Showing posts with label শিরোপা জিতলো ফ্রান্স. Show all posts
Showing posts with label শিরোপা জিতলো ফ্রান্স. Show all posts
বিশ্বকাপ ফুটবল-১৮: ৪-২ গোলে শিরোপা জিতলো ফ্রান্স

বিশ্বকাপ ফুটবল-১৮: ৪-২ গোলে শিরোপা জিতলো ফ্রান্স

admin July 15, 2018

৪-১ গোলে রাশিয়া বিশ্বকাপ ফুটবল-১৮'র শিরোপা জিতলো ফ্রান্স। লুঝনিকি স্টেডিয়ামে রাত ৯ টায় শুরু হয় আজকের খেলা। খেলার শুরুর ১৮ মিনিটে ক্রোয়েশিয়াকে প্রথম গোল দেয় ফ্রান্স। এর ১০ মিনিট পর ক্রোয়েশিয়া দলের ইভান পেরিসিচের গোলে সমতায় ফেরে ফ্রান্স-ক্রোয়েশিয়া। দশ মিনিট পরে আবারও এগিয়ে যায় ফ্রান্স। পেনাল্টি পেয়ে আবারও এক গোল করেন অঁতোয়ান গ্রিজমান।


দ্বিতীয়ার্ধের ৫৯ তম মিনিটে আবারও ক্রোয়েশিয়াকে গোল দেয় ফরাসিরা। এবারে গোল দেন পল পগবাক। এর ছয় মিনিটের মাথায় এমবাপ প্রায় ২২ গজ দূর থেকে নিচু শটে গোল করেন টুর্নামেন্টের চতুর্থ গোল। বড় ব্যবধানে পরে যায় ফ্রান্স-ক্রোয়েশিয়া।


এর চার মিনিট পর গোলরক্ষকের ভুলে ফরাসিদের গোল দেয় ক্রোয়েটরা। গোলরক্ষক ব্যাকপাসে বল পাওয়ার পরও অযথা এগিয়ে আসা মানজুকিচকে কাটাতে চান। তা না পারায় মানজুকিচের বুটের টোকায় বল চলে যায় জালে। ফলে, কমে যায় ফরাসি-ক্রোয়েটদের গোল ব্যবধান।


এবারের বিশ্বকাপসহ ফ্রান্স ইতিহাসে ২য় শিরোপা জিতলো। ১৯৯৮ সালে প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করে দলটি। এ ছাড়া ২০০৬ সালেও ফাইনালে গেলেও ইতালির কাছে হার মানে।


World Cup Football 2018 (2)

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three