Showing posts with label মিয়ানমার. Show all posts
Showing posts with label মিয়ানমার. Show all posts
বিকিনি পরা ছবি পোস্ট দিয়ে লাইসেন্স হারালো ডাক্তার!

বিকিনি পরা ছবি পোস্ট দিয়ে লাইসেন্স হারালো ডাক্তার!

admin June 17, 2019

ফেসবুকে একগুচ্ছ বিকিনি ও অন্তর্বাস পরা ছবি পোস্ট করেন এক চিকিৎসক। এতেই চটেছে মিয়ানমার সরকার। ব্যক্তি স্বাধীনতার ‘অপব্যবহারের’ দায়ে তার চিকিৎসক লাইসেন্স বাতিল করা হয়েছে। মিয়ানমারের নঙ মি সান চিকিৎসকের পাশাপাশি মডেলিংও করেন বলে খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এনডিটিভি।


শনিবার রক্ষণশীল মিয়ানমারের মেডিকেল কাউন্সিল বরাবর এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আবেদন করার কথা জানিয়েছেন নঙ।


নঙ মি সান তার ফেসবুকে হরহামেশায় এ ধরনের উত্তেজক ছবি পোস্ট করেন। মূলত দেশটির অনলাইন এই মডেল মার্কিন মডেল কেন্দাল জেনারের মতো সাঁতারের পোশাক এবং বিকিন পরা ছবি বেশি পোস্ট করেন। সঙ্গে মিয়ানমারের ঐতিহ্যবাহী পোশাকের ছবিও থাকে।


সরকারের ভাষ্য, এ ধরনের পপ সংস্কৃতির পোশাক পরা ছবি দিয়ে নঙ মি সান যুবসমাজকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছেন। চিকিৎসক হয়ে যৌনতাকে উস্কে দিচ্ছেন, যা দেশটির ঐতিহ্যের সঙ্গে বেমানান।


চলতি বছরের জানুয়ারিতেও একবার নঙ মি সানকে সতর্ক করা হয়েছিল। এরপর গত ৩ জুন মিয়ানমার মেডিকেল কাউন্সিল তার চিকিৎসক পেশার লাইসেন্স বাতিল করে চিঠি দেয়।


এতে তার ছবিগুলোকে ‘শালীনতা বিবর্জিত’ এবং মিয়ানমারের ‘সংস্কৃতি ও ঐতিহ্য বিরোধী’ বলে উল্লেখ করা হয়। ২৯ বছর বয়সী নঙ পাঁচ বছর ধরে চিকিৎসা পেশায় আছেন। ২০১৭ সালে তিনি মডেলিং শুরু করেন।


সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেছেন, ‘মেডিকেল নৈতিকতায় পোশাক নিয়ে সুনির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই।’


নঙ বলেন, ‘আমি যখন রোগীদের চিকিৎসা সেবা দেই, তখন এ ধরনের পোশাক পরি না। তাহলে ডাক্তারির লাইসেন্স বাতিল হবে কেন? এ সিদ্ধান্ত অপ্রত্যাশিত। আমি এ মাসেই সিদ্ধান্ত তুলে নিতে আবেদন করব।’


এ বিষয়ে মেডিকেল কাউন্সিলের মন্তব্য নিতে পারেনি রয়টার্স। তবে দেশটির নেটিজেনরা এ বিষয়ে নানা মতামত তুলে ধরে মন্তব্য করছেন।


এসব মন্তব্যে তারা মিয়ানমারের অব্যাহত মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রহীনতার কড়া সমালোচনা করেছেন।


এমনই একজন শোয়ে থু রাজ্জা মন্তব্য করেন, ‘মানবাধিকার তো শরীরের প্রদর্শনে থাকে না যে, সেগুলো দেখে ব্যবস্থা নিলেই হলো। আপনাকে আগে মিয়ানমারের সংস্কৃতিকে ঠিক করতে হবে।’

মিয়ানমারে বিমান দুর্ঘটনা: রাতে দেশে ফিরছেন আহতরা

মিয়ানমারে বিমান দুর্ঘটনা: রাতে দেশে ফিরছেন আহতরা

admin May 10, 2019

অনলাইন ডেস্ক:
মিয়ানমারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত পাইলট ও কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা শুক্রবার (১০ মে) দেশে ফিরছেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহতরাও দেশে ফিরবেন একই ফ্লাইটে। তাদের দেশে আনতে বিকেলে সাড়ে ৩টায় ইয়াঙ্গুন যাচ্ছে বিমানের একটি বিশেষ ফ্লাইট।


বিষয়টি নিশ্চিত করে মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি রাতে ঢাকায় ফিরবে।


