Showing posts with label Dhaka. Show all posts
Showing posts with label Dhaka. Show all posts
আশুলিয়ায় দুই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

আশুলিয়ায় দুই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

admin June 23, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঢাকার আশুলিয়ায় পৃথক স্থান থেকে রুবি আক্তার (৩০) ও জান্নাতি (১৯) নামে দুই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানী কোনাপাড়া চিরিঙ্গা পুকুরপাড় এলাকা ও ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।


রুবি আক্তার ধামরাই উপজেলার চন্ডিশ্বর গ্রামের সোনা মিয়ার মেয়ে। তিনি স্বামী-সন্তানের সঙ্গে আশুলিয়ার কোনাপাড়া চিরিঙ্গা পুকুর পাড় এলাকায় ভাড়া থেকে ডিইপিজেড পুরাতন জোনের লেনীফ্যাশনে চাকরি করতেন। জান্নাতি রংপুর জেলার বদরগঞ্জ থানার বাসিন্দা বলে জানা গেছে।


পুলিশ জানায়, সন্ধ্যায় রুবির ছেলে মাদ্রাসা থেকে ফিরে বাসায় এসে তার মাকে ডাকাডাকি করে। এ সময় ভেতর দিয়ে দরজা লাগানো দেখে জানালা দিয়ে তার মাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।


অপরদিকে বোন জামেলা জান্নাতিকে বাসা পরিবর্তনে সহযোগীতা করতে বললে সে না করে নিজ বাসায় চলে যায়। কিছুক্ষণ পরে জান্নাতির স্বামী জামেলাকে ফোন করে বলে সে আত্মহত্যার চেষ্টা করেছে। এরপর জামেলা তার বাসায় গিয়ে দেখেন জান্নাতি বিছানায় পরে আছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ শনিবার বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় রুবির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া জান্নাতির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin June 23, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
রাজধানীর বাড্ডার শাহজাদপুরের একটি বাসা থেকে প্রান্ত (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে লাশ উদ্ধার করা হয়। প্রান্ত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মজিদপুরের বাসিন্দা।


প্রান্তর চাচাতো ভাই জন বলেন, শাহজাদপুরের একটি মেসে থাকতেন এবং গুলশান-২ নম্বরের একটি রেস্টুরেন্টে বাবুর্চি ছিলেন প্রান্ত। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। তবে কী কারণে প্রান্ত গলায় ফাঁস দিয়েছেন তা জানা নেই।


গুলশান থানার এসআই আনোয়ার হোসেন সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, খবর পেয়ে গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শাহজাদপুরের ওই বাসা থেকে প্রান্তের লাশ উদ্ধার করা হয়। লাশটি ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামছুল আলম বাবু (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী রবিউল ইসলাম জানান, রাজধানীর মুগদা থানার মাদক মামলার আসামি বাবু। কেন্দ্রীয় কারাগারের হাজতি ছিলেন। অসুস্থতার কারণে তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত দেড়টায় দিকে তার মৃত্যু হয়।


মৃত বাবুর বড় বোন সেলিনা সুলতানা বলেন, তাদের বাড়ি চাঁদপুর মতলব উপজেলার দশআনী গ্রামে। গত কয়েক দিন আগে মাদক মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।

ঢাকার দুই উপজেলায় একদিনের ব্যবধানে ৬ লাশ উদ্ধার

ঢাকার দুই উপজেলায় একদিনের ব্যবধানে ৬ লাশ উদ্ধার

admin June 14, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঢাকার অদূরে সাভার ও আশুলিয়া থেকে এক রাতে ৪ লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুটি নারী ও দুটি পুরুষের লাশ। গত বুধবার রাতে সাভারের উলাইল এলাকার ভাণ্ডারির মোড়, আশুলিয়ার নরসিংহপুরের ইটাখোলা, পলাশবাড়ী ও ডেন্ডাবর এলাকা থেকে ওইসব লাশ উদ্ধার করা হয়। এছাড়াও এক দিনের ব্যবধানে বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা দুই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।


পুলিশ জানায়, গত বুধবার রাতে সাভারের উলাইলের ভাণ্ডারির মোড় এলাকার একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।


অন্যদিকে রাতেই আশুলিয়ার নরসিংহপুরের ইটাখোলা এলাকা ও ডেন্ডাবর এলাকার দুটি বাড়ি থেকে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এছাড়া গত বুধবার রাতে আশুলিয়ার পলাশবাড়ীর পাল গার্মেন্টসের সামনে থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।


আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, কীভাবে ওইসব ব্যক্তির মৃত্যু হয়েছে, সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


অপরদিকে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. লিটন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে পৌর এলাকার মজিদপুর মহল্লার মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন একটি নির্মাণাধীন ভবনের সেফটির ট্যাংক থেকে দুই নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫।


জানা গেছে, বিকাল ৫ টার দিকে ওই দুই শ্রমিক সেফটিক ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের বাঁশ-কাঠ খোলানোর জন্য নামে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এ সময় সেখানে অক্সিজেনের অভাবে তারা দুজনই অচেতন হয়ে যায়। ট্যাংকির ভিতর জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শ্বাসরোধ হয়ে মারা যায়।।


লিটন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভিতর থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনাস্থলে অন্য কোন নির্মাণ শ্রমিক কিংবা ঠিকাদার না থাকায় তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।


সাভার মডেল থানার এসআই মো. আবু সাঈদ পিয়াল বলেন, দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় সনাক্ত এবং মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন নরগরবাসী

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন নরগরবাসী

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঈদ উদযাপন শেষে ধীরে ধীরে কর্মস্থল ও রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। একইভাবে ঈদের তৃতীয় দিনেও অনেকেই পরিবার পরিজন নিয়ে বাড়ি এবং অন্যান্য স্থানে যাচ্ছেন। ঈদের আগে যারা ঢাকা ছাড়তে পারেননি বা যাননি তাদের অনেকেই এখন প্রিয়জনের সান্নিধ্য পেতে বাড়ির পথ ধরছেন।


তবে রাজধানীতে শুক্রবারও ছিল ঈদের আমেজ। ঈদের সরকারি ছুটি বৃহস্পতিবার শেষ হলেও শুক্রবার ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটির কারণে চিরচেনা ঢাকার অচেনা চিত্রটিই থাকবে বলে অনেকে মনে করেন। যদিও বৃহস্পতিবারের তুলনায় ঢাকা শহরে যানবাহনের সংখ্যা একটু বেশি ছিল শুক্রবারে। যথারীতি দোকানপাট বেশির ভাগেই বন্ধ ছিল। কিছু কিছু কাঁচা বাজার খুললেও পণ্যসামগ্রী ছিল কম।


সেগুন বাগিচার কাঁচাবাজারের এক সবজি দোকানদার জানান, এ অবস্থা আরও কয়েকদিন থাকবে। ঢাকার ব্যাস্ততম এলাকা মতিঝিলের খাবারের দোকানগুলো এখনো বন্ধ দেখা গেছে। বিআইডব্লিওটিএর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার ১০০টিরও বেশি লঞ্চ সদর ঘাট থেকে ছেড়ে গেছে, যা স্বাভাবিকের চেয়েও বেশি। অন্যদিকে যে লঞ্চগুলো সদর ঘাটে এসেছে তাতে যাত্রী সংখ্যা ছিল কম।


কমলাপুর রেল স্টেশনে আসা বিভিন্ন আন্ত:নগর ট্রেনেও নগরবাসীদের ফেরার চিত্র দেখা গেছে। এবার স্বস্তির সঙ্গেই ফিরছেন বলে অনেকে জানিয়েছেন। দুপুরের আগে দুরপাল্লার যে বাসগুলো এসেছে, তাতে যাত্রী সংখ্যা মোটামুটি দেখা গেলেও একটা অংশ ছিল ঢাকায় বেড়াতে আসা।


অন্যদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্র গুলোতে ছিল উপচেপড়া ভিড়। ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর চিড়িয়াখানা, শিশুমেলা, ফ্যান্টাসি কিংডম, বলধা গার্ডেন, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, জাতীয় সংসদ ভবন চত্বর, জাতীয় স্মৃতিসৌধ, যমুনা ফিউচার পার্ক, নন্দন পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখা গেছে বিপুল মানুষের উপস্থিতি।


গত দুই দিনের মতো শুক্রবারও সকাল থেকেই ঈদ আনন্দ উদযাপনে উল্লাসে মুখর ছিল রাজধানী ও আশেপাশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী।

