অনলাইন ডেস্ক:
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে মো. জাহিদ (২৮) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন। আইএসপিআর সূত্রে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত মো. জাহিদের বাড়ি বান্দরবানের লামা উপজেলায় বলে জানা গেছে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সেনাবাহিনীর ১৬ প্যারা ব্যাটালিয়নের সদস্যরা ফায়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। পাহাড়ের একটি ইমপ্যাক্ট এরিয়া থাকে যেখানে গোলা আর গোলা পড়ে থাকে। সেখানে টার্গেট লাগাতে গিয়ে একটি বোমা বিস্ফোরণ হয়। এ সময় ঘটনাস্থলেই জাহিদ মারা যান। আর আহত হন আরও ১১ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে এরই মধ্যে হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচ নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
আহতরা হলেন- সৈনিক হাসান, তারেকুল, আসাদ, নিপুন চাকমা, রাজু, মোস্তাফিজ ও আরিফ। অন্যদের নাম জানা সম্ভব হয়নি।
বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে সেনাবাহিনীর কোনো সদস্য অফিসিয়ালি আমাদেরকে কিছু জানায়নি।