সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে অপর এক লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৮ জন।
আজ ভোরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, “সকাল সাড়ে ছয়টার দিকে পাথরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ওই লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় ব্যক্তি মারা যান। নিহতদের সবাই লেগুনার যাত্রী।”
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং হতাহতদের উদ্ধার করে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।