Showing posts with label ইয়োগা. Show all posts
Showing posts with label ইয়োগা. Show all posts
রংপুরে ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ইয়োগা ওরিয়েন্টেশন

রংপুরে ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ইয়োগা ওরিয়েন্টেশন

admin June 16, 2019

স্টাফ রিপোর্টার:
ভারতীয় হাই কমিশন আয়োজিত ইয়োগা জোন ও রংপুর চেম্বার অব কমার্সের সহযোগিতায় এক ইয়োগা অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় আরসিসিআই হলরুমে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।


ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।


বিশেষ অতিথি রংপুর রেঞ্চের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, চেম্বার অব কমার্স এর সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ও ইয়োগা জোনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবি বাবেল। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী, চাকুরীজীবি, ডাক্তার পেশাজীবিসহ আড়াই শতাধিক সূধিজনের উপস্থিতি ছিলেন।


অনুষ্ঠানের অতিথিবৃন্দ ইয়োগার গুরুত্ব, উপকারিতা, প্রয়োজনীয়তা, সমাজের নেতিবাচক দিক থেকে যুবসমাজ ও সাধারণ মানুষদের কল্যাণ মূলক ইতিবাচক চিন্তাধারায় নিয়ে আসার জন্য ইয়োগা চর্চাই সর্বোত্তম বলে মতামত ব্যক্ত করেন।


তাঁরা আরও বলেন, দৈনন্দিন ৩০-৪০ মিনিট ইয়োগা চর্চা করে নিয়মিত ও পরিমিত খাদ্যাভাস, নিয়ম, সংযম, প্রাণায়াম, আসন, মুদ্রা, শুদ্ধিক্রিয়া ইত্যাদি অনুশীলন করলে সাধারণ অনেক রোগ যেমন প্রেসার, ডায়াবেটিক, মানসিক চাপ, মাইগ্রেন, মাথাব্যথা, চোখের সমস্যা, আর্থারাইটিস, ব্যথা, পেঠের সমস্যা, হৃদরোগ, লিভার সমস্যা, অতিরিক্ত ওজন, স্থূলতা, ফুসফুস জনিত সমস্যা, কিডনি রোগ, পাইলস রোগ ইত্যাদি নানাবিধ রোগ খুব সহজেই প্রাকৃতিক ভাবেই নিরাময় করা সম্ভব হয়। এই অঞ্চলে ইয়োগার অনুশীলন দিনে দিনে বৃদ্ধি পাবে এবং ইয়োগা জোন মানুষকে ইয়োগা অনুশীলনে আরো উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


পরিশেষে উপস্থিত সকলের জন্য ইয়োগার আসন, প্রাণায়াম, ধ্যান, মূদ্রা ইত্যাদি অনুশীলন করানো হয়। ইয়োগা অনুশীলন পরিচালনা করেন ইয়োগা জোনের প্রতিষ্ঠতা নির্বাহী পরিচালক এবি বাবেল। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three