ্জ পাড়ার সাইদুর রহমানের ছেলে।


এদিকে এ ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ সুপারের নির্দেশে চারজনের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযুক্তরা হলেন- বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার, সহকারী উপপরিদর্শক (এএসআই) এরশাদ আলী ও নিয়ামত উল্লাহ এবং কনস্টেবল এনামুল হক।


সোহান বাবু বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ১১টা পর্যন্ত কনস্টেবল এনামুল, এস আই জব্বারসহ কয়েকজন তাকে কখনো ঝুলিয়ে আবার কখনো হ্যান্ডকাফ দিয়ে হাত বেঁধে নির্যাতন করেছেন। নির্যাতনের কারণে তিনি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন। শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে থানা থেকেই তার বাবা ও বোনকে থানায় ডেকে নেয়া হয়। এরপর তাদের কাছ থেকে কয়েকটি সাদা কাগজে স্বাক্ষরর নিয়ে ছেড়ে দেওয়া হয়।


জানা যায়, সোহান আগে ইলেকট্রিক সামগ্রীর ব্যবসা করলেও সম্প্রতি একই এলাকায় আল-ফালাহ্ বহুমুখী উন্নয়ন সংস্থা নামে একটি ঋণদান সমিতির কার্যক্রম চালাতেন। ওই সমিতিতে একই এলাকার সাথী বেগম নামে এক নারীর ৩০ শতাংশ এবং বাপ্পী নামে আদরের এক বন্ধুর ৩০ শতাংশ অংশীদারত্ব রয়েছে।


নির্যাতনের শিকার আদর ও তার বড় বোন সম্পা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে থানার মুন্সি (কনস্টেবল) এনামুল হক মোবাইল ফোনে আদরকে থানায় ডাকেন। ওই ফোন পেয়ে তিনি থানায় যাওয়ার পরপরই তাকে হাজতে আটকে রাখা হয়। খবর পেয়ে তার বোন সম্পা রাতেই থানায় গেলে জানানো হয়, একই এলাকার সাথী বেগম তার মেয়েকে উত্ত্যক্ত (ইভটিজিং) ও পাওনা টাকা না দেওয়ার অভিযোগ করেছেন। এ কারণে তাকে আটক করা হয়েছে।


সোহান বাবু আদর বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ১১ টা পর্যন্ত কনস্টেবল এনামুল, এস আই জব্বারসহ কয়েকজন তাকে কখনো ঝুলিয়ে আবার কখনো হ্যান্ডকাফ দিয়ে হাত বেঁধে নির্যাতন করেছেন। নির্যাতনের কারণে তিনি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন। শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে থানা থেকেই তার বাবা ও বোনকে থানায় ডেকে নেয়া হয়। এরপর তাদের কাছ থেকে কয়েকটি সাদা কাগজে স্বাক্ষরর নিয়ে ছেড়ে দেওয়া হয়।


আহত আদরের স্ত্রী পাপিয়া বেগম জানান, থানা থেকে ছাড়া পাওয়ার পর শুক্রবার রাতেই সোহান বাবু আদরকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে গেলে এসআই জব্বার ও কনস্টেবল এনামুল ভয়ভীতি দেখায়। এ কারণে তারা রাতে বিষয়টি কাউকে জানাতে পারেননি।


বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আদরের সঙ্গে কথা বলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।


বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সনাতন চক্রবর্তী জানান, পুলিশ সুপার জেলার বাইরে থাকায় বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন সম্ভব হয়নি। তবে তার নির্দেশে অভিযুক্ত ওই চার পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে।

ছারপোকা মারার বিষ খেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

ছারপোকা মারার বিষ খেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

admin June 09, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ছারপোকা মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী রাসেল হোসাইন।


শনিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।


জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী রাসেল হোসাইন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে ঈদের ছুটি কাটাতে বগুড়ার দুপচাঁচিয়ায় নিজ বাড়িতে যান তিনি। সেখানেই গতকাল শুক্রবার (৭ জুন) রাতে ছারপোকা মারার বিষ খায় রাসেল।


