Showing posts with label বিলি. Show all posts
Showing posts with label বিলি. Show all posts
হানাহানি বন্ধে গীতা, কোরআন বিলির কর্মসূচি

হানাহানি বন্ধে গীতা, কোরআন বিলির কর্মসূচি

admin March 28, 2018

রংপুর এক্সপ্রেস ডেস্ক: সাধারণ মানুষের মধ্যে অশান্তি-হানাহানি রুখতে আসন্ন নববর্ষে বিনামূল্যে গীতা, কোরআন বিলির কর্মসূচি নিয়েছে কংগ্রেসের শাখা সংগঠন ছাত্র পরিষদ। শ্রী রামের জন্মদিনের অনুষ্ঠানকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। আসানসোল, রানিগঞ্জ-সহ রাজ্যের অনেক এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। সেইসঙ্গে চলছে সরকার আর বিরোধীদের মধ্যে রাজনৈতিক লড়াই। বিভিন্ন অনুষ্ঠানে উভয়ই পরস্পরের বিরুদ্ধে বিরুদ্ধে নানান অভিযোগ আনছেন। এই অশান্তি নিরসন করে মানুষের কাছে শান্তির বাণী পৌছে দিতে ছাত্র পরিষদের এই পরিকল্পনা।
অবশ্য কোরআন-গীতার পাশাপাশি তারা রামকৃষ্ণ, বিবেকানন্দের বইও বিলি করবেন বলে জানিয়েছেন সংগঠনের পশ্চিমবঙ্গ সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “রাম রহিমকে নিয়ে বাংলায় ঘৃণ্য রাজনীতি হচ্ছে। ধর্মকে নিয়ে রাজনীতি হচ্ছে। দেব-দেবতাদের নিয়ে রাজনীতি হচ্ছে। এটা সংস্কৃতির বাংলায় কখনও কাম্য নয়। তাই সাধারণ মানুষকে আরও সচেতন করতে ছাত্র পরিষদ ধর্মগ্রন্থ ও মনীষীদের বই বিলি করার কর্মসূচি নিয়েছে।”

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three