Showing posts with label ঈদুল ফিতর. Show all posts
Showing posts with label ঈদুল ফিতর. Show all posts
ছুটি শেষে সরকারি অফিস খুলছে আজ

ছুটি শেষে সরকারি অফিস খুলছে আজ

admin June 09, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে রোববার (৯ জুন)। এবার ৪ থেকে ৮ জুন পর্যন্ত মোট পাঁচদিন ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকুরেরা। সেই হিসাবে আজ শনিবারই শেষ হচ্ছে ছুটি।


এক মাস রোজা পালন শেষে বুধবার (৫ জুন) সারাদেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪, ৫ ও ৬ জুন) ছিল ঈদুল ফিতরের ছুটি। এরপর শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) সাপ্তাহিক ছুটির দিন।


গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। তাই রাজধানী এখন ফাঁকা। ঈদের পরের দিন বৃহস্পতিবার থেকেই আবার গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা।


বাড়তি ছুটি না নেয়া চাকরিজীবীরা মূলত অফিস করার জন্য শনিবারই ঢাকায় এসে উপস্থিত হবেন। তবে কেউ কেউ রোববার সকাল নাগাদ পৌঁছে অফিস ধরবেন।


শনিবার সকালে সদরঘাটে ঢাকায় ফেরা মানুষে ভিড় ছিল। একই সঙ্গে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলোতেও ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের ভিড় রয়েছে।


সংশ্লিষ্টরা জানিয়েছেন, দূর-দূরান্তে গ্রামের বাড়ি ঈদ পালন করতে যাওয়া অনেকেই রোববার অফিসে যোগ দিতে পারবেন না। তারা আরও দু’একদিন ছুটি নিয়েছেন।


সংশ্লিষ্টরা মনে করছেন, সোমবার প্রথম অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। ঈদের আমেজ থাকবে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসে।

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন নরগরবাসী

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন নরগরবাসী

admin June 08, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঈদ উদযাপন শেষে ধীরে ধীরে কর্মস্থল ও রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। একইভাবে ঈদের তৃতীয় দিনেও অনেকেই পরিবার পরিজন নিয়ে বাড়ি এবং অন্যান্য স্থানে যাচ্ছেন। ঈদের আগে যারা ঢাকা ছাড়তে পারেননি বা যাননি তাদের অনেকেই এখন প্রিয়জনের সান্নিধ্য পেতে বাড়ির পথ ধরছেন।


তবে রাজধানীতে শুক্রবারও ছিল ঈদের আমেজ। ঈদের সরকারি ছুটি বৃহস্পতিবার শেষ হলেও শুক্রবার ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটির কারণে চিরচেনা ঢাকার অচেনা চিত্রটিই থাকবে বলে অনেকে মনে করেন। যদিও বৃহস্পতিবারের তুলনায় ঢাকা শহরে যানবাহনের সংখ্যা একটু বেশি ছিল শুক্রবারে। যথারীতি দোকানপাট বেশির ভাগেই বন্ধ ছিল। কিছু কিছু কাঁচা বাজার খুললেও পণ্যসামগ্রী ছিল কম।


সেগুন বাগিচার কাঁচাবাজারের এক সবজি দোকানদার জানান, এ অবস্থা আরও কয়েকদিন থাকবে। ঢাকার ব্যাস্ততম এলাকা মতিঝিলের খাবারের দোকানগুলো এখনো বন্ধ দেখা গেছে। বিআইডব্লিওটিএর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার ১০০টিরও বেশি লঞ্চ সদর ঘাট থেকে ছেড়ে গেছে, যা স্বাভাবিকের চেয়েও বেশি। অন্যদিকে যে লঞ্চগুলো সদর ঘাটে এসেছে তাতে যাত্রী সংখ্যা ছিল কম।


কমলাপুর রেল স্টেশনে আসা বিভিন্ন আন্ত:নগর ট্রেনেও নগরবাসীদের ফেরার চিত্র দেখা গেছে। এবার স্বস্তির সঙ্গেই ফিরছেন বলে অনেকে জানিয়েছেন। দুপুরের আগে দুরপাল্লার যে বাসগুলো এসেছে, তাতে যাত্রী সংখ্যা মোটামুটি দেখা গেলেও একটা অংশ ছিল ঢাকায় বেড়াতে আসা।


অন্যদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্র গুলোতে ছিল উপচেপড়া ভিড়। ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর চিড়িয়াখানা, শিশুমেলা, ফ্যান্টাসি কিংডম, বলধা গার্ডেন, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, জাতীয় সংসদ ভবন চত্বর, জাতীয় স্মৃতিসৌধ, যমুনা ফিউচার পার্ক, নন্দন পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দেখা গেছে বিপুল মানুষের উপস্থিতি।


গত দুই দিনের মতো শুক্রবারও সকাল থেকেই ঈদ আনন্দ উদযাপনে উল্লাসে মুখর ছিল রাজধানী ও আশেপাশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী।

বিদেশে থাকলেও মন পড়ে আছে দেশে: ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী

বিদেশে থাকলেও মন পড়ে আছে দেশে: ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী

admin June 05, 2019

অনলাইন ডেস্ক:
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় সফরে ফিনল্যান্ডে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান।


ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'দেশবাসী সকলকে আমার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা। সঙ্গত কারণে এবারের ঈদে বিদেশে থাকতে হলো। বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে।’


দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, 'দেশে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার সুবিধা ইতিমধ্যে জনগণ পেতে শুরু করেছে। এবারে ঈদ যাত্রায় রেলপথ, সড়কপথ, আকাশ পথ- প্রতিটি পথেই সু ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’

রংপুরে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত

রংপুরে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত

admin June 05, 2019
স্টাফ রিপোর্টার:
রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রংপুর নগরীরর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাত ঘিরে রংপুরে ঈদগাহে নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। ঈদগাহ ময়দানে নেয়া হয়েছিল তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নামাজ পড়তে যাওয়ার সময় জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে না নিতে মুসল্লিদের পরামর্শ দিয়েছিলেন পুলিশ প্রশাসন। একাধিক নিরাপত্তা বেষ্টনীতে তল্লাশি শেষে সারিবদ্ধ ভাবে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা।

রংপুরে ঈদের প্রধান জামাতে কালেক্টরর ঈদগাহ মাঠে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম, জেলা প্রশাসক এনামুল হাবীবসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় এক লাখ মুসল্লি নামাজ আদায় করেন।

সংসদের বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা নিজ নির্বাচনি এলাকা গঙ্গাচড়ার সাতান্ন জামাত ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া রংপুর নগীর ৩৩টি ওয়ার্ডে ঈদগাহ মাঠসহ ৮টি উপজেলা ও ৩াট পৌরসভা নিজ নিজ প্রশাসন ঈদগাহ মাঠসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাঠে মুল্লিরা ঈদেরে জামাত আদায় করেন । এ সব মাঠে সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে মুসল্লিগণ নামাজ অনুষ্ঠিত হয়।

রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডের প্রায় ৭৫টি ঈদগাহ মাঠে এবং রংপুর জেলার প্রায় ১ হাজার ২ শত ঈদগাহ মাঠে মুসল্লিরা নামাজ আদায় করেন । নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতি তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
ঈদের দিন টিভি চ্যানেলের যতো আয়োজন

ঈদের দিন টিভি চ্যানেলের যতো আয়োজন

admin June 05, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর আজ। ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন টিভি চ্যানেল আয়োজন করেছে নানা ঈদ অনুষ্ঠান। এবার দেখে নেয়া যাক বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের দিন কি কি অনুষ্ঠান থাকছে।



