কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শনিবার (২২ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১৪৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস প্রমূখ।
এবারে উপজেলায় একযোগে ১২ থেকে ৫৯ মাস বয়সের ২৫ হাজার ৩’শ ৯০ শিশুকে লাল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ২’শ ৮৯ শিশুকে নীল ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।