Showing posts with label copa america 2019. Show all posts
Showing posts with label copa america 2019. Show all posts
কোপা আমেরিকা: আজ সকাল ৬ টায় খেলবে ব্রাজিল-ভেনেজুয়েলা

কোপা আমেরিকা: আজ সকাল ৬ টায় খেলবে ব্রাজিল-ভেনেজুয়েলা

admin June 19, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
দক্ষিণ আমেরিকার ফুটবল চ্যাম্পিয়নশিপ কোপা আমেরিকায় আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে হট ফেবারিট ব্রাজিল। ঘরের মাঠ সালভাদরের ফন্তে নোভায় নেইমারবিহীণ তিতের দলের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটায় শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি। পা মচকে নেইমার নেই দেশের মাটিতে কোপা আমেরিকায়।


তবে প্রথম ম্যাচে সেই অভাব বুঝতে দেয়নি ব্রাজিল দলের আক্রমনভাগ। নেইমারের জায়গায় খেলতে নামা তরুণ রিশার্লিসনের সঙ্গে অভিজ্ঞ রবের্তো ফিরমিনো, চিয়াগো সিলভা ও ফিলিপে কৌতিনিয়োরার চমৎকার বোঝাপড়ায় ৩-০’তে উদ্বোধনী ম্যাচ জেতে তিতের দল।


গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের সামনে আজ অপেক্ষাকৃত দুর্বল দল ভেনেজুয়েলা। যাদের বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচের চারটি জিতে অন্য দুটি ড্র করেছে বিশ্বকাপে রেকর্ড পাঁচবার আর দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপে তৃতীয় সর্বাধিক আটবার শিরোপা জেতা ব্রাজিল।


বিশ্বকাপে এখনো খেলার সুযোগ তৈরি করতে না পারা ভেনেজুয়েলা ‘এ’ গ্রুপে ১০ জনের দল হয়েও আটকে দেয় পেরুর জয়। ব্রাজিলের বিপক্ষে ২৪ ম্যাচে ২০০৮ সালে একবারই জয়ের দেখা পায় ক্যারিবিয়ান দেশটি।


ব্রাজিল-ভেনেজুয়েলা ম্যাচ দেখবেন যে চ্যানেলে: এই ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি ইএসপিন প্লাস ও বেইন স্পোর্টস চ্যানেলে।

কোপা আমেরিকা ২০১৯ -এর সময়সূচি

admin June 14, 2019

১৫ জুন ২০১৯, শনিবার ব্রাজিলের সাও পাওলোতে পর্দা উঠছে এবারের কোপা আমেরিকার। ব্রাজিল ও বলিভিয়া ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আসরটি। বরাবরের মতো এবারও ১২টি দল অংশ নিচ্ছে। ল্যাতিন আমেরিকার ১০টি দেশের সঙ্গে এবং এশিয়া থেকে কাতার ও জাপান অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে। তিন গ্রুপে ভাগ হয়ে অংশ নিবে দলগুলো।



কোন গ্রুপে কারা রয়েছে-


গ্রুপ এ: ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু।
গ্রুপ বি: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার।
গ্রুপ সি: চিলি, ইকুয়েডর, জাপান ও উরুগুয়ে।



কোপা আমেরিকা-ব্রাজিল ২০১৯ সময়সূচি:


(বাংলাদেশ সময়)

গ্রুপ এ:


১৫ জুন – সাও পাওলো – ব্রাজিল-বলিভিয়া : ১৫ জুন সকাল ৬ টা ৩০
১৬ জুন – পোর্তো অ্যালেগ্রি – ভেনিজুয়েলা-পেরু : রাত ১ টা
১৯ জুন – রিও ডি জেনিরো – বলিভিয়া-পেরু : রাত ৩ টা ৩০
১৯ জুন – সালভাদর – ব্রাজিল-ভেনিজুয়েলা : সকাল ৬ টা ৩০
২৩ জুন – বেলো হরিজন্তে – বলিভিয়া-ভেনিজুয়েলা : রাত ১ টা
২৩ জুন – সাও পাওলো – পেরু-ব্রাজিল : রাত ১ টা



গ্রুপ বি:


১৬ জুন – সালভাদর – আর্জেন্টিনা-কলম্বিয়া : রাত ৪ টা
১৭ জুন – রিও ডি জেনিরো – প্যারাগুয়ে-কাতার : রাত ১ টা
২০ জুন – বেলো হরিজন্তে – আর্জেন্টিনা-প্যারাগুয়ে : সকাল ৬ টা ৩০
২০ জুন – সাও পাওলো – কলম্বিয়া-কাতার : ৩ টা ৩০
২৪ জুন – পোর্তো অ্যালেগ্রি – কাতার-আর্জেন্টিনা : রাত ১ টা
২৪ জুন – সালভাদর – কলম্বিয়া-প্যারাগুয়ে : রাত ১ টা



গ্রুপ সি:


১৭ জুন – বেলো হরিজন্তে – উরুগুয়ে-ইকুয়েডর : রাত ৪ টা
১৮ জুন – সাও পাওলো – জাপান-চিলি : ভোর ৫ টা
২১ জুন – পোর্তো অ্যালেগ্রি – উরুগুয়ে-জাপান : ভোর ৫ টা
২২ জুন – সালভাদর – ইকুয়েডর-চিলি : ভোর ৫ টা
২৫ জুন – বেলো হরিজন্তে – ইকুয়েডর-জাপান : ভোর ৫ টা
২৫ জুন – রিও ডি জেনিরো – চিলি-উরুগুয়ে : ভোর ৫ টা



কোয়ার্টার ফাইনাল: 


ম্যাচ-১.  গ্রুপ এ চ্যাম্পিয়ন - গ্রুপ বি/সি তৃতীয় ২৮ জুন, সকাল ৬ টা ৩০
ম্যাচ-২. গ্রুপ এ রানার্স আপ - গ্রুপ বি রানার্স আপ ২৯ জুন, রাত ১ টা
ম্যাচ-৩. গ্রুপ বি চ্যাম্পিয়ন - গ্রুপ সি রানার্স আপ ২৯ জুন ভোর ৫ টা
ম্যাচ-৪. গ্রুপ সি চ্যাম্পিয়ন - গ্রুপ এ/বি তৃতীয় ৩০ জুন, রাত ১ টা

সেমিফাইনাল:


কোয়ার্টার ফাইনাল ম্যাচ-১ জয়ী বনাম ম্যাচ-৩ জয়ী : ৩ জুলাই, সকাল ৬ টা ৩০
কোয়ার্টার ফাইনাল ম্যাচ-২ জয়ী বনাম ম্যাচ-৪ জয়ী : ৪ জুলাই, সকাল ৬ টা ৩০

তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফ: ৭ জুলাই


সেমি ফাইনাল-১ পরাজিত বনাম সেমি ফাইনাল-২ পরাজিত :  ৭ জুলাই, রাত ১ টা

ফাইনাল: ৮ জুলাই, রাত ২ টা


copa america 2019 fixture

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three