বাংলাদেশ টেলিভিশন


বেলা ১১.০০ ঈদ দেশে দেশে। দুপুর ১২.১৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মায়ের হাতে বেহেস্তের চাবি; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল, আনোয়ারা। বেলা ২.৪৫ দ্বৈত সংগীতানুষ্ঠান (শিল্পী: কোনাল ও বাপ্পা মজুমদার)।


সকাল ১০.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা ৪২০; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ২.১০ টেলিছবি বজলু মিয়ার প্রেমিক মন; রচনা: মুহাম্মদ মামুন-অর-রশীদ; পরিচালনা: আল হাজেন; অভিনয়ে: জাহিদ হাসান, তিশা প্রমুখ।


বিকেল ৪.০৫ ইচ্ছে করে পাখির মতো উড়তে। ৪.৪০ অবসরে আনন্দ। ৫.০৫ নৃত্যের তালে তালে। সন্ধ্যা ৬.৩০ ছায়াছন্দ। ৭.২০ ধারাবাহিক নাটক অচিন সীমান্তে; রচনা মামুনুর রশীদ; অভিনয়: মামুনুর রশীদ, আহমেদ রুবেল, মাজনুন মিজান, জয় রাজ, খায়রুল আলম সবুজ, সুষমা সরকার।


রাত ৮.৪৫ নাটক ভ্রান্তি; রচনা: এজাজ মুন্না; অভিনয়: মৌ, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ঊর্মিল শ্রাবন্তী কর। ১০.২০ আনন্দ মেলা।


বিকেল ৫.১৫ নাটক দ্য এন্ড;রচনা ও পরিচালনা: কাজল আরেফিন; অভিনয়: নিশো, তানজিন তিশা প্রমুখ। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক দে দৌড়; রচনা ও পরিচালনা: রাজিবুল ইসলাম; অভিনয়: জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তিশা, তানিয়া আহমেদ, শবনম ফারিয়া, সাজু খাদেম প্রমুখ। ৬.৩৫ ধারাবাহিক নাটক থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন; রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: মোশাররফ করিম, নাদিয়া নদী, জুঁই করিম প্রমুখ। ৭.৫০ নাটক অন্যদিন;পরিচালনা: তুহিন হোসেন; অভিনয়: জোভান, সারিকা প্রমুখ।



চ্যানেল আই


সকাল ৯.৪৫ ১৯১তম শোলাকিয়া ঈদ জামাত (সরাসরি)। ১০.৪০ পূরবী ঈদ আনন্দ। বেলা ১১.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আলোয় ভুবন ভরা; অভিনয়: সাইফ খান, মিষ্টি মারিয়া প্রমুখ। ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাত্রির যাত্রী; অভিনয়: মৌসুমী, সালাহ্উদ্দিন লাভলু প্রমুখ।


সকাল ৯.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভালোবাসা এমনই হয়; অভিনয়: বিদ্যা সিনহা মিম, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির প্রমুখ। বেলা ১১.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মন জানে না মনের ঠিকানা; অভিনয়: পরীমনি ও ইরফান সাজ্জাদ। ১.১৫ স্টার বক্স। ২.০০ টেলিছবি জীবন ছবি; পরিচালনা: পিকলু চৌধুরী; অভিনয়: সজল, তানজিকা আমিন প্রমুখ।


বিকেল ৪.৩০ ধারাবাহিক নাটক ম্যারিজ পয়েন্ট; পরিচালনা: বি ইউ শুভ; অভিনয়: স্বাগতা, কল্যাণ কোরাইয়া, মিথিলা প্রমুখ। সন্ধ্যা ৬.০০ নাটক ঠিক ঠিকানা; পরিচালনা: রাফাত মজুমদার; অভিনয়: তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া। ৭.০০ ধারাবাহিক নাটক লাভ মিটার; পরিচালনা: ফিরোজ খান; অভিনয়: নাঈম, শবনম ফারিয়া প্রমুখ।


বিকেল ৫.৪০ এন্ড্রু কিশোরের গান। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক জয় হলো জয়দেবপুরে; রচনা: ফরিদুর রেজা সাগর; নাট্যরূপ ও পরিচালনা; আফজাল হোসেন; অভিনয়: আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। ৭.৪০ নাটক বামদিক থেকে চলুন; রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান; অভিনয়: সজল, মিষ্টি প্রমুখ।


রাত ৯.৩৫ নাটক আবার যদি দেখা হয়; রচনা: কাজী শাহেদুল ইসলাম; পরিচালনা: সালাহউদ্দিন লাভলু; অভিনয়: নিলয়, বৃষ্টি প্রমুখ। ১২.০০ ভালোবাসার বাংলাদেশ।


রাত ৮.০০ নাটক ওপারে আকাশ; পরিচালনা: সৈয়দ শাকিল, অভিনয়: অপূর্ব, মম। ৯.০০ নাটক মুখচোরা মজনু; পরিচালনা: মিজানুর রহমান; ১০.০০ ধারাবাহিক নাটক ইন্দুবালা; পরিচালনা: অনন্য মামুন; অভিনয়: পপি, আঁচল, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।



দেশ টিভি


সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র স্বামীর সংসার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ৩.০০ সুর আর গান (শিল্পী: ইউসুফ আহমেদ খান ও দিঠি আনোয়ার)।


সন্ধ্যা ৬.১৫ ধারাবাহিক নাটক তাদের খাড়া দুটো শিং; কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা: অঞ্জন আইচ; অভিনয়: এ্যালেন শুভ্র, নাদিয়া নদী প্রমুখ। ৭.৩৫ নাটক ইয়েস; গল্প: সাব্বির চৌধুরী; রচনা: রুম্মান রশীদ খান; পরিচালনা: তপু খান; অভিনয়: নিশো, শখ প্রমুখ। রাত ৮.৪৫ নাটক দ্য নোটবুক;রচনা: গোলাম সারোয়ার; পরিচালনা: বি ইউ শুভ; অভিনয়: অপূর্ব, ফারিন প্রমুখ। ১০.০০ মিউজিক্যাল লাইভ (শিল্পী: এস আই টুটুল)।



দীপ্ত টিভি


সকাল ১০.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পুড়ে যায় মন; অভিনয়: পরীমনি, সাইমন সাদিক। বেলা ২.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমার প্রাণের প্রিয়া; অভিনয়: শাকিব খান, বিদ্যা সিনহা মিম। সন্ধ্যা ৬.০০ নাটক আইজু দ্য ভাই; রচনা: ওয়াহিদুজ্জামান সবুজ ও আসফিদুল হক; পরিচালনা: ফিরোজ কবির; অভিনয়: আনিসুর রহমান মিলন, ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। ৭.০০ ধারাবাহিক নাটক মার ঘুরিয়ে; রচনা ও পরিচালনা প্রীতি দত্ত; অভিনয়: নিলয়, শিপন মিত্র, তাসনুভা তিশা, মারজুক রাসেল। ৭.৩০ বিদেশি ধারাবাহিক সুলতান সুলেমান।



এটিএন বাংলা


সকাল ৯.৩০ মৌসুমী’স কিচেন। ১০.২০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিরো দ্য সুপার স্টার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ববি। বেলা ১.৩০ ঈদের খুশি। ২–২০ স্টার ক্যানভাস। ৩.০০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পাগল মানুষ। অভিনয়: শাবনূর।


