Showing posts with label প্রেম. Show all posts
Showing posts with label প্রেম. Show all posts
কুমিল্লা: মেয়ের বিয়ের আগেই প্রেমিকের সঙ্গে লাপাত্তা মা!

কুমিল্লা: মেয়ের বিয়ের আগেই প্রেমিকের সঙ্গে লাপাত্তা মা!

admin June 11, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় যুবলীগ নেতা রজ্বব হোসেন রাজু (৩৮) পাশের গ্রামের সিঙ্গাপুর প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী রিতা আক্তারকে (৩৬) নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে।


রজ্বব হোসেন রাজু আকবপুর ইউনিয়নের আওয়ামী যুবলীগের আহ্বায়ক। এই ঘটনায় তাকে তার পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী রিতা আক্তারের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলছিল। এরই জের ধরে ঈদুল ফিতরের পর ৬ মে রাতে দুইজন পালিয়ে যায়।


রিতা মোহাম্মদপুর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা। প্রধান শিক্ষিকা পালিয়ে যাওয়ার পর থেকে কিন্ডার গার্টেন স্কুলটি বন্ধ রয়েছে।


প্রবাসী স্বামী ছেড়ে যাওয়া রিতা আক্তারের পরিবারে ২ মেয়ে ১ ছেলে রয়েছে। বড় মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী। বরপক্ষ এসে তাকে দেখে পছন্দ করে গেছে। ঈদের পর তার বিয়ের দিন তারিখ ঠিক করার কথা থাকলেও এখন আর এই বিয়ে হচ্ছে না।


অপরদিকে আকুবপুর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের রজ্বব হোসেন রাজুর পরিবারেও তার স্ত্রী ও সন্তান রয়েছে। তার প্রথম স্ত্রী আত্মহত্যা করে মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। ২য় স্ত্রীর পরিবারে ২টি ছেলে সন্তান ও এক মেয়ে রয়েছে।


এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহ্বায়ক মো. নাইউম খাঁন বলেন, বিষয়টি আমরা জানার পর এক জরুরি সভা ডেকে রজ্বব হোসেন রাজুকে তার পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আকবপুর ইউনিয়নের যুবলীগের সম্মেলন করার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিদিন।

‘আমার ভালবাসার দাম দাও’ -প্ল্যাকার্ড নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় প্রেমিক

‘আমার ভালবাসার দাম দাও’ -প্ল্যাকার্ড নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় প্রেমিক

admin June 04, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
তার ভালবাসায় তো কোনও খামতি ছিল না। তাহলে কেন তাকে এভাবে ঠকতে হবে? কেন বিয়ের কথা উঠতেই বেঁকে বসলেন প্রেমিকা? সদুত্তর পেতে নিয়ে ফেললেন একটা বড়সড় সিদ্ধান্ত। না, আত্মহনন কিংবা প্রেমিকার জীবন নাশের মতো কোনও অপরাধের কথা ভাবেননি তিনি। বরং প্রেমিকাকে নিজের জীবনে ফেরাতে একেবারে অন্যরকম পন্থা অবলম্বন করলেন তিনি। যা দেখে থ সকলেই। কী করলেন? প্রেমিকার বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে ধরনায় বসে পড়লেন যুবক।


ঘটনায় শোরগোল পড়েছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। ওই যুবককে স্রেফ চোখের দেখা দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। বাড়ির সামনে ভিড়ের ঠেলার অসুস্থ হয়ে পড়েছেন প্রেমিকার মা। তিনি ভরতি হাসপাতালে।


কখনও পরিবারের আপত্তিতে, তো কখনও আবার পরিস্থিতির কারণে এক হতে পারেন না প্রেমিকা-প্রেমিকারা। মানসিক আঘাতে আত্মহত্যার ঘটনাও বিরল নয়। কিন্তু এক্ষেত্রে সমস্যাটা ঠিক কোথায়, তা জানা যায়নি। তবে আট বছর প্রেম করার পরেও তাকে বিয়ে করতে রাজি নন প্রেমিকা লিপিকা বর্মন। অন্তত তেমনই দাবি অনন্ত বর্মনের। দু’জনেরই বাড়ি জলপাইগুড়ির ধূপগুড়িতে।


