সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের রামাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার সলঙ্গা ইউনিয়নের রঘুদীঘি গ্রামের ফজল শেখের ছেলে ইদ্রিস আলী (৩৫) ও মহির উদ্দিনের ছেলে আবদুল জব্বার (৩৬)। আহতদের মধ্যে জিন্নাহ ওরায়হান আলী নামে দু’জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীর লিটন বলেন, রঘুদীঘি গ্রামের ৫ শ্রমিক কয়েকদিন ধরে রামাইল গ্রামে ধান কাঁটা শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত শুক্রবার দিনভর ধানকাটা শেষে রাতে তারা মাঠের মধ্যে অস্থায়ীভাবে করা একটি ঘরে ঘুমিয়ে পড়েন।
গভীর রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ইদ্রিস আলী ও আবদুল জব্বারের মৃত্যু হয়। এতে আহত হন আরও তিন শ্রমিক। আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, হতাহত শ্রমিকদের খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার দেওয়া হবে।