রাত ৮.০০ নাটক চুটকি ভান্ডার ৭: স্বামী স্ত্রীর টক্কর; পরিচালনা: শামীম জামান; অভিনয়: আ খ ম হাসান, এ্যানি খান, ফারজানা রিক্তা প্রমুখ। ৮.৩০ নাটক ভুল ভাঙাতে ভুল করা; রচনা ও পরিচালনা: হানিফ সংকেত; অভিনয়: আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাঈদ বাবু, কে এস ফিরোজ, মাসুদ আলী খান প্রমুখ। ৯.৩০ ধারাবাহিক নাটক প্রেমের দুষ্টচক্র;রচনা: শফিকুর রহমান; পরিচালনা: কায়সার আহমেদ; অভিনয়: আনিসুর রহমান মিলন, অহনা, তাসনুভা তিশা, ফারহানা মিলি প্রমুখ। ১০.৩০ মনের ফ্রেমে তুমি (শিল্পী: ইভা রহমান)। রাত ১১.৩০ টেলিছবি বাও বাতাস; রচনা ও পরিচালনা: সুমন আনোয়ার।



একুশে টিভি


সকাল ৯.৩০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিরো দ্য সুপার স্টার; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস, ববি। বেলা ২.৩০ একুশের ঈদের ঢোল।


সন্ধ্যা ৬.০০ নাটক তুমি আমারই;রচনা: রাজিব আহমেদ; পরিচালনা: সকাল আহমেদ। ৭.৩০ ধারাবাহিক নাটক গল্পটি শেষ হয়নি; রচনাও পরিচালনা: মোহন খান; অভিনয়: সজল, ভাবনা, নাজিরা মৌ প্রমুখ।


সন্ধ্যা ৬.২০ সেলিব্রেটি কুকিং শো। ৭.২০ ধারাবাহিক নাটক নো অজুহাত;রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান; অভিনয়: জাহিদ হাসান, সাজু খাদেম, রুনা খান প্রমুখ।



এনটিভি


ঈদের দিন


সকাল ৮.৩০ ঈদের জামাত। ১০.০৫ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়ার্নিং; অভিনয়: আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ। বেলা ২.৩০ টেলিছবি এক হৃদয়হীনা; রচনা ও পরিচালনা: শিহাব শাহীন; অভিনয়: অপূর্ব, অর্ষা, আলিফ প্রমুখ।


বিকেল ৫.১৫ আকাশ ভরা তারা। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক রং চা; রচনা: এজাজ মুন্না; পরিচালনা: অসীম গোমেজ; অভিনয়: সাজু খাদেম, ইন্তেখাব দিনার, নাঈম, ফারহানা মিলি, মৌটুসী, অর্ষা প্রমুখ। ৬.৪৫ ধারাবাহিক নাটক সৌদি গোলাপ; রচনা: বৃন্দাবন দাশ; পরিচালনা: সাগর জাহান; অভিনয়: জাহিদ হাসান, তিশা, আরফান আহমেদ, প্রাণ রায়, সাজু খাদেম, শাহনাজ খুশী প্রমুখ।


রাত ৮.০৫ নাটক আমার হাতটা একটু ধরো; রচনা ও পরিচালনা: এস এ হক অলীক। ৯.০৫ ডান্স ডান্স। ৯.৪৫ ধারাবাহিক নাটক মতলব; রচনা ও পরিচালনা: মীর সাব্বির। অভিনয়: মীর সাব্বির, অহনা, মাজনুন মিজান প্রমুখ। ১১.১০ নাটক ভাই, পারলে মাফ করবেন; গল্প: আমিনুল ইসলাম অনীক; চিত্রনাট্য ও পরিচালনা: মাবরুর রশীদ; অভিনয়: ইরফান সাজ্জাদ, সাবিলা নূর প্রমুখ। ১২.৩০ আকাশ ভরা তারা।



আরটিভি


ঈদের দিন


সকাল ১০.০৫ সিসিমপুর। ১০.৪০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার; অভিনয়: শাকিব খান, পূর্ণিমা, আলমগীর প্রমুখ। বেলা ২.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়ার্নিং; অভিনয়: আরেফিন শুভ, মাহিয়া মাহি প্রমুখ।


সন্ধ্যা ৬.০০ ধারাবাহিক নাটক মিস্টার অজুহাত; রচনা: সাজিন আহমেদ; পরিচালনা: মিলন ভট্টাচার্য্য; অভিনয়: আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। ৭.১০ ধারাবাহিক নাটক ধামাকা অফার; রচনা ও পরিচালনা: মাসুদ সেজান; অভিনয়: চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। ৭.৫০ মোশাররফ উত্সব।


রাত ৮.৩৫ নাটক মামুন মামা; রচনা: দয়াল সাহা, পরিচালনা: শেখ সেলিম; অভিনয়: জাহিদ হাসান, পিয়া বিপাশা প্রমুখ। ৯.৪০ ধারাবাহিক নাটক তালমিছরি? না হাওয়াই মিঠাই! রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রোবেনা রেজা, আরফান আহমেদ, প্রাণ রায় প্রমুখ। ১০.০০ নাটক শেষের অপেক্ষায়; রচনা: মোহন আহমেদ; পরিচালনা: সকাল আহমেদ; অভিনয়: রিয়াজ, মম প্রমুখ। ১১.০৫ ডিম পাড়ে হাঁসে খায় বাগডাশে; রচনা: রাজিবুল ইসলাম; পরিচালনা: সাইদুর রহমান; অভিনয়: জাহিদ হাসান, তানিয়া আহমেদ, সালাহউদ্দিন লাভলু, শবনম ফারিয়া প্রমুখ। ১১.৩০ চলো দিগন্তে; রচনা: হাসনাত বিন মতিন ও আর বি প্রীতম; পরিচালনা: আর বি প্রীতম; অভিনয়: জোভান, টয়া প্রমুখ। ১১.৫০ টেলিছবি আনোয়ার দি প্রোডাকশন বয়; রচনা ও পরিচালনা: মহিদুল মহিম; অভিনয়: আফরান নিশো, মেহ্জাবীন প্রমুখ।



বৈশাখী টিভি


সকাল ১০.১৫ ইচ্ছে ঘুড়ি। বেলা ১১.০০ গানে গানে ঈদ আনন্দ। দুপুর ১২.৩০ ফানি মোমেন্ট। বেলা ১.০০ শুধু সিনেমার গান। ১.৩০ প্রিয় শিল্পীর সেরা গান।


রাত ৮.১০ একক নাটক ভাবীর দোকান। ৯.১০ধারাবাহিক নাটক আয়না মতি। ১০.৩০ ধারাবাহিক নাটক ঈদ বোনাস। ১১.৪০ পূর্ণদৈর্ঘ্য সিনেমা মন যেখানে হৃদয় সেখানে; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস।



বাংলাভিশন


সকাল ১০.১০ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা ৪২০; অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ। বেলা ২.১০ টেলিছবি বজলু মিয়ার প্রেমিক মন; রচনা: মুহাম্মদ মামুন-অর-রশীদ; পরিচালনা: আল হাজেন; অভিনয়ে: জাহিদ হাসান, তিশা প্রমুখ।


বিকেল ৫.১৫ নাটক দ্য এন্ড;রচনা ও পরিচালনা: কাজল আরেফিন; অভিনয়: নিশো, তানজিন তিশা প্রমুখ। সন্ধ্যা ৬.১০ ধারাবাহিক নাটক দে দৌড়; রচনা ও পরিচালনা: রাজিবুল ইসলাম; অভিনয়: জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তিশা, তানিয়া আহমেদ, শবনম ফারিয়া, সাজু খাদেম প্রমুখ। ৬.৩৫ ধারাবাহিক নাটক থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন; রচনা ও পরিচালনা: সাগর জাহান; অভিনয়: মোশাররফ করিম, নাদিয়া নদী, জুঁই করিম প্রমুখ। ৭.৫০ নাটক অন্যদিন;পরিচালনা: তুহিন হোসেন; অভিনয়: জোভান, সারিকা প্রমুখ।

