কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়া উপজেলার নিভৃত পল্লীতে অভিযান চালিয়ে হুমায়ুন কবির মিঠু (২৪) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের পল্লী চিকিৎসক মোজাফ্ফর হোসেন এর পুত্র। এসময় তার কথিত চেম্বার থেকে চিকিৎসায় ব্যবহারিত সরঞ্জমাদি জব্দ করা হয় বলে জানা যায়।
থানা সুত্র জানায়, শনিবার (০২ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম এর নেতৃত্বে ওসি (তদন্ত) সেলিমুর রহমান, এসআই শাহ্ আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার টেপামধুপুর হাটে অবস্থিত ‘মেডিকেল হল’ নামে চেম্বারে অভিযান চালিয়ে ওই ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি জানান, আটক হুমায়ুন কবির মিঠু রংপুর মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (রংপুর ম্যাটস) এর শিক্ষার্থী। এরইমধ্যে সে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ মাস মেয়াদী ইন্টার্নী ডাক্তার হিসাবে কাজ করছেন। এমতঃবস্থায় সে উপজেলার টেপামধুপুর হাটে কমিউনিটি মেডিকেল অফিসার পরিচয়ে মানুষের সাথে প্রতারনা করছে শুনলে ওই ভুয়া চিকিৎসক হুমায়ুন কবির মিঠুকে গ্রেফতার করা হয়। পরে তাঁর নামে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।