বুধবার (৮ মে) বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া বিজি০৬০ ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অবতরণকালে মিয়ানমারে দুর্ঘটনার কবলে পড়ে। ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের প্লেনটি ৭৪ যাত্রীবহনে সক্ষম। ফ্লাইটটিতে এক শিশুসহ ৩২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত হন পাইলটসহ ৪-৫ জন।

সাড়ে ছয় হাজার বন্দিকে মুক্তি দিল মিয়ানমার

সাড়ে ছয় হাজার বন্দিকে মুক্তি দিল মিয়ানমার

admin May 07, 2019

অনলাইন ডেস্ক:
প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বলে আজ মঙ্গলবার ৬ হাজার ৫২০ বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার। দেশটির নববর্ষ উপলক্ষে প্রতিবছরই এভাবে বন্দিদের সাধারণ ক্ষমা করার রেওয়াজ আছে। খবর রয়টার্সের।


মিয়ানমারের ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ এপ্রিল দেশটিতে নতুন বছর শুরু হয়। এই সাধারণ ক্ষমার আওতায় রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন (৩৩) ও কিয়া সোও (২৯) মুক্তি পেয়েছেন।


ইয়াঙ্গুনের কাছে একটি কারাগারে ৫১১ দিন কারাভোগের পর আজ মঙ্গলবার ছাড়া পেলেন রোহিঙ্গা নির্যাতন নিয়ে সংবাদ প্রকাশ করা ওই দুই সাংবাদিক।


২০১৭ সালের ডিসেম্বরে দেশটিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো হত্যাযজ্ঞের খবর প্রকাশ করায় রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলায় তাদের আটক করা হয়।


রাখাইনের একটি গ্রামে ১০ নিরীহ রোহিঙ্গাকে বসিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করে মিয়ানমারের সেনাবাহিনী। অনুসন্ধানী এ খবরটি সচিত্র রয়টার্সে প্রকাশ করায় মূলত তাদের ওপর ক্ষুব্ধ হয় দেশটির সামরিক জান্তারা।


পরে প্রহসনের বিচারের মাধ্যমে তাদের বিরুদ্ধে 'রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস' করার অভিযোগ এনে গত বছরের সেপ্টেম্বরে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।

অবশেষে মুক্ত মিয়ানমারে গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিক

অবশেষে মুক্ত মিয়ানমারে গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিক

admin May 07, 2019

অনলাইন ডেস্ক:
প্রায় ৫০০ দিন পর বন্দিদশা থেকে মুক্তি পেলেন মিয়ানমারে গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিক। প্রেসিডেন্টের বিশেষ ক্ষমায় মঙ্গলবার (০৭ মে) ইয়াঙ্গুনের একটি কারাগার থেকে মুক্তি পান তারা।


গত সেপ্টেম্বরে ওয়া লোন (৩৩) ও কিয়াও সো ও (২৯) নামের ওই দুই সাংবাদিককে সাত বছরের সাজা দেন মিয়ানমারের আদালত। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। যদিও দুই সাংবাদিক কোনো অপরাধ করেননি উল্লেখ করে দ্রুত তাদের মুক্তি দাবি করে রয়টার্স।


এ বছরের জানুয়ারিতে উপযুক্ত প্রমাণের অভাবে ওয়া লোন ও কিয়াও সোর আপিল খারিজ করে দেন ইয়াঙ্গুন হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্টে আপিল করে সেখানেও প্রত্যাখাত হন তারা।


এসবের পরিপ্রেক্ষিতে সরকারের কাছে দুই সাংবাদিকের সাধারণ ক্ষমা চেয়ে আবেদন করেন তাদের স্ত্রী। চিঠিতে তারা বলেন, যদিও তারা কোনও অপরাধ করেননি, তবু পরিবারের কথা ভেবে যেন তাদের মুক্তি দেওয়া হয়। রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তি বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি কর্তৃপক্ষ।


গত মাসে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট দেশটির হাজার হাজার সাজাপ্রাপ্ত আসামির রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেন। প্রতিবছর ১৭ এপ্রিল থেকে দেশটিতে নববর্ষ উপলক্ষে আসামিদের মুক্তি দেওয়ার রীতি রয়েছে।


২০১৭ সালের ডিসেম্বরে গ্রেফতার হওয়ার আগে ওয়া লোন ও কিয়াও সো রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের হাতে ১০ মুসলিম রোহিঙ্গা হত্যার বিষয়ে তদন্ত করছিলেন। ওই বছরের আগস্ট থেকে নির্যাতনের শিকার হয়ে জাতিসংঘের হিসেবে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সাহসি প্রতিবেদনের জন্য চলতি বছরের মে মাসে সাংবাদিকতার নোবেলখ্যাত পুলিৎজার পুরস্কার পান রয়টার্সের ওই দুই সাংবাদিক।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three