পাকিস্তানেও আগামীকাল ঈদ

পাকিস্তানেও আগামীকাল ঈদ

admin June 05, 2019

পাকিস্তানে আজ মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাজেই আগামীকাল বুধবার দেশটিতে ঈদ উদযাপিত হবে। ডন অনলাইনের খবরে বলা হয়েছে, এক সংবাদ সম্মেলনে রুইত-ই-হিলাল কমিটির প্রধান মুফতি মুনিব উর রহমান মঙ্গলবার চাঁদ দেখার কথা ঘোষণা করেছেন।


তিনি বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার খবর তিনি পেয়েছেন। এছাড়া চাঁদ দেখা যাওয়ার খবর তাদের কাছে ক্রমাগত আসতেছে।


এদিকে ভারতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার দেশটিতে ঈদ উদযাপন করা হবে। দেশটির ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে এমন তথ্য পাওয়া গেছে।


খালিজ টাইমসের খবর বলছে, সোমবারে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব ও আরব আমিরাত আজ মঙ্গলবার উদযাপিত হয়েছে।


মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আজ সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৪৫ মিনিটের মধ্যে দিল্লিতে চাঁদ দেখা দেছে। চাঁদটি খুব পরিষ্কারভাবে দেখেছেন অনেকেই। তাই ভারতজুড়ে আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে।

এখনো চাঁদ দেখা যায়নি, কমিটির বৈঠক চলছে

এখনো চাঁদ দেখা যায়নি, কমিটির বৈঠক চলছে

admin June 05, 2019

মঙ্গলবার মাগরিব নামাজের পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুরু হয়েছে।


এ সভায় ১৪৪০ হিজরি বর্ষের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে কাল (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।


ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।


সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম উপস্থিত আছেন।


সভায় চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হবে।


বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭- এসব টেলিফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলার নাগরিকরা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে পারবেন।

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন টাইগাররা

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন টাইগাররা

admin June 05, 2019

দেশের আট দশটা সাধারণ মানুষের মতো পরিবারের সঙ্গে হয়তো ঈদ করার করা ছিল বাংলাদেশ দলের খেলোয়াড়দের, যদি না বিশ্বকাপ থাকতো। বিশ্বকাপের কারণে টিম বাংলাদেশ এই মুহূর্তে অবস্থান করছে যুক্তরাজ্যের লন্ডনে।


অন্যদিকে লন্ডনে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে আজ। সাকিব-মুশফিকরা লন্ডনের স্থানীয় সময় ১০টার পরে ঈদের নামজ আদায় করেছেন। তবে টিমবাসে করে দলবদ্ধ হয়ে যাননি সাকিব-মুশফিকরা। আলাদাভাবে বিচ্ছিন্নভাবে গিয়ে নামাজ আদায় করে নিয়েছেন তারা।


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পরও, কোনো ক্রিকেটার কিংবা দলকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তাই তারা বাংলাদেশ দলের ক্রিকেটারদের একসঙ্গে ঈদের নামাজ পড়তে যেতে নিষেধ করেছে এবং নিরাপত্তা প্রদানেও অপারগতা প্রকাশ করেছে।


এর আগে টিম টাইগারদের ঈদের নামাজ পড়া নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, একসঙ্গেই ঈদের নামাজ পড়বে টাইগাররা। তবে সেটি হবে শুধুই সাধারণ মানুষদের মতো। অর্থাৎ, হয়তো বিচ্ছিন্নভাবে কিছু ট্যাক্সি বা মাইক্রোবাস নিয়ে নামাজ পড়তে যাবেন মাহমুদউল্লাহ-মুশফিক-সাকিবরা।


এক্ষেত্রে কোলাহলপূর্ণ জায়গা ছেড়ে শহর থেকে দূরে কোনো মসজিদে ঈদের নামাজ পড়তে যাবেন টাইগার ক্রিকেটাররা। যেখানে মানুষের ভিড় থাকবে কম বলেও জানান তিনি।


এদিকে বিশ্বকাপের কারণে বাংলাদেশ দল লন্ডনে থাকায় বাংলাদেশি লন্ডন থেকে শুরু করে দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ভিডিও সাক্ষাৎকারে মাশরাফী বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন দোয়া করবেন। আমাদের খেলাই ঈদ।’

ঈদযাত্রার শেষদিনে পথে পথে দুর্ভোগ উত্তরের মানুষদের

ঈদযাত্রার শেষদিনে পথে পথে দুর্ভোগ উত্তরের মানুষদের

admin June 04, 2019
রংপুর এক্সপ্রেস ডেস্ক:
পরিবার নিয়ে গ্রামের বাড়ি বগুড়াতে ঈদ করতে যাচ্ছেন রহমত উল্লাহ। সড়কে যাতে যানজটে পড়তে না হয় সে বিষয়টি মাথায় রেখে ভাড়া করা মাইক্রোতে করে গুলশান থেকে মঙ্গলবার সকাল সকাল রওনা হন বাড়ির উদ্দেশে। সাতটার মধ্যে টাঙ্গাইল পৌঁছার পর তাদের গাড়ি আটকে যায় যানজটে।

যানজটের ভয়াবহতা এতটা ভয়াবহ যে দুপুর একটা নাগাদ সেখানেই দাঁড়িয়ে থাকে তাদের গাড়ি। সামনের সড়কের পরিস্থিতি এমন ভয়াবহ যে কখন নাগাদ গন্তব্য পৌঁছতে পারবেন তা নিয়ে চিন্তিত তিনি। পরিবার নিয়ে আনন্দের ঈদযাত্রা সীমাহীন দুর্ভোগে পরিণত হয়েছে এই পরিবারটির জন্য।

শুধু রহমত উল্লাহই নয়, ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে যাওয়া সবাইকে যানজটে নাকাল হতে হচ্ছে। জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

অন্যদিকে সিরাজগঞ্জ অংশে যানজটের কারণে সেতুতে টোল আদায় সকাল থেকে বন্ধ রাখে কর্তৃপক্ষ। সেতুর পশ্চিমপাড় স্বাভাবিক হওয়ার পর পুনরায় টোল আদায় শুরু হবে।

জানা গেছে, মঙ্গলবার ভোর রাত থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপুর্ব থেকে মির্জাপুর উপজেলার পাকুল্লা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

এছাড়া সড়কে বিভিন্ন এলাকায় মানুষ পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস, বাঐখোলা, করটিয়া হাটবাইপাস, নাটিয়াপাড়া ও পাকুল্লায় যানজটের সৃষ্টি হয়েছে।

হানিফ পরিবহনের চালক নাজমুল মিয়া জানান, মহাসড়কে গাড়ির প্রচুর চাপ। ফলে সকাল থেকে মির্জাপুরের পাকুল্লা থেকে টাঙ্গাইলের বাঐখোলা আসতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। যা অন্য সময় ১০ থেকে ১৫ মিনিট সময় লাগতো।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গাড়ির অতিরিক্ত চাপ থাকায় থেমে থেমে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে প্রায় ৪৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ থেকে গাড়ি টানতে না পাড়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

সোলায়মান নামের একজন যাত্রী রাস্তায় যানজটের কথা তুলে ধরে বলেন, পরিবারের সঙ্গে ঈদ করবো তাই সোমবার বিকাল পাঁচটায় রওনা দিয়ে রাত ২টায় টাঙ্গাইলে আসলাম।

যদিও গত কয়েকদিনে সড়কে যাত্রী চাপ থাকলেও এতটা দুর্ভোগে পড়তে হয়নি। রাস্তা অনেকটা ফাঁকাই ছিল। তবে গার্মেন্টস ছুটি হওয়ায় এই এলাকায় সড়কে যাত্রী চাপ বেড়েছে বহুগুণ। এছাড়া বৃষ্টির কারণেও গাড়ি ধীরগতিতে চলছে। এর মধ্যে ভোরে সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হলে যানজট আরও তীব্র হয়।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৫ হাজার ২৭১টি গাড়ি পার হয়েছে। এতে সেতুর টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ হাজার ৯৬০ টাকা।

উত্তরের পথে তীব্র যানজট থাকলেও ভিন্নচিত্র আছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। গত কয়েক বছরের তুলনায় এবার অনেকটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার যাত্রীরা। যদিও মঙ্গলবার কুমিল্লা এলাকায় হালকা যানজটের খবর পাওয়া গেছে।
টাঙ্গাইল যেতেই ১২ ঘণ্টা, রংপুর যেতে কত?

