Showing posts with label পঞ্চকন্যা. Show all posts
Showing posts with label পঞ্চকন্যা. Show all posts
পশ্চিমবঙ্গে ‘পঞ্চকন্যা’ সম্মানে ভূষিত নীলফামারীর মেয়ে সুমি

পশ্চিমবঙ্গে ‘পঞ্চকন্যা’ সম্মানে ভূষিত নীলফামারীর মেয়ে সুমি

admin September 07, 2018

নীলফামারী: ভারতের পশ্চিমবঙ্গে কুসুমের ফেরা ‘পঞ্চকন্যা’ অনন্য সম্মানে ভূষিত হয়েছেন নীলফামারী জেলার মেয়ে সরকার ফারহানা আখতার সুমি। পশ্চিমবঙ্গের মেদেনীপুর নিউদিঘায় “আন্তর্জাতিক ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসব ২০১৮” -এ কবি সাহিত্যিকদের উপস্থিতিতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি এ উৎসবের আয়োজন করে ডায়মন্ড হারবার প্রেসক্লাব। বাংলাদেশের সুমি ছাড়াও পশ্চিমবঙ্গের আরো চার কবি সাহিত্যিককে ওই সম্মানে ভুষিত করা হয়।


Sumi-2

উৎসব আলোচনা সভায় উদযাপন কমিটির আহবায়ক অমৃত মাইতি, আন্তর্জাতিক আহবায়ক খায়রুল আনাম, প্রেসক্লাবের সভাপতি অশোক রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক সাকিল আহমেদ বক্তব্য দেন। একই অনুষ্ঠানে কবি সুকুমার রায় স্মৃতি পদক ও অগ্নিবীণা পুরস্কার করা হয় পশ্চিমবঙ্গের দু’জনকে।


নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুুড়ি ইউনিয়নের চিলাহাটি গ্রামের মেয়ে সরকার ফারহানা আখতার সুমি জানান, আমাকে লেখিকা ও সমাজ সেবী হিসেবে নির্বাচিত করে ‘পঞ্চকন্যা’ অনন্য সম্মানে ভুষিত করে সম্মাননা প্রদান করা হয়। তিনি বলেন, অনুষ্ঠানে বরেণ্য কবি সাহিত্যিকদের উপস্থিতিতে প্রদান করা হয় ক্রেস্ট। এটি আমার জন্য বিরাট পাওয়া।


প্রসঙ্গত, সরকার ফারহানা আকতার সুমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুর্ণবাসন) ও বাংলাদেশ যুবমহিলা লীগের সহ শিক্ষা পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি নীলফামারী-০১(ডোমার-ডিমলা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three