স্টাফ রিপোর্টার:
আসন্ন পবিত্র ঈদুল-উল-ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে বেশ কিছু নিরাপত্তা পরামর্শ প্রদান করা হয়েছে। শনিবার আরএমপ’র পক্ষ থেকে এই নিরাপত্তা পরামর্শ প্রদান করে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে পাঠানো পরামর্শে যেসব পরামর্শ গ্রহণের অনুরোধ জানানো হয়-
- ঝুঁকি নিয়ে যানবাহনে ভ্রমন করবেন না।
- যাত্রাপথে বাস টার্মিনাল ও রেল-স্টেশনে অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে কোমল পানীয়, ডাব, সরবত বা অন্য কোন খাবার গ্রহণ করবেন না।
- রাত্রিতে নির্জনে একাকী চলাফেরা থেকে বিরত থাকুন।
- ভোরে লোকজনের চলাফেরা শুরু না হওয়া পর্যন্ত কাউন্টার/টার্মিনালে অবস্থান করুন।
- যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্রের ব্যপারে সতর্ক থাকুন।
- রিক্সা, সিএনজি, মোটরসাইকেল এবং খোলা জানালার পাশে বসে বাসে ভ্রমনের সময় মোবাইল এবং হাতব্যাগ সাবধানে রাখুন। অপরিচিত কারও সাথে ভাড়া করা গাড়ীতে উঠবেন না।
- যাত্রাকালে ব্যক্তিগত মালামাল রক্ষণাবেক্ষণে সতর্ক থাকুন।
- মহাসড়কে নিষিদ্ধ ইজি বাইক, নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এসব বিপদজনক যানবাহনে চলাচল পরিহার করুন।
- চালককে দ্রুত গতিতে গাড়ি চালাতে তাগিদ দিবেন না। চালক যাতে নিয়ম মেনে গাড়ি চালায় এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে সেদিকে লক্ষ্য রাখুন।
- আপনার আশ-পাশের যাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। কেউ কোন বিপদে পড়লে তাকে সাহায্য করুন; কাউকে সন্দেহ হলে নিকটস্থ পুলিশকে জানান।
- ঈদের কেনাকাটার সময় মোবাইল, টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী সাবধানে রাখুন।
- শপিং, বিপণী বিতান এবং রাস্তায় চলাচলের সময় পকেটমার ও ছিনতাইকারী হতে সাবধান থাকুন।
- কেনাকাটার সময় জালটাকা সংক্রান্তে সতর্ক থাকুন। জালনোট সন্দেহ হলে তাৎক্ষনিকভাবে নিকটস্থ পুলিশকে জানান।
- বিকাশ, রকেট, ইউক্যাশ, নগদ ইত্যাদিতে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। কোন অবস্থাতেই আপনার গোপন পিন নম্বর কাউকে দিবেন না।
- বড় অংকের নগদ অর্থ বহনের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।
- কোন কোন ব্যক্তি/গোষ্ঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘঠানোর চেষ্টা করতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকুন এবং এমন পরিস্থিতি দৃষ্টিগোচর হলে পুলিশকে অবহিত করুন।
- প্রয়োজনে ৯৯৯ অথবা আরপিএমপি’র কন্ট্রোলরুম-০১৭৬৯৬৯-৫৪০০/০৫২১-৫৭০৬৬ নম্বরে যোগাযোগ করুন।