Showing posts with label সানি লিওন. Show all posts
Showing posts with label সানি লিওন. Show all posts
সানির চোখে সেরা ড্যানিয়ল

সানির চোখে সেরা ড্যানিয়ল

admin June 21, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বলিউড অভিনেত্রী ও পর্ণ তারকা সানি লিওন। স্বামী-সংসার নিয়ে বেশ আনন্দেই সময় কাটে তার। আর এই তারকার চোখে সেরা বাবা, সেরা স্বামী ড্যানিয়েল।


সম্প্রতি স্বামী ড্যানিয়েল তিন সন্তান নিশা, নোয়া আর আসেরের সঙ্গে তার তোলা পারিবারিক ছবি যুক্ত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে স্বামী ড্যানিয়েলকে উদ্দেশ্য করে সানি লিখেন, ‘আমাদের জীবন এত সুন্দর কারণ তুমি আছ বলে। আমরা এত নিরাপদে প্রতিটা দিন কাটাতে পারছি কারণ, তুমি আমাদের সবসময় আগলাচ্ছ। রোজ তুমি নতুন করে যেন ভালোবাস আমাদের। রোজ আমরা তোমার ভালোবাসায় ডুবে নতুন করে বাঁচার উৎসাহ পাই। তুমি সেরা বাবা, সেরা স্বামী। তুমি আছ বলেই আমাদের জীবন এত রঙিন!’


ভক্তদের মতো সানির এই পোস্ট ড্যানিয়েলেরও মন কেড়েছে। আনন্দে তিনি কমেন্ট বক্স ভরে দিয়েছেন গোলাপ ফুল ও ভালোবাসার ইমোজি দিয়ে। একই সঙ্গে ড্যানিয়েল জানিয়েছেন, ফাদার্স ডে-তে তাকে নাকি এক ঘণ্টা পর পর ফুলের তোড়া পাঠিয়েছেন সানি।


আনন্দে আত্নহারা ড্যানিয়েল মন্তব্য করেন, তোমার জন্যই দিনটা এত স্পেশাল হয়ে উঠল। তোমার ভালোবাসা, পাঠানো ফুলের তোড়া বোঝাল পরিবার আমাকে কত ভালোবাসে। ভীষণ ভালো লাগছে।


প্রসঙ্গত, এ বছর সানি আর ড্যানিয়েলের অষ্টম বিবাহর্ষিকী। ২০১৭ সালে প্রথম সন্তান নিশাকে তারা দত্তক নেন। আর ২০১৮ সালের মার্চে ঘোষণা দেন গর্ভভাড়া করে নোয়া আর নাসের নামের আরও দুই সন্তান পরিবারে এনেছেন।

এবার মালায়ালাম ছবিতে সানি লিওন

এবার মালায়ালাম ছবিতে সানি লিওন

admin May 24, 2019

অনলাইন ডেস্ক:
বর্তমানে সানি লিওন হিন্দী ছাড়াও বিভিন্ন ভাষার ছবির কাজে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে তামিল, তেলেগু ও মারাঠি ছবিতে কাজ করেছেন তিনি। আর এবার মালায়ালাম ছবিতে অভিষেক হলো তার। ছবির নাম ‘রঙ্গিলা’।


আর এখানে প্রধান ভ‚মিকায় দেখা যাবে তাকে। তার বিপরীতে রয়েছেন অভিনেতা কৃষ মেনন। বর্তমানে এ ছবির শুটিং চলছে। আর এ ছবির একটি গান করতে গিয়ে সানি লিওন ক্যামেরার সামনে আসলেন নগ্ন হয়ে। একটি বাথটাবে সানি স্নানের দৃশ্য করতে গিয়ে কোন ধরনের কাপর পড়েননি।


শুধু তাই নয়, এ গানটিতে একাধিক রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। আর এ গানের দৃশ্যধারণ করা হয়েছে একেবারেই গোপনে। বিষয়টি এখনই কাউকে জানাতে চাননি ছবির পরিচালক সন্তোষ নায়ের। কিন্তু শুটিং সেট থেকেই বিষয়টি ফাঁস হয়ে যায়।