রাজধানীতে ছাদ থেকে পড়ে সাবেক এসপির মেয়ের মৃত্যু

রাজধানীতে ছাদ থেকে পড়ে সাবেক এসপির মেয়ের মৃত্যু

admin June 07, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
রাজধানীর বনানীতে ছাদ থেকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে ৬ তলার ছাদ থেকে পড়ে যান তিনি।


নিহতের নাম ইলোনা তাকওয়া মৃদু (১৮)। তিনি সাবেক পুলিশ সুপার কহিনুর মিয়ার মেয়ে। মৃদু ধানমন্ডির সানিডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবির শিক্ষার্থী ছিলেন।


পুলিশ জানায়, মৃদু বনানী জে ব্লকের ২৭ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির ৬ তলার ছাদ পড়ে যান। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বনানী থানার এসআই আবদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মৃদুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।

রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ২

রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ২

admin June 07, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
রাজধানীর অন্যতম ব্যস্ত মেয়র হানিফ ফ্লাইওভারে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছে। নিহতরা হলেন- রিয়াজ আহমেদ কাওছার (১৮) ও সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী ফারহান আহমেদ ইমন (২০)। বৃহস্পতিবার (৬ জুন) পৃথক এসব দুর্ঘটনা ঘটে।


নিহত রিয়াজের ভাই জসিম উদ্দিন জানান, দুই বন্ধু মিলে দুপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। সায়েদাবাদের মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে এলে তারা পিছলে গিয়ে গুরুতর হয়। পথচারীরা তাদের দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে রিয়াজের মৃত্যু হয়। এই ঘটনায় তার বন্ধু তৌহিদুল ইসলাম সোহাগও (১৮) আহত হয়েছে। রিয়াজ দশম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছে। বর্তমানে সে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিল বলেও জানান তার ভাই।


অন্যদিকে দুপুর আড়াইটার দিকে সিএনজি অটোরিকশার ধাক্কায় ফারহান আহমেদ ইমন (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। নিহত ফারহান আহমেদ ইমন সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র। এই ঘটনায় তার দুই বন্ধু সোহাগ (১৯) ও নাসিম (২০) আহত হয়েছে। তাদের সবার বাসা শনির আখড়ার শেখদি বটতলা এলাকায়।


হতাহতদের আরেক বন্ধু আবির হোসেন জানায়, দুপুরে তিন বন্ধু মোটরসাইকেল করে শনির আখড়া থেকে শহীদ মিনার যাচ্ছিল। পথে মেয়র হানিফ ফ্লাইওভারের সালাউদ্দিন হাসপাতালের কাছে গেলে একটি সিএনজি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে তারা ছিটকে যায়।


পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সোয়া ৩টার দিকে ইমনকে মৃত ঘোষণা করে।


ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢাকা মহানগরের ১৮১৮ ভবনের ১৫২৫ টি নকশাবহির্ভূত

ঢাকা মহানগরের ১৮১৮ ভবনের ১৫২৫ টি নকশাবহির্ভূত

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঢাকা মহানগরের এক হাজার ৮১৮টির মধ্যে মাত্র ২৯৩টি ভবন নিয়ম মেনে তৈরি করা হয়েছে। বাকি এক হাজার ৫২৫টি ভবনের নকশারই পূর্ণাঙ্গ অনুমোদন নেই। এমন তথ্যই তুলে ধারা হয়েছে ভবন পরিদর্শন কমিটির প্রতিবেদনে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগরে ৪৩১টি বহুতল ভবন রয়েছে, যেগুলোর কোনো নকশাই নেই। মালিকরা সরকারের পরিদর্শন কমিটির সামনে ভবনগুলোর নির্মাণ-সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি।


গত ২৮ মার্চ রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি ঘটে। এরপর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটওয়ারীকে আহ্বায়ক করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে ভবনটির নকশার ত্রুটির বিষয়টি। দেখা গেছে, ১৫ তলার অনুমোদন নিয়ে ভবনটি ২৩ তলা করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগরের বহুতল ভবনগুলোর নকশা যাচাই-বাছাই করার জন্য রাজউক এলাকাকে আটটি জোনে ভাগ করে ২৪টি টিম মাঠে নামানো হয়। গত ১ এপ্রিল এ টিমগুলো বহুতল ভবন পরিদর্শন শুরু করে। ১১ তলা থেকে তার ঊর্ধ্বের ভবনগুলোকে বহুতল ভবন হিসেবে চিহ্নিত করে এগুলো পরিদর্শন করে রাজউকের টিম। এ সময় এক হাজার ৮১৮টি ভবন চিহ্নিত করে কাগজপত্র দেখা হয়।


