ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরের ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। এসময় নোংরা পরিবেশে চিকিৎসাসেবা প্রদান ও মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে প্রদান করা হয়েছে অর্থদণ্ড। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইম হোসেন খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, আজ সোমবার দুপুরে কালিবাড়ী বাজার এলাকায় অবস্থিত ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির পরিচালক হামিদুল হক (৪৫) কে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইম হোসেন খান বলেন, নোংরা পরিবেশে ল্যাবের কার্যক্রম পরিচালনাসহ মেয়াদউত্তীর্ণ বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়। পরে ল্যাবএইডের পরিচালক হামিদুল হক দোষ স্বীকার করলে তাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে আরও ছিলেন ঠাকুরগাঁও স্যানেটারি ইন্সপেক্টর আখতার ফারুকসহ কয়েককজন আনসা সদস্য।