সানির এ গানের একটি ছবিও প্রকাশ হয়ে যায়। মুহুর্তে ছবিটি ভাইরাল হয় অনলাইন দুনিয়ায়। নতুন করে আলোচনায় আসেন সানি। জানা গেছে সানি অভিনীত এ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের শেষের দিকে।

নারী-শিশুদের পাশে দাড়ানোর আহ্বান সানি লিওনের

নারী-শিশুদের পাশে দাড়ানোর আহ্বান সানি লিওনের

admin September 07, 2018

বিনোদন ডেস্ক: বলিউডে ক্যারিয়ার শুরু করেই সফলতা অর্জন করেন সানি লিওন। একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিতে থাকেন। বলিউডের ছবিগুলোতেও বেশ খোলামেলা হয়েই কাজ করেছেন তিনি। বর্তমানে নতুন আরো কয়েকটি ছবির কাজ করছেন এ নায়িকা। তবে সম্প্রতি নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। আর সেই ভিডিওতে একটি আহ্বান জানিয়েছেন সবার উদ্দেশে। অসহায় নারী ও শিশুদের জন্য কাজ করছেন সানি। তাদের জন্য ফান্ড গঠনের কাজেও তিনি অংশ নেন।


তারই ধারাবাহিকতায় এই ভিডিওটি প্রকাশ করেন এ অভিনেত্রী। সানি সেই ভিডিওতে বলেন, ভারতে অসহায় নারী ও শিশুর সংখ্যা অসংখ্য। এসব নারী ও শিশু তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু তাদের পাশে দাঁড়ানোর তেমন কেউ নেই। তাদের সহযোগিতাটা খুব দরকার। সেটা হলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আমি সবাইকে অনুরোধ করবো সাধ্য অনুযায়ী এসব নারী ও শিশুর পাশে দাঁড়ান। এটা মানুষ হিসেবে আমাদের কর্তব্য। প্লিজ, এগিয়ে আসুন।

সানি লিওনের আসল নাম নাকি দুর্গাবতী সিং, বয়স একান্ন!

সানি লিওনের আসল নাম নাকি দুর্গাবতী সিং, বয়স একান্ন!

admin August 26, 2018

বিনোদন ডেস্ক: সানির ভক্তরা জানেন, সানি লিওন ভারতের নাগরিক নন। কিন্তু এখন জানা গেল, তার বাড়ি উত্তর প্রদেশের বালিয়া জেলার এক গ্রামে। তার বয়স নাকি ৫১, সর্বোপরি, তার আসল নাম নাকি দুর্গাবতী সিং!


ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন জানাচ্ছে, উত্তর প্রদেশের বালিয়া লোকসভা কেন্দ্রে ২০১৯ সালের ভোটার লিস্টে এমন কাণ্ডই দেখা যাচ্ছে। জনৈক দুর্গাবতী সিংহের নামের পাশে শোভা পাচ্ছে সানি লিওনের ছবি। শুধু তা-ই নয়, কাণ্ড আরও রয়েছে। এই ভোটার তালিকায় অনেকের নামের পাশে পায়রা, হাতি, হরিণের ছবিও রয়েছে। ৫৬ বছরের জনৈক নারদ রাইয়ের পরিচিতি-চিত্রটি একটি আফ্রিকান হাতির। কুমার অঙ্কুর লিংহের ছবিটি একটি হরিণের।


আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই কয়েকটি রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। তবে ভোটার তালিকা জনগণের কাছে এখনো প্রকাশ করা হয়নি। সম্প্রতি বালিয়ার জেলার ভোটার তালিকার কিছুটা অংশ ফাঁস হয় সংবাদমাধ্যমে। সেখানেই ধরা পড়েছে মারাত্মক ভুল। একাধিক ভোটদাতার ছবির জায়গায় অন্য ছবি বসানো হয়েছে।



[মিল্ক বিউটি তামান্না ভাটিয়া (রইলো ফটো)]