টাঙ্গাইল যেতেই ১২ ঘণ্টা, রংপুর যেতে কত?

admin June 04, 2019
রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঈ‌দের আনন্দ প্রিয়জন‌দের সঙ্গে ভাগাভা‌গি ক‌রে নি‌তে রাজধানী থে‌কে নাড়ির টানে বা‌ড়ি ফির‌ছেন মানুষজন। কিন্তু তাদের এ যাত্রা এখন মোটেও সুখকর হচ্ছে না। কারণ ঢাকা থে‌কে ছে‌ড়ে যাওয়া উত্তরবঙ্গগামী গাড়ির যাত্রীরা দীর্ঘ যানজটে আটকা রয়েছেন।

সোমবার (০৩ জুন) দিনগত রাত নয়টায় ঢাকা থেকে ছেড়ে আসা বাস মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টায়ও বঙ্গবন্ধু সেতুতে উঠতে পারেনি। দীর্ঘ যানজটে অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তির শেষ নেই। সড়কে ত্রুটিপূর্ণ যানবাহনগুলো দুর্ঘটনায় পতিত হওয়া এবং অনেক স্থানে বিকল হয়ে পড়ার কারণে যান চলাচল থেমে গেছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কন্ট্রোল রুম জানাচ্ছে, টাঙ্গাইলের পর ফোর লেন টু লেন হওয়া, বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে চাপ বৃদ্ধি এবং সিরাজগঞ্জে একটি দুর্ঘটনায় একজন নিহত হওয়াসহ গাড়ির চাপের কারণে ধীরগতি তৈরি হয়েছে।দীর্ঘ যানজট।

কন্ট্রোল রুম থেকে বলা হয়, কিছুক্ষণ আগে টাঙ্গাইলের পুলিশ সুপারের (এসপি)সঙ্গে কথা হয়েছে সড়কের অবস্থা নিয়ে, তারপরও আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দেখছি।
ঈদের দিন বৃষ্টির আশঙ্কা

ঈদের দিন বৃষ্টির আশঙ্কা

admin June 04, 2019

নিউজ ডেস্ক:
চাঁদ দেখা সাপেক্ষে কাল বুধ বা বৃহস্পতিবার হতে পারে পবিত্র ঈদুল ফিতর। ঈদে ঘরে ফেরার সময় ঘরমুখো মানুষের সঙ্গী হয়েছে বৃষ্টি।


গত শুক্রবার থেকে কখনো হালকা, কখনোবা ভারী বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। বৃষ্টির রেশ গতকাল সোমবারও ছিল। আজ মঙ্গলবারও বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের এই ধারা কমছে না; বরং কোথাও কোথাও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।


আজ মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।


পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।


ঈদের দিনে মৌসুমি বায়ুর প্রভাব না পড়লেও দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ আবদুল মান্নান।


তিনি বলেন, তিন দিনের মধ্যে টেকনাফ পর্যন্ত মৌসুমি বায়ু চলে এলেও বাংলাদেশে এর প্রভাব পড়বে না। তবে বৃষ্টির প্রবণতা থাকবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামসহ দেশের মধ্য, উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলে। খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে এসব অঞ্চলের চেয়ে বৃষ্টি কম হতে পারে। সব মিলিয়ে ঈদের সময় বৃষ্টি হতে পারে।

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে, ঈদুল ফিতর মঙ্গলবার

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে, ঈদুল ফিতর মঙ্গলবার

admin June 04, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (০৪ জুন) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। এছাড়া এ দিন মধ্যাপ্রাচ্যের অন্যান্য দেশেও ঈদ উদযাপন হবে।


সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় আরবের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।


সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়।


দেশজুড়ে সব মুসলমানদের মঙ্গলবার ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ

admin June 04, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঈদযাত্রায় সড়ক পথে যানজট না থাকায় রাজধানী থেকে স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। সোমবার সকালে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলসহ চট্টগ্রাম মহাসড়কে একই অবস্থা দেখা গেছে। এবার ঈদের ছুটিতে সড়কপথে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় সড়কপথে অন্যান্য বছরের মতো যানজট নেই।


টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক যানজটমুক্ত থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। রাজধানী ঢাকার সাথে সড়ক পথে উত্তরবঙ্গের ২৩ জেলার একমাত্র যোগাযোগ মাধ্যম এই মহাসড়কটি। মির্জাপুর বাইপাস আন্ডার পাস ব্রিজ, ধেরুয়ায় রেলওয়ে ওভার ব্রিজ, কালিয়াকৈরের লতিফপুরে রেলওয়ের রেলওয়ের ওভার ব্রিজ, দেওহাটা আন্ডার পাস ব্রিজ, টাঙ্গাইলের ঘারিন্দা আন্ডার পাস ব্রিজ, চন্দ্রায় ওভার ব্রিজ ও কোনাবাড়ি ওভার ব্রিজ খুলে দেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু একসেস জাতীয় মহাসড়কে নেই যানজট। এবারের ঈদে যানজট মুক্ত, নিরাপদে এবং কম সময়ে বাড়ি ফিরতে পারায় তাদের স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা।



যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, প্রতি বছর রোজা ও কোরবানীর ঈদ এলেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয। ঈদের আগে ও পরে ৫-৬ দিন এই যানজট স্থায়ী থাকে। কিন্ত এ বছর হয়েছে পুরোটাই উল্টো। চন্দ্র থেকে বঙ্গবন্ধু সেতুর পুর্বপ্রাপ্ত পর্যন্ত চার লেনের কাজ মোটামুটি সমাপ্তির পথে। যাত্রীদের দর্র্ভোগের কথা চিন্তা করে যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় এবং চারলেন কাজে নিয়োজিত ঠিকাদারী সংস্থা ওভার ব্রিজ ও ছোট বড় মিলে ৩৬ ব্রিজের দুপাশ খুলে দেওয়ায় দ্রুত গতিতে চলছে দুদিক থেকে যানবাহন। এছাড়া চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত বসানো হয়েছে মোবাইল কোর্ট ও স্টাইকিং ফোর্স। বিভিন্ন পয়েন্টে কাজ করছেন, জেলা ও থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন সদস্য, ট্রাফিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। টাঙ্গাইল জেলা পরিবহন মালিক সমিতির সদস্যবৃন্দ এবং পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে কাজ করছেন যানমুক্ত রাখার জন্য বলে পুলিশ জানিয়েছেন।


গাজীপুর: রবিবার রাতে বৃষ্টি ও সোমবার সকালে চান্দনা চৌরাস্তার কাছে ময়মনসিংহগামী সড়কে একটি ট্রাক বিকল কয়ে যাওয়ায় ঢাকা -ময়মনসিংহ সড়কে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়। তবে বিকল হয়ে যাওয়া ট্রাকটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।


