Showing posts with label ড. মো. আবদুর রাজ্জাক. Show all posts
Showing posts with label ড. মো. আবদুর রাজ্জাক. Show all posts
ধানের দাম বাড়ানোর সুযোগ নেই: কৃষিমন্ত্রী

ধানের দাম বাড়ানোর সুযোগ নেই: কৃষিমন্ত্রী

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
এবারের বোরো ধানের নির্ধারিত দাম নিয়ে কৃষকদের মধ্যে চরম অসন্তোষ থাকলেও ধানের দাম বাড়ানোর সুযোগ আপাতত সরকারের হাতে নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। শনিবার (১৮ মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত 'জলবায়ু পরিবর্তন : কৃষি খাতের চ্যালেঞ্জ' শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।


তিনি বলেন, 'ধান কিনে ধানের দাম বাড়ানোর সুযোগ আপাতত সরকারের হাতে নেই। আমি ও খাদ্যমন্ত্রী গতকাল এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে চিন্তিত। ধানের দাম বাড়ানোর একমাত্র উপায় হল, চাল রপ্তানি করা। এটাও আমাদের চিন্তাভাবনা করে করতে হচ্ছে।'


তিনি আরও বলেন, 'গতবারের মজুদ এখনো অবশিষ্ট আছে ৮/১০ লাখ টন। মিলাররাও গতবার আমাদের অনুরোধে ব্যাংক থেকে টাকা নিয়ে ধান কিনে গুদামে রেখেছেন। তাঁরাও সেগুলো এখন বিক্রি করতে পারছেন না। কৃষি খাতে বিপ্লব হয়েছে। এটা ভালো দিক।'


উল্লেখ্য, এ বছর সরকার প্রতিকেজি ২৬ টাকা দরে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার ঘোষণা দিলেও এতে সন্তুষ্ট নন কৃষকরা। ধান বেচে যে দাম পাচ্ছেন তাতে খরচও উঠছে না বলে অভিযোগ করছেন তারা।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three