সেখানে দেখা যাচ্ছে, দুর্গাবতী সিং নামে ৫১ বছরের এক নারীর মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে বলিউড অভিনেত্রী সানি লিওনের মুখ। নারদ রাই নামে ৫৬ বছরের এক ব্যক্তির ছবির জায়গায় বসানো হয়েছে একটি আফ্রিকার হাতির ছবি। এরপরই প্রশ্ন ওঠে, যেখানে সানি লিওন ভারতের নাগরিকই নন, সেখান তাঁর ছবি এল কীভাবে? তাহলে ইচ্ছে করেই ওই মুখ বসানো হয়েছে কি না, উঠছে সে প্রশ্নও।


বালিয়া জেলার এক কর্মকর্তা মনোজ কুমার সিংহল বলেন, ‘আমাদের ডাটা এন্ট্রি অপারেটরদের একজনই এ কাজ করেছেন। সম্প্রতি শহর থেকে গ্রামে তাঁর বদলি হয়েছে। আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছি। তালিকা সংশোধনের কাজ চলছে।’ এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

করনজিৎ কউরের সেকেন্ড পর্বও আসছে শিগগিরই -টুইটে সানি

করনজিৎ কউরের সেকেন্ড পর্বও আসছে শিগগিরই -টুইটে সানি

admin August 20, 2018

বিনোদন ডেস্ক: এইতো কিছুদিন আগেই প্রকাশিত হলো সাবেক পর্ণস্টার সানি লিওনির জীবনী নিয়ে ওয়েবসিরিজ ‘করণজিৎ কউর : দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ বা ‘করনজিৎ কউর: সানির জীবনের না বলা কথা’। এবার আসছে এ’র দ্বিতীয় পর্ব, জানালেন সানি নিজেই। এটি নির্মাণ করবে জি-৫। এক টুইটে সানি জানায়, খুব শিগগিরই জি-৫ নিয়ে আসছে তার জীবনী নিয়ে সেকেন্ড সিজন।


Sunny_Leone_Photoঅনেক নাটকীয়তা আর কষ্টে ভরা সানি লিওনের জীবন। পর্ণস্টার থেকে বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর জীবনী নিয়ে অনেক আগ্রহ তার সাবেক ও বর্তমান ভক্তদের। সানি লিওনের নাম যে করণজিৎ কউর, এই সেদিনও তা কেউ জানতো কেউ কেউ। পর্ণ দুনিয়া থেকে থেকে তাকে যখন তুলে এনেছিল ভাটক্যাম্প, তখন তার পরিচয় ছিল পর্ণস্টারই। তিনি যতই নিজেকে মডেল হিসেবে তুলে ধরুন না কেন, পর্ন ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকাকে চেনা তকমা দিয়ে দিতে ভুল করেননি বলিপাড়া। সেখান থেকে অভিনেত্রী হয়ে উঠতে সানিকে যত না অভিনয়ে কসরত করতে হয়েছে, তার থেকে বেশি পেরোতে হয়েছে সামাজিক ও মানসিক বাধা।


তবে পর্ণ দুনিয়া পেছনে ফেললেও, সে দুনিয়ার বাইরে তাকে কেউ ভাবতেই নারাজ। তার জেরেই কতরকম বিতর্কিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাকে। তার সাহসী উত্তর কোন একদিন ভাবিয়েছিল বলিপাড়াকে। একে একে বড় বড় তারকারা পাশে এসে দাঁড়িয়েছিলেন তার। পরে অবশ্য সানি সম্পর্কে ভাবমূর্তিটা অনেকটা পালটেও গেছে। তবে কার্যত দেখা গিয়েছিলো কিছুতেই কিছু হয়নি। এমনকি সন্তান দত্তক নেওয়ার পরও সেই অনেক হেনস্তা হতে হয়েছে তাকে। ওইসব জীবনের কথাই এবার উঠে এসেছে বায়োপিকে।


জানা গেছে, বায়োপিকের প্রথম ভাগে উঠে এসেছে সানির অনেক না বলা কথা কথাও। দ্বিতীয় সিজনেও থাকছে তার আরও অনেক রহস্য। গলে ১৬ জুলাই সানির জীবনীর ওয়েব সিরিজের প্রথম ভাগ প্রকাশ্যে আসে। সেসময় অনেক জনপ্রিয়তা পেয়েছিল সানি লিওনের গল্প, আলোচিত ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সিজনেও প্রথম ভাগের মতোই জনপ্রিয়তা পাবে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three