কুমিল্লা: এবার কাঁচপুর, মেঘনা, গোমতী এবং কোনাবাড়ী উড়াল সড়ক খুলে দেওয়ায় পাল্টে গেছে পরিস্থিতি। এখন অনেকটাই নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কে আগের মতো আর যানজট নেই। সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতুর উদ্বোধন করেন। একই সঙ্গে কোনাবাড়ী উড়াল সড়কটিও উদ্বোধন করেন। এরপর এগুলো যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। গত মার্চে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় দ্বিতীয় কাঁচপুর সেতু।


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড, সোনারগাঁর কাঁচপুর এবং মেঘনা টোলপ্লাজা এলাকা ছিল যানজটপ্রবণ। প্রতি বছর ঈদযাত্রায় ঘরমুখো মানুষের জন্য এই তিনটি স্থান ছিল আতঙ্কের নাম। শীতলক্ষ্যা, মেঘনা ও গোমতীতে তিনটি নতুন সেতু নির্মাণের পর দুই ঘণ্টায় নেমেছে ঢাকা-কুমিল্লার দূরত্ব। চট্টগ্রাম যেতে লাগছে ৫ ঘণ্টা।


মুন্সীগঞ্জ: প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছে মানুষ। ঈদের ছুটি কাটাতে পরিবার নিয়ে রাজধানী ছাড়তে শুরু করেন ঘরে ফেরা মানুষ। তবে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ এবার নির্বিঘ্নে পারাপার হচ্ছে শিমুলিয়া ঘাট দিয়ে। নেই কোনো যানজট, নেই ফেরি সংকট। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলীম জানান, অন্যান্য বারের চাইতে এবার অনেকটাই ফাঁকা শিমুলিয়া প্রান্তর। আমাদের মোট ১৮টা ফেরি যানবাহন ও যাত্রী পারাপারের জন্য চলমান রয়েছে।


মানিকগঞ্জ: ঈদযাত্রার চতুর্থ দিনে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে। তবে বড় ধরনের ভোগান্তি ছাড়াই ফেরি ও লঞ্চে পার হতে পারছেন যাত্রীরা।


বিআইডব্লিটিসির আরিচা অঞ্চলের এজিএম জিল্লুর রহমান জানান, সোমবার সকালে পাটুরিয়ায় ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ে। তবে ছোট বড় ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত থাকায় যানবাহনগুলোকে দীর্ঘ লাইনে অপেক্ষায় থাকতে হচ্ছে না। ঘাটে পৌঁছেই নদী পার হতে পারছেন সবাই।

যানজটমুক্ত সড়কে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

যানজটমুক্ত সড়কে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

admin June 03, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক: সড়ক-মহাসড়কে এবার যানজট না থাকায় নির্বিঘ্নে ও স্বস্তিতে বাড়ি ফিরছেন রাজধানী ঢাকা ও গাজীপুরে বসবাসরত ঘরমুখো মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে আজও অনেকে বাড়ি যাচ্ছেন। ঈদের আগের দিন পর্যন্ত এমন কি ঈদের দিনও অনেকে বাড়ি যাবেন। এবার ঈদের ছুটিতে সড়কপথে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে সড়কপথে অন্যান্য বছরের মতো যানজট নেই।


কোন ধরনের ভোগান্তি ও সমস্যা ছাড়াই স্বস্তিতে মানুষ বাড়ি যেতে পারছেন। বৃহস্পতিবার বিকাল থেকেই মানুষ গ্রামের বাড়ির পথে রওয়ানা দিচ্ছেন। এখনও মানুষ রাজধানী ছাড়ছে। রাস্তায় ভোগান্তি কম থাকায় এবার বেশি সংখ্যক মানুষ রাজধানী ছাড়ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আজও যাত্রীচাপ লক্ষ্য করা গেছে। প্রতি বছরই ঈদে ঘরমুখো মানুষের সড়কপথে বাড়ি ফেরার সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল মহাসড়কে যানজট। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু এবং ঢাকা-বগুড়া ও ময়মনসিংহ সড়কের গাজীপুর, কোনাবাড়ী ও চন্দ্রা এলাকার যানজটের বিড়ম্বনা ঈদ আনন্দকেই মাটি করে দিত।


তবে এবার কাঁচপুর, মেঘনা, গোমতী এবং কোনাবাড়ী উড়াল সড়ক খুলে দেওয়ায় পাল্টে গেছে পরিস্থিতি। এখন অনেকটাই নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কে আগের মতো আর যানজট নেই। সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতুর উদ্বোধন করেন। একই সঙ্গে কোনাবাড়ী উড়াল সড়কটিও উদ্বোধন করেন। এরপর এগুলো যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। গত মার্চে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় দ্বিতীয় কাঁচপুর সেতু।


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড, সোনারগাঁর কাঁচপুর এবং মেঘনা টোলপ্লাজা এলাকা ছিল যানজটপ্রবণ। প্রতি বছর ঈদযাত্রায় ঘরমুখো মানুষের জন্য এই তিনটি স্থান ছিল আতঙ্কের নাম। শীতলক্ষ্যা, মেঘনা ও গোমতীতে তিনটি নতুন সেতু নির্মাণের পর দুই ঘণ্টায় নেমেছে ঢাকা-কুমিল্লার দূরত্ব। চট্টগ্রাম যেতে লাগছে ৫ ঘণ্টা।


একই অবস্থা ঢাকা-বগুড়া মহাসড়কেও। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন দেশের উত্তরবঙ্গের ১১৮টি রোডের হাজার হাজার যানবাহন চলাচল করে। ঈদে যানবাহনের চাপ বৃদ্ধি পায় বহু গুণ। উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগের একমাত্র এই মহাসড়ক পথে যানজট ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। যানজটে আটকে পড়ে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে থাকতে হতো। কোনাবাড়ী উড়াল সড়ক খুলে দেওয়া এবং জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়ক খুলে দেওয়ায় এখন বগুড়া যেতে সময় লাগছে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা। এছাড়া ঢাকা-খুলনা, ঢাকা-যশোর, ঢাকা-সিলেট মহাসড়কেও যানজট নেই। নির্বিঘ্নে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। আগের চেয়ে কম সময়ে পৌঁছাচ্ছেন যাত্রীরা।


ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক যানজটমুক্ত থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। রাজধানী ঢাকার সাথে সড়ক পথে উত্তরবঙ্গের ২৩ জেলার একমাত্র যোগাযোগ মাধ্যম এই মহাসড়কটি। এবার প্রায় ৯ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশ। তবে এর মাঝে আগামীকাল ৩ জুন সোমবার অফিস-আদালত খোলা। ঈদযাত্রা লম্বা করার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারিদের অনেকেই ওইদিন ছুটি নিয়েছেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পবিত্র লাইলাতুল কদরের ছুটি আজ। মাঝখানে সোমবার অফিস-আদালত খোলা থাকলেও মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঈদের ছুটি। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ সোমবার একদিনের ছুটি নিলে ৯ দিনের ছুটি পাচ্ছেন।


বৃহস্পতিবার বিকাল থেকেই বাস-ট্রেন-লঞ্চে ঘরমুখো মানুষের ভিড় ছিল ব্যাপক। অফিস শেষে অসংখ্য মানুষ বাড়ির উদ্দেশে রওনা দেন। অফিস-আদালতে রমজানের কর্মদিবস বিকাল সাড়ে ৩টায় শেষ হওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয়েছে ঈদযাত্রা। রবিবার সকাল থেকে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রতিটি ট্রেনে ছাড়লেও ভিড় ছিল একটু বেশি।

১০ দিন বন্ধ থাকবে কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দরে আমদানি-রপ্তানি

