Showing posts with label ছাত্রলীগের হামলা. Show all posts
Showing posts with label ছাত্রলীগের হামলা. Show all posts
রৌমারীকে সাবেক এমপি জাকির হোসেনের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সমাবেশ

রৌমারীকে সাবেক এমপি জাকির হোসেনের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সমাবেশ

admin August 27, 2018

রৌমারী, কুড়িগ্রাম: উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সালমান ফারসী তুষার ও তার বাহিনী নিয়ে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাকির হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন, সহ-সভাপতি মো. আব্দুল মোমেন ঠিকাদার, মো.জাহাঙ্গীর আলম রবু, সাধারন সম্পাদক মো.রেজাউল ইসলাম মিনু, রৌমারী সদর ইউনিয়ন সভাপতি মো.রাজু আহমেদ খোকা, যুব মহিলালীগের পক্ষে শেফালী ইসমাইল, ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা সোহের, সাবেক ছাত্রলীগ সভাপতি মো. মাইদুল ইসলাম, ছাত্রলীগ মো. রিদয় হোসেন ও মো.সবুজ মিয়া প্রমূখ।



[সৈয়দপুর বিমানবন্দরে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলকে উষ্ণ অভ্যর্থনায় বরণ]

বক্তারা বলেন, ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. সালমান ফারসী তুষার ও তার বাহিনী নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, অপহরন, ছিনতাই ও সন্ত্রাসী করে আসছে। যার ফলে এলাকাবাসি আওয়ামীলীগকে ঘৃণা করছে। আর এসমস্ত অপকর্ম করতে দেওয়া হবে না। উপস্থিত বৈঠকে সালমান ফারসী তুষারকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। এছাড়াও রেজুলেশনের মাধ্যমে তাকে সাধারন সম্পাদক পদ থেকে বহিস্কার করারও সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এব্যাপারে দলের সকল নেতা কর্মীকে সজাগ থাকার আহবান জানান এমপি জাকির হোসেন।



[ইয়াবাসহ মুক্তিযোদ্ধার মাদকসম্রাজ্ঞী পুত্রবধু আটক]

প্রসঙ্গ গত ২০ আগষ্ট (সোমবার) ছাত্রলীগের সাধারন সম্পাদক সালমান ফারসী তুষার তার বাহিনী নিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সেনা সদস্য (অব.) মো. আফজাল হোসেন বিপ্লব এর কাছে চাঁদা দাবি করে। বিপ্লব তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে কিলঘুষি শুরু হয়। পরে দলীয় লোকজনের সহায়তায় উভয়কে শান্ত করা হয়। পরে বিষয়টি সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন ঘটনাটি মিমাংসার জন্য তুষারের উপজেলা সংলগ্ন নিজস্ব অফিসের সামনে আসলে কোন কিছু বুঝে উঠার আগেই তুষারের বাহিনী তার উপর হামলা চালায়। এসময় উভয়ে ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহসান হাবিব মণ্ডল (২৩) নামের ছাত্রলীগের এক কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা জয়। আহত মণ্ডল উপজেলার ভিটাবাড়ি গ্রামের আব্দুর রউফ মিস্ত্রির ছেলে। এ ব্যাপারে রৌমারী থানায় পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three