প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজউকের অনুমোদন রয়েছে এক হাজার ১৩৬টি বহুতল ভবনের। রাজউক ছাড়া অন্যান্য সংস্থার কাছ থেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করা হয়েছে ২০৭টি। ভবন মালিকরা ৪৩১টি ভবনের অনুমোদিত নকশা দেখাতে পারেননি। এর মধ্যে সব ধরনের কাগজপত্র ঠিক রেখে বৈধ নকশা অনুযায়ী ২৯৩টি ভবন নির্মাণ করা হয়েছে।


প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, রাজউক থেকে অনুমোদন নিয়ে ২৭৭টি ভবন বেআইনিভাবে নির্দিষ্ট তলার চেয়ে বেশি নির্মাণ করা হয়েছে। সেটব্যাক ও অন্যান্য ব্যত্যয় আছে এমন ভবনের সংখ্যা ৬৭৪টি।


অগ্নিনির্বাপক যন্ত্রের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এক হাজার ৮১৮টির মধ্যে এক হাজার ১৫৫টি ভবনের আগুন নেভানোর কোনো যন্ত্রপাতি নেই। নকশাবহির্ভূতভাবে নির্মাণ করা এসব বহুতল ভবনের বিষয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেন, ‘আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভবন মালিক ও নির্মিত ভবনগুলোর বিষয়ে ব্যবস্থা নেব। প্রথমে আমরা ভবন মালিকদের কাছে কারণ দর্শানোর নোটিশ দেবো। জবাব সন্তোষজনক না হলে আমরা এগুলো ভাঙার নোটিশ দেবো।’


আইনের ব্যত্যয় ঘটিয়ে কিছু করা হবে না উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ‘এখন সরাসরি ভবন ভাঙার নোটিশ দিলে মালিকরা উচ্চ আদালতে গিয়ে এ নোটিশের ওপর স্থগিতাদেশ নিয়ে নেবে। আমরা এ সুযোগ তাদের দিতে চাই না। এ কারণেই আমাদের আইন ও বিধি মেনে এগোতে হবে।’

অনৈতিক মেলামেশায় সন্তান জন্ম: ৫ তলা থেকে ছুড়ে হত্যা

অনৈতিক মেলামেশায় সন্তান জন্ম: ৫ তলা থেকে ছুড়ে হত্যা

admin May 26, 2019

রাজধানীর মিরপুরে নিজের সদ্যোজাত সন্তানকে পাঁচতলা থেকে নিচে ফেলে হত্যা করেছে জান্নাতুন নেছা নামের এক কিশোরী। শনিবার মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১০ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরীকে আটক করেছে।


প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর পৌনে ১২ টার দিকে শিশুটিকে ওই বাড়ির বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়া হয়। নিচে পড়ার সাথে সাথেই শরীর ছিন্নভিন্ন হয়ে শিশুটি মারা যায়। খবর পেয়ে রূপনগর থানার এসআই পরিমল লাশটি উদ্ধার করেন।


তিনি জানান, শিশুটিকে যে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ছুড়ে ফেলা হয়েছে, সেখানে রক্তের দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে, বাচ্চাটি জন্মের সঙ্গে সঙ্গেই বাথরুমের ওই ভেন্টিলেটর দিয়ে ফেলে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


রূপনগর থানা সূত্র জানায়, ওই বাসা থেকে জান্নাতুনকে আটকের পর সে স্বীকার করেছে, সে-ই আসলে বাচ্চাটির জন্ম দিয়েছে। জন্মের পরপরই বাথরুমের ভেন্টিলেটর দিয়ে সে নিজেই সদ্যোজাত সন্তানকে ফেলে দিয়েছে।


তিনি আরো জানান, গ্রেফতারের পর জান্নাতুন জানিয়েছে, সে এবার মনিপুরি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তার সঙ্গে দূরসম্পর্কের এক চাচার প্রেমের সম্পর্ক হয়। তার সঙ্গে অনৈতিক মেলামেশায় ওই বাচ্চাটি গর্ভে আসে। এ সম্পর্ক তার পরিবার মেনে নেবে না বলে বাচ্চাটিকে ৫ তলা থেকে ফেলে দিয়েছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three