Showing posts with label শেখ ফজিলাতুন্নেছা সেতু. Show all posts
Showing posts with label শেখ ফজিলাতুন্নেছা সেতু. Show all posts

নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যানে দৃষ্টিনন্দন শেখ ফজিলাতুন্নেছা সেতু উদ্বোধন

admin June 02, 2019

নবাবগঞ্জ প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরের নবাবগঞ্জের শেখ রাসেল জাতীয় উদ্যানে শেখ ফজিলাতুন্নেছা সেতু উদ্বোধন করা হয়েছে । উত্তর জনপদের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ ও আসন্ন ঈদুল ফিতরের আনন্দ উৎসবকে আরো চমকপ্রদ করতেই উপজেলার আশুড়ার বিল জাতীয় উদ্যানে ৯০০ মিটার দীর্ঘ এ আঁকাবাঁকা কাঠের সেতুর উদ্বোধন।


নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান, বন বিভাগ ও স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের প্রচেষ্টায় এই কাঠের সেতুটি তৈরি করা হয়।


শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের অর্থায়নে সেতুর উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের সাংসদ মোঃ শিবলী সাদিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।


জানা গিয়েছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুড়ার বিলকে শেখ রাসেল জাতীয় উদ্যান হিসাবে ২৪ অক্টোবর ২০১০ সালে গেজেট প্রকাশিত হয়। এই জাতীয় উদ্যানের আয়তন ৫১৭.৬১ হেক্টর বা ১২৭৮.৪৯ একর। জাতীয় উদ্যানের ভেতরে বিশাল শালবন ছাড়াও আশুড়ার বিল, সীতা কোট বিহার ও বাল্মিকী মনির থান অবস্থিত। জাতীয় উদ্যানকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আশুড়ার বিলকে পরিচর্যা উদ্যোগ হাতে নেন ইউএনও মশিউর রহমান। তিনি এই আশুড়া বিলে নিজে ও সঙ্গী সাথী নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন। প্রাকৃতিক সৌন্দর্য আর মন মাতানো নান্দনিক এই বিলটির বর্ষা মৌসুমে দেশি প্রজাতির মাছ, হারিয়ে যাওয়া জাতীয় শাপলা ফুলের বিস্তার সব মিলেই পর্যটকেরা এখানে বারবার আসতে চাইবেন।


দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক বলেন, এই জাতীয় উদ্যানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের মানুষ নিশ্চই বেড়াতে আসবে। এখানে আগামীতে শিশুদের খেলাধুলার প্রয়োজনীয় সরঞ্জামাদি সংযুক্ত করা হবে। এই উদ্যানে ১৩০০ একর বিশাল শালবন রয়েছে এবং ৬০০ একর জলা ভূমি রয়েছে। পর্যায়ক্রমে এখানে সুইচ গেট নির্মাণসহ সব ধরণের বিনোদন ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান, চরকাই রেঞ্জার এর রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেফাউল আজম, থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, আসমান জমিন, মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three