Showing posts with label ধর্ষন. Show all posts
Showing posts with label ধর্ষন. Show all posts
বগুড়ায় শিশুকে ধর্ষন চেষ্টা, আটক ১

বগুড়ায় শিশুকে ধর্ষন চেষ্টা, আটক ১

admin August 28, 2018

বগুড়া: বগুড়ার শেরপুরে আম্বইল গ্রামে গত ২৬ আগস্ট, রোববার সকালে ১২ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার ঘটনায় আবদুর রশিদ (৩৭)নামের এক লম্পট কে আটক করেছে শেরপুর থানা পুলিশ। লাঞ্ছিত শিশুটি আম্বইল গ্রামের সুকুমারের মেয়ে।



[চাকরির খোঁজে এসে গণধর্ষণের শিকার যুবতী]

জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামের মৃত রহিম বক্সের ছেলে আবদুর রশিদ (৩৭) এর স্ত্রী ব্র্যাক স্কুলের শিক্ষিকা শায়েলা বেগম ঈদ উল আযহার ছুটি কাটাতে তার বাবার বাড়িতে চলে যায়। ঈদের ছুটি শেষ হওয়ায় সে সরাসরি স্কুলে যাওয়ার কথা ভাবে। সেজন্য সুকুমারের মেয়েকে তার বাড়ি থেকে স্কুলের ব্যাগ ও খাতাপত্র আনতে বলে। এ সময় ওই বাড়িতে আবদুর রশিদ ছাড়া আর কেউ ছিলনা। রশিদের কাছে মেয়েটি ব্যাগ ও খাতাপত্র চাইতে গেলে সেই সুযোগে লম্পট রশিদ তাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। সেখান থেকে পালিয়ে বাড়িতে এসে এই ঘটনা মেয়েটি তার বাবাকে বললে সে ক্ষিপ্ত হয়ে লম্পট রশিদকে এলোপাতাড়ি মারপিট করে। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে লম্পট রশিদকে আটক করে থানায় নিয়ে আসে।



[জামাই-শ্বাশুড়ির পরকীয়ার পর বিয়ে, জামাইয়ের রহস্যজনক মৃত্যু]

এ ব্যাপারে শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ (সার্বিক) মো. হুমায়ুন কবীর বলেন, ঘটনাটি শোনার পর পরই অতিরিক্ত পুলিশ সুপার(শেরপুর-ধুনট সার্কেল)এর নের্ততে আমি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লম্পট রশিদকে আটক করি। সে আহত হওয়ায় তাকে হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three