রবিবার থেকে শহরের চাকলাপাড়ায় লিপিকার বাড়ির সামনে রীতিমতো প্ল্যাকার্ড হাতে ধরনায় বসেছেন অনন্ত। একটি প্ল্যাকার্ডে লেখা, ‘আমার ৮ বছর ফিরিয়ে দাও।’ আর অন্য প্ল্যাকার্ডটিতে লেখা, ‘আমার ভালবাসার দাম দাও।’


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার রাতেও প্রেমিকার বাড়ির সামনে রাস্তায় মশারি টাঙিয়ে বসেছিলেন অনন্ত। ঘটনার খবর চাউর হতে সময় লাগেনি। অনন্তকে দেখতে ধূপগুড়ির চাকলাপাড়ায় ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এদিকে এমন ঘটনায় মানসিক চাপ সহ্য করতে পারেননি লিপিকা বর্মনের মা।


গুরুতর অসুস্থ হয়ে ধূপগুড়ি হাসপাতালে ভরতি তিনি। সমস্যা মেটাতে আসরে নেমেছেন ধূপগুড়ির পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দু’পক্ষকে আলোচনার টেবিলে বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন তিনি। তবে এখনও পর্যন্ত নিজের অবস্থানে অনড় অনন্ত বর্মন। ধরনা চালিয়ে যাচ্ছেন তিনি।

যেসব লক্ষণে বুঝবেন মেয়েটি আপনাকে পছন্দ করে!

যেসব লক্ষণে বুঝবেন মেয়েটি আপনাকে পছন্দ করে!

admin May 27, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
প্রচলিতভাবে বলা হয়, পুরুষ এসেছে মঙ্গল গ্রহ থেকে, আর নারী শুক্র গ্রহ থেকে। এর মানে অনেকটা এ রকম, পুরুষ হলো রণদেব, আর নারী হলো প্রেমের দেবী।


মজা করে তাই বলতেই হয়, এত প্রেমের দেবীর ভেতরে কীভাবে খুঁজে নেবেন আপনার স্বপ্ন কন্যাকে বা কীভাবে বুঝবেন কোনো মেয়ে আপনাকে পছন্দ করছে? এর কিছু কৌশল জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট সাইনস ইউ।


১. মেয়েটির বন্ধু আপনার বিষয়ে জানে
সাধারণত অধিকাংশ মেয়েই তাঁর পছন্দের মানুষের কথা প্রথমে তাঁর খুব কাছের বন্ধুকে খুলে বলে। মেয়েটি আপনাকে ভবিষতের সঙ্গী হিসেবে চায়, এটি এর ছোট্ট একটি ইঙ্গিত।


২. বডি ল্যাঙ্গুয়েজ
যেই মেয়েটি আপনাকে পছন্দ করবে তার অঙ্গভঙ্গী বা বডি ল্যাঙ্গুয়েজে একটু আলাদা হবে অন্য নারীর তুলনায়। আপনাকে দেখলে মেয়েটির চোখে-মুখে প্রেমভাব ফুটে উঠবে, এমনই বলেন সম্পর্ক বিশেষজ্ঞরা।


৩. রক্ষাকারী
যদি সে আপনার সঙ্গে প্রেমের ভান না করে থাকে, তাহলে সে আপনাকে রক্ষা করবে। সে আপনার সর্বোচ্চ যত্ন করার চেষ্টা করবে।


৪. বন্ধু ও পরিবারের সঙ্গে আপনার পরিচয় করাতে চাইবে
সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, কোনো মেয়ে আপনাকে পছন্দ করলে সে অবশ্যই তার পরিবার ও বন্ধুদের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিতে চাইবে। সে চাইবে তার পছন্দের মানুষের সঙ্গে আপনিও আন্তরিকভাবে মিশুন।


৫. আপনার মতের সঙ্গে সম্মতি দেওয়া
এমনকি আপনি ভুল করলেও সে আপনার মতে সঙ্গে সম্মতি জানাবে। সে আপনাকে সবসময় আবেগীয় সহযোগিতা করতে চাইবে, আপনার সহযোদ্ধা হতে চাইবে। আর পছন্দ না করলে অতটা চেষ্টা করবে না।

অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিণয় ঘটলো মাহফুজার প্রেম

অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিণয় ঘটলো মাহফুজার প্রেম

admin August 25, 2018

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিণয় ঘটলো সাড়ে তিন বছর ধরে চলা প্রেমের সম্পর্কের। সম্পর্কের একপর্যায়ে কিছুদিন আগে প্রেমিকা বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখান করে প্রেমিক। দীর্ঘদিনের এমন প্রেমের কথা ভেবে নাছোড় বান্দা প্রেমিকা হাল ছাড়েন নি। গত ২১ আগস্ট ঈদ-উল-আযহার আগের দিন এসব অভিযোগ এনে গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ করেন।


অভিযোগ সূত্রে জানা যায়, গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের মহিশালবাড়ী মহিলা মাদ্রাসার ডিগ্রী শেষ বর্ষের ছাত্রী আবদুল মতিনের মেয়ে মাহফুজা খাতুন। গত সাড়ে ৩ বছর পূর্বে একই গ্রামের মো. শাহাদত হোসেনের ছেলে মো. রিজন (২৫) এর সাথে পরিচয় হয়ে মোবাইল ফোনে কতাবার্তা চলতে চলতে গভীর সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে প্রেমিক রিজন মাহফুজাকে বিয়ে প্রলোভনে প্রেম দৈহিক সম্পর্কে গড়ায়। পরে প্রেমিকা মাহফুজা তার প্রেমিক রিজনকে বিয়ের কথা বললে তা প্রত্যাখান করে সে। অন্য কোন মেয়েকে বিয়ে করবে বলে সাফ জানিয়ে দেয় রিজন। বারবার বিয়ের কথা প্রেমিক রিজনকে বললে মাহফুজাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে বলে।


লিখিত অভিযোগ পেয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিমের ওসি মো. জাহাঙ্গীর আলমের নির্দেশে প্রেমিক মো. রিজন ও তার বাবা শাহাদত হোসেন কে আটক করে থানায় নিয়ে আসে। বিষয়টি রাজশাহী জেলা পুলিশ সুপারকে অবগতা করা হলে পুলিশ সুপার মো. শহিদুল্লার নির্দেশক্রমে প্রেমিক রিজন ও তার বাবাকে বিয়ের বিষয়ে বুঝিয়ে বলা হয়। তাতে ছেলের বিবাহের মন থাকলেও বাবা বাঁকিয়ে বসে। এই নিয়ে চলতে থাকে টানা পোড়ন।


একপর্যায়ে গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম তাদেরকে বোঝাতে সক্ষম হলে প্রেমিকা মহাফুজা খাতুন ও প্রেমিক রিজনের বিয়ে সম্পন্ন হয়। ২১ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে ছেলে ও মেয়ের অভিভাবকদের উপস্থিতিতে আড়াই লক্ষ টাকা দেন মহরে তাদের বিয়ে সম্পন্ন হলে দুই জনের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা যায়। মাহফুজা খাতুন বিয়ের দাবিতে সফল হওয়াতে আজ শনিবার (২৫ আগস্ট-২০১৮) গোদাগাড়ী থানায় এসে মিষ্টি মুখও করিয়ে গেছেন। প্রেমে সফল হওয়ায় মাহফুজা নিজে অনেক খুশি বলে জানান।

এক মডেলের ‘লিভ টুগেদার’ ও তিন নিষ্পাপ শিশুর এতিম হওয়ার গল্প

এক মডেলের ‘লিভ টুগেদার’ ও তিন নিষ্পাপ শিশুর এতিম হওয়ার গল্প

admin August 15, 2018

রংপুর এক্সপ্রেস: ‘মডেল কন্যা’ মাহমুদা আক্তার। সে নারায়ণগঞ্জ শহরের নাগবাড়ী এলাকার আক্কাস মিয়ার মেয়ে। তার স্বামী স্বামী হাফিজুর রহমান ও একসন্তান নিয়ে থাক নারায়ণগঞ্জ শহরে। মাহমুদার পাঁচ বছর বয়সী রিয়ানা রহমান জারা নামে একটি ফুটফুটে মেয়ে আছে। ২০১৬ সালে মাহমুদা আক্তার নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায় মেগাশপ ‘টপটেন’ এ কাজ নেয়। সে ছিল ওই সময়ে টপটেন শাখার প্রথম নারী বিক্রয়কর্মী।


