অনলাইন ডেস্ক:
শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধুর ভূমিকা শীর্ষক আলোচনা সভা করেছে আওয়ামী পেশাজীবী হিসাববিদ পরিষদ। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক ড. মো. সেলিম উদ্দিন।
আওয়ামী পেশাজীবী হিসাববিদ পষিদের সভাপতি আসাদ চৌধুরী এফসিএমএ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদসহ আরো অনেকে।