Showing posts with label চাল জব্দ. Show all posts
Showing posts with label চাল জব্দ. Show all posts
নবাবগঞ্জে হোটেল থেকে ভিজিডির ১০ বস্তা চাল জব্দ

নবাবগঞ্জে হোটেল থেকে ভিজিডির ১০ বস্তা চাল জব্দ

admin May 24, 2019

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে ভিজিডির ১০ বস্তা চাল হোটেল থেকে জব্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিট্রেট মো. মশিউর রহমান। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার দাউদপুর বাজারের রাজু দই মিষ্টি ভাণ্ডারের ভিতর থেকে সেগুলো উদ্ধার করেন তিনি।


হোটেল মালিক মো. মজমুল হক জানান, তার খালা দাউদপুর ইউনিয়নের ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের সদস্যা মোছা. জামেলা বেগম তার অনুপস্থিাতিতে তার হোটেলে চালগুলি রেখে গেছেন।


ঘটনার সতত্য যাচাইয়ে ইউপি সদস্যা জামেলার সাথে সাথে মুঠো যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহেল আজিম সোহাগ জানান, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ থেকে বিগত ৫ মাসের ভিজিডির চাল সঙ্গে দেয়া হয়। লাভলী বেগম ও হাবিবা বেগম নামক ২ কার্ডধারীর চাল একত্রিত করে ইউপি সদস্যা তার ভাগিনার হোটেলে রাখেন। নিজে বাড়িতে না নিয়ে কেন হোটেলে চালগুলি সংরক্ষন করা হয়েছিল এ বিষয়ে তিনি আইনানুগ ব্যবস্থাা গ্রহণ করবেন বলে জানান।


উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মশিউর রহমান জানান, এ বিষয়ে জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাা গ্রহনের প্রস্তুতি চলছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three