তার পরিবারের সদস্যরা টের পেয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে শনিবার রাসেলের মৃত্যু হয়।


রাসেলের ফেসবুকের টাইমলাইনে গিয়ে দেখা যায়, শুক্রবার রাত ১১টা ৩৯ মিনিটে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কাউকে কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়েন’।

বগুড়ায় ভাগ্নের লাঠির আঘাতে খালার মৃত্যু

বগুড়ায় ভাগ্নের লাঠির আঘাতে খালার মৃত্যু

admin May 22, 2019

বগুড়া প্রতিনিধি:
পৈত্রিক সম্পত্তির দখল বুঝে নিতে বোন নাসিমা বেগমের ওপর ক্ষুব্ধ হন তার আপন বোন আঞ্জুয়ারা বেগম। এ নিয়ে শুরু হয় দুই বোনের মধ্যে বাকবিতণ্ডা।


এক পর্যায়ে আঞ্জুয়ারা বেগমের ছেলে রাজু আহমেদ (ভাগ্নে) খালা নাসিমা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।


মঙ্গলবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতা শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


পরে অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তালতা শেখপাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম, তার ছেলে রাজু আহমদে, মেয়ে খালেদা খাতুন ও রাজু আহমেদের স্ত্রী সানজিদা বেগমকে আটক করেছে।


শেরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

admin May 21, 2019

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রতন মিয়া (২৪) নামে এক যুবককে হত্যা করার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন মিয়া কাঁটাখালি গ্রামের ইদ্রিস আকন্দের ছেলে।


জানা যায়, পূর্ব শত্রুতার জেরে সোমবার সন্ধ্যায় রামচন্দ্রপুর বাজারে একটি দোকানের সামনে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। জীবন বাঁচাতে রতন দৌড়ে আওয়ামী লীগ অফিসে আশ্রয় নিলে সেখানেও তাকে ছুরিকাঘাত করা হয়।


রতনকে গুরুতর আহত অবস্থায় সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ এনায়েতুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ায় যুব শ্রমিক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বগুড়ায় যুব শ্রমিক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

admin August 28, 2018
বগুড়া: বগুড়া জেলা যুব শ্রমিক লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও বঙ্গবন্ধু সহ সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাদ আছর শহরের তিনমাথা জেলা যুব শ্রমিক লীগের নিজস্ব কার্যালয়ে এ দোয় মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা যুব শ্রমিক লীগের সভাপতি মো. রাকিব উদ্দিন প্রাং সিজার। এসময় উপস্থিত ছিলেন জেলা যুব শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম রহিত, রাকিব মাহমুদ রাখি, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. রাসেল, মাসুদুর রহমান মাসুম, শ্রী জিতেন্দ্র দাস, জেলা শ্রমিকলীগের সদস্য আজিজুল শেখ, শিক্ষা সাহিত্য ও গবেষনা সম্পাদক রাকিবুল হাসান সোহাগ, শ্রমিক কল্যাণ সম্পাদক সোহানুর রহমান শিমুল, সদস্য লিখন মিয়া, জেলা জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিকলীগের সদস্য হেলাল উদ্দিন আকন্দ, যুব শ্রমিকলীগ শহর শাখার যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন প্রাং পলাশ, সদস্য শাখিরুল প্রাং, নাহিরুল, ইন্তেজ, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সেভিট মণ্ডল, লিটন খান সহ ১৪ ও ১৫ নং ওয়ার্ড যুব শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
বগুড়ায় শিশুকে ধর্ষন চেষ্টা, আটক ১

বগুড়ায় শিশুকে ধর্ষন চেষ্টা, আটক ১

admin August 28, 2018

বগুড়া: বগুড়ার শেরপুরে আম্বইল গ্রামে গত ২৬ আগস্ট, রোববার সকালে ১২ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার ঘটনায় আবদুর রশিদ (৩৭)নামের এক লম্পট কে আটক করেছে শেরপুর থানা পুলিশ। লাঞ্ছিত শিশুটি আম্বইল গ্রামের সুকুমারের মেয়ে।



