লালমনিরহাট: সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আতিয়ার রহমানকে গতকাল গণসংবর্ধনা দিয়েছেন ইউনিয়নবাসী। লালমনিরহাট জেলা পরিষদ সদস্য হাসান মেহেদী অপনের সভাপতিত্বে উক্ত গণসংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য আব্দুল মজিদ, ফারুক হোসেন ফুল্টন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাসেম প্রমুখ। এর আগে গতকাল বিকেলে এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। সংবর্ধনা অনুষ্ঠানের পরে সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
প্রসঙ্গত, আতিয়ার রহমান আতি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা হিসেবে এলাকায় পরিচিত। বিগত ইউপি নিবার্চনে বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করে। আতিয়ার রহমান আতি ২০১৭ সালের ১৭ আগস্ট মাদার তেরেসা স্বর্ণপদক ও ওই বছরেই জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হয়ে শেরে-ই-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও আতিয়ার রহমান সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও জীবনান্দ দাশ‘র জন্ম বার্ষিকী উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নামী শিল্পীদের সমন্বয়ে গত ২৬ ফেব্রুয়ারি সম্মননা স্মৃতি স্বারকও পেয়েছেন।