সৈয়দপুর, নীলফামারী: ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু, সংরক্ষিত মহিলা সদস্য কণিকা রাণী সরকার, সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলার ৫ টি ইউনিয়নের ভূমি সহকারীগণসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সংবাদকর্মী ও জনপ্রতিনিধিগণ।