[চাকরির খোঁজে এসে গণধর্ষণের শিকার যুবতী]

জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামের মৃত রহিম বক্সের ছেলে আবদুর রশিদ (৩৭) এর স্ত্রী ব্র্যাক স্কুলের শিক্ষিকা শায়েলা বেগম ঈদ উল আযহার ছুটি কাটাতে তার বাবার বাড়িতে চলে যায়। ঈদের ছুটি শেষ হওয়ায় সে সরাসরি স্কুলে যাওয়ার কথা ভাবে। সেজন্য সুকুমারের মেয়েকে তার বাড়ি থেকে স্কুলের ব্যাগ ও খাতাপত্র আনতে বলে। এ সময় ওই বাড়িতে আবদুর রশিদ ছাড়া আর কেউ ছিলনা। রশিদের কাছে মেয়েটি ব্যাগ ও খাতাপত্র চাইতে গেলে সেই সুযোগে লম্পট রশিদ তাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। সেখান থেকে পালিয়ে বাড়িতে এসে এই ঘটনা মেয়েটি তার বাবাকে বললে সে ক্ষিপ্ত হয়ে লম্পট রশিদকে এলোপাতাড়ি মারপিট করে। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে লম্পট রশিদকে আটক করে থানায় নিয়ে আসে।



[জামাই-শ্বাশুড়ির পরকীয়ার পর বিয়ে, জামাইয়ের রহস্যজনক মৃত্যু]

এ ব্যাপারে শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ (সার্বিক) মো. হুমায়ুন কবীর বলেন, ঘটনাটি শোনার পর পরই অতিরিক্ত পুলিশ সুপার(শেরপুর-ধুনট সার্কেল)এর নের্ততে আমি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লম্পট রশিদকে আটক করি। সে আহত হওয়ায় তাকে হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেরপুরে প্রেমিককে বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ, আটক ২

শেরপুরে প্রেমিককে বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ, আটক ২

admin April 03, 2018


বগুড়া: জেলার শেরপুরে প্রেমিককে বেঁধে রেখে তারই প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে শেরপুর থানা পুলিশ। উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষে গত ২৬ মাচ এ ঘটনা ঘটে। ধর্ষিতা মেয়েটি এইসএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে দুই জনকে গতকাল সোমবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি গত ২৬মার্চ ঘটলেও জানাজানি হয় গতকাল সোমবার। মেয়েটি গত রবিবার এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে শেরপুর থেকে বাড়িতে আসলে পরিবারকে ওই ঘটনা জানায়। পরে গতকাল সোমবার মেয়েটির বাবা বাদি হয়ে ওই ৩ ধর্ষককে অভিযুক্ত করে শেরপুর থানায় মামলা করেন।
শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম জানান, রংপুর সদরের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির। গত ২৬ মার্চ উভয়ই শেরপুর শহরে আসে এবং সেখান থেকে সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া দাখিল মাদ্রাসায় যায়। সেখানে এক কক্ষে বসে কথা বলছিল তারা। এসময় নাকুয়া গ্রামের আকুল মিয়া, স্বপন ও সোহাগ নামে তিন যুবক সেখানে যান। ওই কক্ষে প্রেমিকযুগলকে আটকে রেখে তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্তরা তাদের মারধর করে এবং প্রেমিককে বেঁধে রেখে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে।
ওসি জানান, গত সোমবার দুপুরে মেয়েটির বাবা বাদি হয়ে ওই তিন যুবককে অভিযুক্ত করে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সোহাগ ও স্বপন শেখকে আটক করা হয়েছে। অভিযানে দুই যুবককে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আকুল মিয়া পালিয়ে যায়। তবে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three