ঢাকা: সংসদ সদস্য ও বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে কুড়িগ্রাম-২ আসনটি এখন শূন্য। তবে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় উপ-নির্বাচন হবে না এ আসনে।
জানতে চাইলে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। তাই সেখানে উপ-নির্বাচন করার মতো সময় নেই।
এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন জানান, সংবিধান অনুযায়ী ১৪ নভেম্বরের মধ্যে কুড়িগ্রাম-২ আসনে উপ-নির্বাচন করার কথা। কিন্তু ৩০ অক্টোবর থেকে জাতীয় নির্বাচনকালীন সময় শুরু হবে। ওই সময় থেকে সংসদ নির্বাচনের প্রস্তুতিও পুরোদমে শুরু হবে। এতে করে কুড়িগ্রাম-২ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর উপ-নির্বাচন করার জন্য পর্যাপ্ত সময় থাকবে না।
প্রসঙ্গত গত ১৩ আগস্ট তাজুল ইসলাম মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়ে যায়। সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। আবার ২৮ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।
Showing posts with label উপ-নির্বাচন. Show all posts
Showing posts with label উপ-নির্বাচন. Show all posts
Subscribe to:
Posts (Atom)