রংপুর এক্সপ্রেস বিনোদন: ট্রাফিক সতর্কতায় স্যোশাল মিয়ায় প্রচারে ভ্রু নাচনিয়ে প্রিয়ার ছবি ব্যবহার করেছে ভারতের বদোদরা পুলিশ। চোখের ভঙ্গিমা দেখিয়ে সোশ্যাল মিডিয়ার আলোচিত প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ট্রাফিক সতর্কতা বাড়াতেই তাদের এ উদ্যোগ।
জানা গেছে, ভাইরাল হওয়া আরও একটি ছবিতে প্রিয়ার একটি ছবিকে পোস্টার বানিয়ে সেই সঙ্গে লেখা হয়েছে, দুর্ঘটনা ঘটতে পারে চোখের পলকে। তাই সতর্ক হয়ে গাড়ি চালান। তবে এই ছবি গোটা ভারতজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
এর আগেও ভারতের কয়েকটি রাজ্যে প্রিয়ার ছবি ব্যবহার করে পোস্টার বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে।
যার মধ্যে মধ্যে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলার বিষয়টি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এছাড়াও মুম্বাই ও বেঙ্গালুরু পুলিশও এই ভ্রু নাচনিয়ের পিকচার ব্যবহার করে ট্রাফিক সচেতনতাসহ সাইবার অপরাধ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করে।
‘Oru Adaar Love’ মুভির মাধ্যমে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখে প্রিয়া প্রকাশ। চলচ্চিত্র ছাড়াও বিভিন্ন ফ্যাশন শোতে র্যাম্প মডেল হিসেবে হেঁটেছেন প্রিয়া। মডেলিংয়ের পাশাপাশি মোহিনীঅট্টম নাচেও বিশেষভাবে পারদর্শী সে।
Showing posts with label ট্রাফিক সতর্কতা. Show all posts
Showing posts with label ট্রাফিক সতর্কতা. Show all posts
Subscribe to:
Posts (Atom)