মাহমুদার চাকুরির একপর্যায়ে সেখানে চাকরি নেয় সাগর ইসলাম বাপ্পি নামে এক যুবক। সে মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার রিকাবীবাজার পূর্বপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে। তার স্ত্রী এবং দুই ছেলে মাসরিফ ও ফারদিন ইসলাম থাকতো মুন্সীগঞ্জে। কাজের সূত্র ধরে মাহমুদার সঙ্গে পরিচয় হয় বাপ্পির। এক সময় তারা পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে। এসব কারণে একসময় ভেঙে যায় মাহমুদার সংসার। পরকীয়া প্রেমের লীলায় মেতে ওঠে বাপ্পি ও মাহমুদা।



[গুপ্তধনের খোঁজে: মিরপুরের সেই বাড়ির খবর কি?]


মাহমুদা টপটেনের কাজ করার একপর্যায়ে সেখান থেকে চাকুরি ছেড়ে দে। এরপর আর ওখানের কারও সঙ্গে যোগাযোগ রাখেনি সে। এমনকি কাজের সহকর্মীদের ফেসবুকও ব্লক করে দেয়। স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর তার সন্তান জারাকে নানীর বাসায় পাঠিয়ে দেয়। একসময় নিজের সন্তানেরও খবর রাখতো না সে। বাপ্পিও চাকুরি ছেড়ে দেয় টপটেন ফ্যাশন হাউজের। সবশেষ সে গত রমজান মাসে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠে ‘ফ্যাশন ওয়ার্ল্ড’ এ এক মাস সেলসম্যানের চাকরি করে। থামেনি তাদের পরকীয়ার রঙ্গলীলা। ধীরে ধীরে বাড়তে থাকে তাদের পরকীয়ার গভীরতা। একসময় তা ঠেকে ‘লিভ টুগেদারে’।


গত ইদুল ফিতরের পর দুই পরিবারের অজান্তে মাহমুদা ও বাপ্পি গোগনগরে গোপনে ফ্ল্যাট ভাড়া নেয় এবং স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস শুরু করে। চলতে থাকে তাদের লিভ টুগেদার । যা তাদের পরিবারের কেউই জানতো না। কিন্তু বেশিদিন তাদের সুখের হয় নি তাদের এ সম্পর্ক। তাদের রঙ্গলীলা একসময় দু’জনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। মাহমুদাকে খুন করে ঘাতক ঘরের দরজায় তালা ঝুলিয়ে সটকে পড়ে। ফ্লাটে ওঠার এক মাস ২০ দিনের মাথায় গত ৩০ শে জুলাই রাতে তালাবব্ধ ওই ফ্ল্যাট থেকে পুলিশ মাহমুদার লাশ উদ্ধার করে। অন্যদিকে মাহমুদার মৃত্যুর একদিন পর গত ৩১ শে জুলাই মারা যায় বাপ্পি। শেষ হয়ে যায় তাদের পরকীয়ার রঙ্গলীলা। এখানেই শেষ নয়। তাদের মৃত্যুর মধ্যদিয়ে এতিম হয় দুই পরিবারের অবুঝ তিন সন্তান। আর সন্তান হারা কষ্ট নিয়ে আছেন তাদের দুই পরিবারের সদস্যরা।


মাহমুদাকে হত্যাকাণ্ডের পরদিন বাপ্পির মৃত্যুর বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে সর্বত্র। কিন্তু প্রশ্ন যা-ই হোক মাহমুদা ও বাপ্পির পরকীয়াই তাদের ৩ সন্তান আজ এতিম। তাদের ভবিষ্যৎ আজ অন্ধকার। শুধু কি তাই? দুই পরিবারের সদস্যরা আজ তাদের সন্তান হারা। তাদের সন্তানেরা হয়তো আদরে-অনাদরে তারা একদিন বড় হবে। কিন্তু একজন ফিরে পাবে না তার মাকে আর দুইজন ফিরে পাবে না তাদের বাবাকে। নিষ্পাপ এই শিশুদের কোন অপরাধ ছিল না। শুধু বাবা-মায়ের পাপের শিকার হয়েছে তারা। যুগান্তর।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three