রংপুর: জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে সাদিয়া আফরোজ নীনা (২৪) নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনার্স (স্নাতক) চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে আটক করেছে লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গত বুধবার রাত পৌনে ১১টার দিকে হাতীবান্ধার ধুবনী গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে বহিস্কার করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাদিয়া আফরোজ নীনা হাতীবান্ধার ধুবনী গ্রামের নূরুল ইসলামের মেয়ে।
সাদিয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য ও সে জেএমবির তামিম গ্রুপের সাথে সম্পৃক্ত দাবি করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘উদ্ধারকৃত ফোনে বিভিন্ন মানসিক উত্তেজনা সৃষ্টিকারী, বিভিন্ন দেশের মুসলিমদের জখমের ছবি, অস্ত্র ব্যবহারের ফুটেজ এবং বিভিন্ন জঙ্গি নেতার ছবি ও তাদের বক্তব্যের রেকর্ড পাওয়া গেছে।’ ‘এছাড়াও তার ফেনে যোগাযোগ স্থাপনসংক্রান্ত অ্যাপস, টেলিগ্রাম, অরবিট, অরফক্স নামে তিনটি অ্যাপস (ফিচার) পাওয়া গেছে, যার মাধ্যমে সে অন্য জঙ্গিদের সাথে যোগাযোগ করত।’ -বলেন ওসি।
পুলিশ বলছে, সাদিয়া জঙ্গিদের সাথে নিয়মিত যোগাযোগ করতো এবং জঙ্গি সদস্যদেরকে দেশের অভ্যন্তরে নাশকতা করার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতো। গ্রেপ্তারের পর সাদিয়ার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে (১৫(৩)/১৬(২) ধারায়) মামলা করা হয়। অভিযানের সময় অজ্ঞাতনামা ১০-১২ জন আসামি পালিয়ে যায় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় বেরোবি উপচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহর এক নির্বাহী আদেশে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।