Showing posts with label ইসি. Show all posts
Showing posts with label ইসি. Show all posts
একাদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর

একাদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর

admin September 02, 2018

রংপুর এক্সপ্রেস ডেস্ক: আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছে সরকার দলীয় একটি সূত্র। তবে সম্ভাব্য এ তারিখের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। সূত্র খবর, আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।


তবে কিছুদনি আগে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা। তবে তিনি কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি। নির্দিষ্ট দিনের বিষয়ে নির্বাচন কমিশনের অন্য কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে তারাও এ বিষয়ে কিছু বলতে পারেননি। তবে কমিশনের কর্মকর্তারা জানান, নির্বাচন-সংক্রান্ত শতকরা ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেছে।


ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আসন্ন সংসদ নির্বাচনের ৩০০ আসনে জন্য ৪০ হাজার ৬৫৭টি ভোটকেন্দ্রের খসড়া তালিকা করেছে ইসি। এর মধ্যে সম্ভাব্য ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪ হাজার ৪৫৩ টি। আগামী ৬ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হবে। তফসিল ঘোষণার পর আসন অনুসারে ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।


একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ অনেক আগে থেকেই কার্যক্রম শুরু করেছে। এমনকি তাদের প্রার্থী বাচাইও প্রায় চূড়ান্ত। নেতারা বলছেন, সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা একে অপরের সঙ্গে আলোচনা করছেন। তবে এ বিষয়ে বাইরে তারা কিছু প্রকাশ করছেন না।


আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কমিশন আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে। এ ছাড়া আওয়ামী লীগের একাধিক নেতার কথাবার্তার মধ্যদিয়েও জানা গেছে, ২৭ ডিসেম্বরই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ।


এদিকে বিরোধীদল জাতীয় পার্টিও নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে। পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদও স্বীকার করেছেন যে তিনি ৩০০ আসন এবং ১০০ আসনে মনোনয়ন চূড়ান্ত করে রেখেছেন। বিএনপি নির্বাচনে এলে মহাজোটে এবং না এলে বিরোধী দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি।


তবে দেশের আরেক বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এখনো নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে কিছুই বলছে না। তারা এখন পর্যন্ত বলছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ছোটখাট দলগুলোও জোট করে মাঠে নামার জন্য তোড়জোড় চালাচ্ছে।

আরপিও সংশোধনের সিদ্ধান্ত ইসির

আরপিও সংশোধনের সিদ্ধান্ত ইসির

admin August 30, 2018

ঢাকা: আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহা‌রের বিধান রে‌খে আরপিও সংশোধ‌নের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে বৃহস্পতিবার সকালে এক সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা ব‌লেন, “আমরা (নির্বাচন কমিশন)আরপিও সং‌শোধনে একমত হ‌য়ে‌ছি, সং‌শোধিত আর‌পিও নিরীক্ষার জন্য আইন মন্ত্রনাল‌য়ে পাঠা‌নো হ‌বে।”


সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানানোর সময় প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা বলেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত এখনও নেননি তারা। সংসদে (একাদশ সংসদ নির্বাচনে) ইভিএম ব্যবহার হবে- এমন সিদ্ধান্ত হয়নি, তবে আমাদের প্রস্তুতি থাকবে।


বৃহস্পতিবার অনুষ্ঠিত এক কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৫ সদস্যের কমিশনের একজন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এই সিদ্ধান্তের বিপক্ষে মত দিয়েছেন।” মাহবুব তালুকদারের ‘নোট অব ডিসেন্ট’ থাকলেও, সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতের ভিত্তিতে সংস্কারের পক্ষে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা বলেন “উনি (মাহবুব তালুকদার) ভিন্ন পোষণ করেছেন। আমরা চারজন সম্মত হয়েছি।”


তবে সাংবাদিকদের প্রশ্নে সিইসি বলেছেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত এখনও নেননি তারা। “সংসদে (একাদশ সংসদ নির্বাচনে) ইভিএম ব্যবহার হবে- এমন সিদ্ধান্ত হয়নি, তবে আমাদের প্রস্তুতি থাকবে।” চালুর পর এতদিন ইভিএম সংসদ নির্বাচনে ব্যবহার করা হয়নি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বরাবরই ইভিএম ব্যবহারের পক্ষে, অন্যদিকে বরাবরই এর বিরোধিতা করে আসছে বিএনপি।


রাজনৈতিক দলগুলোর মতৈক্য না হলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না বলে এতদিন জানালেও হঠাৎ করেই ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নিজেদের এই অবস্থানে পক্ষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমরা স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করে সফলতা পেয়েছি। সংসদের জন্য প্রয়োজনীয় আইনগত সংস্কার হলে সংসদে ব্যবহারের ক্ষেত্র তৈরি হবে। কমিশন কোনও সময়ে সিদ্ধান্ত নিলে প্রস্তুতি নেওয়া যাবে।”

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three