১০ দিন বন্ধ থাকবে কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দরে আমদানি-রপ্তানি

admin June 02, 2019

কুড়িগ্রাাম প্রতিনিধি:
ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত টানা ১০ দিন কুড়িগ্রামের সোনাহাট স্থল বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি -রপ্তানী বন্ধ রাখার ঘোষনা করা হয়েছে।


সোনাহাট কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশন (সিএন্ডএফ) এ সিদ্ধান্ত নেয়।


কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট এসোসিয়েশনরর সাধারন সম্পাদক মোস্তফা জামান জানান, ঈদুল ফিতর উপলক্ষে বন্দরে কর্মরত কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনকর্মীরা ছুটিতে থাকায় বন্দরের কার্যক্রম কিছুটা বিঘ্ন হতে পারে। তাই আমরা ১০ দিনের জন্য আমদানি-রপ্তানিত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১১ জুন থেকে সোনাহাট স্থল বন্দরে যথারীতি সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।








সিএন্ডএফ’র সভাপতি সরকার রাকীব আহমেদ জুয়েল জানান, সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেই সবার সুবিধার জন্যই ১০ দিন স্থলবন্দর দিয়ে পণ্য আনা নেয়া বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।




এবার হতাশায় কাটবে কৃষকের ঈদ

এবার হতাশায় কাটবে কৃষকের ঈদ

admin June 01, 2019

ঠাকুরগাঁও প্রতিনিধি:
বোরো ধানের বাম্পার ফলন সত্ত্বেও দাম পায়নি কৃষক। উৎপাদন খরচও উঠছে না তাদের। অনেকেই ঋণ পরিশোধ করতে গরু-ছাগল বিক্রি করছেন। এরই মধ্যে দুয়ারে কড়া নাড়ছে ঈদ। কিন্তু ঠাকুরগাঁওয়ের কৃষক পরিবারে নেই উৎসবের আমেজ। চরম অর্থকষ্টে দিন কাটছে তাদের। ধানের দামের প্রভাব পড়েছে ঈদ বাজারেও। ঈদের কয়েকদিন বাকি থাকলেও জমেনি কেনাকাটা।


কৃষকরা জানিয়েছেন, অর্থাভাবে বেশিরভাগ পরিবারেই এখনও নতুন জামাকাপড় কেনা হয়নি। কেউ কেউ বিভিন্ন দোকানের ঋণ শোধ করতে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। টাকা না থাকায় কৃষক পরিবারের বেশিরভাগই এবার বঞ্চিত হবেন ঈদ আনন্দ থেকে।


কথা হয় উপজেলার পৌর শহরের রাজু নামের ধান চাষীর সাথে। তিনি হতাশার সাথে জানান আড়াই বিঘা জমি বার হাজার টাকায় একটি ফসল আবাদ করবে বলে চুক্তি নেয় । সেই হিসেবে তার এই আড়াই বিঘা জমিতে ধার-দেনা করে মোট খরচ করেন আঠাইশ হাজার টাকা । আর এই জমির ধান বিক্রি করে পেয়েছেন সতের হাজার টাকা । আর এই কৃষককে লোকশান গুনতে হচ্ছে এগার হাজার টাকা। শুধু রাজু নয় এর মতো অনেক কৃষকের ভাগ্যে এরকম শনিদশা জুটেছে।


এছাড়া শহরের বিভিন্ন দোকান-পাঠ ঘুরে দেখা যায় যে, দোকানে শুধু চাকুরিজীবী ব্যক্তিদের কেনাকাটা করতে দেখা যায়। যার ফলে ঈদের বাজারে ক্রেতার উপস্থিতি খুবই কম। ঈদের প্রকৃত আনন্দ থেকে উপজেলার কৃষক বঞ্চিত হচ্ছে। তাদের কপালে হতাশার ছাপ দেখা যাচ্ছে। বছরের একটি দুইটি দিন যদি একটু আনন্দ করতে না পারব তাহলে আমাদের কিসের জীবন। এমনই ক্ষোভের কথা কৃষকের মুখে মুখে। ধানের নায্য দাম না পেয়ে হতাশায় ঈদ পার করতে হচ্ছে কৃষককে।

সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হবে এবার: ওবায়দুল কাদের

সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হবে এবার: ওবায়দুল কাদের

admin May 31, 2019

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষদের ঈদযাত্রা ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এসময় বাসের ভাড়া এবং অন্যান্য বিষয় নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে সঙ্গে কথা বলেন মন্ত্রী।


ঈদযাত্রায় যানজট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কোথাও কোনো যানজট তৈরি হয়নি, হওয়ার আশঙ্কাও নেই। বাংলাদেশের ইতিহাসে এবারের মতো ভালো রাস্তা আর কখনো ছিল না। খুবই প্রশস্ত ও মসৃণ একেকটি সড়ক। ফেরিতে যেন যানবাহনের পারাপারে সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখছি আমরা। এবার ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হবে।


তিনি বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা চালকদের সাথে কথা বলুন, তাদের পরামর্শ দিন যাতে সড়কের শৃঙ্খলা মেনে গাড়ি চালায়। অতি উৎসাহ নিয়ে কোনো যানকে অতিক্রম (ওভারটেকিং) না করে।


এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়ক ও টার্মিনালগুলোতে চাঁদাবাজি-অনিয়ম রোধে র‌্যাব, পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সতর্ক রয়েছে।


শীতাতপ নিয়ন্ত্রিত বাসের টিকিটের মূল্য ৮০০ টাকার স্থলে ১৫০০ টাকা করে নেওয়া হচ্ছে এমন অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের কাছ থেকে কোনো বাড়তি ভাড়া নেওয়া যাবে না।


তিনি আরো বলেন, বিভিন্ন সড়কে উন্নয়নমূলক কাজ চলছে। তবে এই মুহূর্ত যানজট সৃষ্টি করবে তাই সে কাজও বন্ধ করে দেয়া হয়েছে।


বাস টার্মিনাল পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বাবু রমেশ চন্দ্র দাস, শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শুভংকর ঘোষ রাকেশ, ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাস মালিক সমিতির নেতারা।

ঈদের ছুটিতে বাড়ি ফিরছে মানুষ

ঈদের ছুটিতে বাড়ি ফিরছে মানুষ

admin May 31, 2019

আর মাত্র পাঁচ বা ছয় দিন। তারপরই ঈদুল ফিতর। খুশির এই দিনটি উদযাপনে কমবেশি সবাই ঢাকা ছাড়ছে। ট্রেনে-বাসে-লঞ্চে করে শুরু হয়েছে বাড়িমুখো মানুষের ঈদযাত্রা। গতকাল সকাল থেকেই বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে।


তবে ঈদযাত্রার প্রথম দিনেই রেলের শিডিউলে কিছুটা বিপর্যয় দেখা দেয়। অন্যদিকে বাস বা লঞ্চের ক্ষেত্রে তেমনটা দেখা যায়নি। সদরঘাটে মানুষের চাপ থাকলেও টিকিট নিয়ে কোনো ভোগান্তি চোখে পড়েনি। আর বাসে করে স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ।


সরেজমিনে গতকাল দেখা যায়, সকাল ৮টায় কমলাপুর থেকে ছেড়ে যাবার কথা নীলসাগর এক্সপ্রেসের। সে হিসেবে এই ট্রেনের যাত্রীরা ভোর থেকে স্টেশনে ছিলেন অপেক্ষায়। আর ঈদের ঝক্কি ঝামেলা এড়াতে অনেকেই আরও আগে এসে প্লাটফর্মে বসেছিলেন। কিন্তু ৮টার ট্রেন শেষে ঢাকা ছেড়ে যায় সোয়া ১০টায়।


