অনলাইন ডেস্ক:
পশ্চিমবঙ্গের ভাটপাড়া উপনির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার দুপুরের কাঁকিনাড়ার কাটাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, ভাটপাড়া বিধানসভা ভোট ঘিরে শুরু থেকে ছিল টানাটান উত্তেজনা। শনিবার রাতেও কাঁকিনাড়াতে অশান্তির খবর মেলে। তারই রেশ রোববার দুপুরের ঘটনা বলে মনে করা হচ্ছে।
জানা যায়, এদিন সকালে বুথ পরিদর্শনের সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী মদন মিত্র। এরপরই পরিস্থিতি জটিল হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বোমাবাজি। বিজেপির অভিযোগ, তৃণমূলই এই কাজ করেছে।
তৃণমূল প্রার্থী মদন মিত্রের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেসের একটি ক্যাম্প অফিস ভাঙচুর করেছে। শুধু তাই নয় মহিলাদেরকেও মারধর করা হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলই পরিকল্পনামাফিক হামলা চালিয়েছে।