জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে মুরগীবাহী ভটভটি ও ট্রেনের সাথে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় আক্কেলপুর উপজেলাধীন রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর নাপিতপাড়া রেল ক্রসিং পার হবার সময় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, জয়পুরহাট সদর উপজেলার জামালপুর এলাকার মোঃ আব্দুস সালামা (৩৪) দির্ঘদিন থেকে মুরগীর ব্যবসা করে আশাকালিন অদ্যই সকালে তিলকপুর বাজার থেকে বিভিন্ন এলাকার মুরগী দোকানিদের নিকট মুরগী ডেলিভারি করে উক্ত রেলক্রসিং মুরগীবাগি ভটভটি নিয়ে পার হবার সময় চিলাহাটি থেকে ছেরে আসা রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, উক্ত নিহত ব্যক্তির বাড়ি পার্শবর্তী এলাকায় হওয়ায় তার স্বজনরা এসে দ্রুত লাশটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা গেছে ঘটানর সংবাদ পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের স্বজনরা দ্রুত লাশটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করায় তার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। পরে এ বিষয়ে একটি রির্পোট সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপার এর নিকট প্রেরণ করা হয়েছে।