ঈদ যাত্রার শুরু হতে না হতেই সঙ্গী হয়েছে এমন দেরি। তবু বাড়ির টানে এসব দেরিকে তেমন আমলে নিচ্ছেন না কেউ। নাড়ির টানে গ্রামের পথে এবার ঢাকার দুই স্টেশন থেকে ট্রেনে করে প্রতিদিন ঢাকা ছাড়ছেন অর্ধলাখ যাত্রী। এর মধ্যে ৩৩টি আন্তঃনগর ট্রেনের ৩০ হাজার টিকিট রয়েছে। বাকিরা স্ট্যান্ডিং টিকিটে যাবেন। গতকালও ঢাকার কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে ছিল উপচে পড়া ভিড়।


কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার আমিনুল হক জানান, ঈদের ৩৭ টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছিল। এর মধ্যে উত্তর ও পশ্চিম বঙ্গের ১৬টি ট্রেনের প্রতিদিন ১৪০৯৫টি টিকিট ছিল। আর ঢাকা-চট্টগ্রাম রুটে ৬টি ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হয়েছে। ঢাকা নোয়াখালী রোডসহ সাতটি ট্রেনের টিকিট ৪৮৭৯টি। ঢাকা জামালপুর রুটের স্পেশালসহ পাঁচটি ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে।


ঢাকা নেত্রকোনা-মোহনগঞ্জ ভোটের দুটি আন্তঃনগর ট্রেনের মোট টিকিট ১২৫৮ টি। ঢাকা-সিলেট রুটে ৪টি এবং ঢাকা কিশোরগঞ্জের রুটে তিনটিসহ সাতটি আন্তঃনগর ট্রেনের মধ্যে মোট টিকিট ৪ হাজার ৫৪৮টি। সব মিলিয়ে দিনে ঢাকা থেকে ৩৭টি আন্তঃনগর ট্রেনের টিকিট ছিল ২৮ হাজার ২২৪টি।


তিনি আরও জানান, চাঁদ দেখা যাওয়ার ওপর নির্ভর করছে ৫ ও ৭ জুনের ঈদের টিকিট বিক্রি। ৫ জুন ঈদ না হলে ৪ জুন সন্ধ্যা থেকে দেওয়া হবে পরের দিনের টিকিট।


এদিকে ঈদযাত্রার প্রথম দিনে গতকাল সদরঘাটেও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার বাড়িমুখো মানুষের ভিড় ছিল। তবে আজ থেকে ভিড় আরও বাড়বে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। সদরঘাট টার্মিনাল থেকে দিনে গড়ে দূরপাল্লার নৌযান চলাচল করে ৯০টি। ঢাকা থেকে ১৫০টি রুট ধরে এক লাখ ৭০ হাজার যাত্রী সদরঘাট হয়ে চলাচল করে স্বাভাবিক সময়ে। ঈদ যাত্রায় নৌপথে যাত্রীর চাপ পড়ে দ্বিগুণের বেশি। তবে এসময় ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সদরঘাট পৌঁছতে গিয়ে বেশ দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। বিভিন্ন এলাকা থেকে সদরঘাট পর্যন্ত বাস কম থাকায় গুলিস্তান থেকে হেঁটে সদরঘাটে ছুটতে হয় অনেককে।


সদরঘাট থেকে গতকাল বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠিসহ বিভিন্ন জেলার উদ্দেশে গেছে অন্তত ২১৫টি লঞ্চ। আর এসব লঞ্চে করে ঢাকা ছেড়েছেন বিপুল যাত্রী।


বিআইডব্লিউটিএ জানায়, ঢাকা নদীবন্দরের হিসেবে এ বছর ঈদ করতে সদরঘাট হয়ে নৌপথে ঘরে ফিরবেন প্রায় অর্ধকোটি মানুষ। ৪৩টি রুটে প্রতিদিন লঞ্চ চলবে ২১৫টি। তবে এবার ঈদে ঝড়বাদল থাকতে পারে। সে আশংকায় তিন নম্বর বিপদসংকেত দিলেই নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হবে।


ঢাকা নদী বন্দরের তথ্য অনুযায়ী, এ ঈদে ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলবে ২৩টি, ঢাকা চাঁদপুর রুটে ২৫টি, ঢাকা-পটুয়াখালী রুটে ১৩টি, ঢাকা হুলারহাট ভান্ডারিয়া রুটে চলবে ১০ টি, ঢাকা ভোলা রুটে ৮টি।


এদিকে সড়কপথে এবার যাত্রার আগে থেকেই টিকিটের হাহাকার দেখা গেছে। সড়কপথে ঢাকার মহাখালী, কল্যাণপুর ও গাবতলী থেকে উত্তর-দক্ষিণের জেলাগুলোর বাস ছাড়ে। গতকাল এসব টার্মিনাল থেকে মানুষ বাড়ি যাওয়া শুরু করেছেন। তবে বেশি যাত্রীর চাপ পড়বে ১ থেকে ৩ জুন। এর মধ্যে ৩ জুনের কোনো এসি বা নন এসি বাসের সিট পাওয়া যাচ্ছে না।


মহাখালি টার্মিনাল সূত্র জানায়, চাঁদরাত পর্যন্ত এখান থেকে বাস চলবে। তবে ঈদের দিন বেশিরভাগ দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ থাকবে। তবে রাত থেকেই আবার কিছু কিছু রুটে বাস চলাচল শুরু হবে।

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
ঈদুল ফিতরের ছুটিতে গ্রাহকদের সুবিধার্থে সব ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এটিএম ও পয়েন্ট অব সেল (পিওএস) নেটওয়ার্ক সার্বক্ষণিক সচল থাকার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।


বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়েছে।


এতে বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা এবং উৎসবকালীন সময়ে ব্যাংকের শাখা বন্ধ থাকায় গ্রাহকরা অধিকহারে এটিএম বুথ পয়েন্ট অব সেল এবং ই-পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন সম্পন্ন করে। এসব কার্ডভিত্তিক ইলেকট্রনিক লেনদেনে গ্রাহক স্বার্থ সংরক্ষণের বিষয়টি নিশ্চিতের জন্য ব্যাংকগুলোকে পাঁচটি পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


এগুলো হলো- এটিএম বুথে পর্যাপ্ত নগদ টাকা সরবরাহ করা এটিএম বুথে সার্বক্ষণিক পাহার‍াদের সর্তকাবস্থান ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করা এটিএম ও পিওএস মেশিনে সার্বক্ষণিক নেটওয়ার্ক চালু রাখা বন্ধ বা অচল এটিএম বুথের সামনে নোটিশ টানানোর ব্যবস্থা করা কোনো ব্যাংকের সব এটিএম ও পিওএস সেবা অনিবার্য কারণে বন্ধ থাকলে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের অবহিত করা।


এছাড়াও অনলাইন পেমেন্ট গেটওয়ে-ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে দুই স্তরের সিকিউরিটি ভেরিফাইড পিন কোড নিশ্চিত করা মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও ছুটির সময়ে ব্যাংকসমূহের উপরিউক্ত সেবার আওতার সিস্টেমসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ ঝুঁকি মোকাবেলা করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেকোনো অঙ্কের লেনদেনের তথ্য এসএমএস অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে অবহিত করতে হবে।


ইলেকট্রনিক পদ্ধতিতে সবধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে গ্রাহকদের সতর্কতা অবলম্বনের জন্য গণমাধ্যমে বিভিন্ন রকম প্রচার-প্রচারণার ব্যবস্থা করতে হবে। সব লেনদেনের ক্ষেত্রে কোনো অবস্থাতেই যেন গ্রাহকরা হয়রানির শিকার না হন সে বিষয়টি নিশ্চিত করা ও কাস্টমার সার্ভিস সেন্টার চালু রাখতে হবে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three