Showing posts with label নিহত. Show all posts
Showing posts with label নিহত. Show all posts
নাটোরে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় লেগুনার ১৫ যাত্রী নিহত

নাটোরে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় লেগুনার ১৫ যাত্রী নিহত

admin August 25, 2018

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি লেগুনার আরোহী ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। এর মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।


আজ শনিবার বিকেল ৪ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের ক্লিক মোড়ের সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় বনপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, আমেনা ক্লিনিক, পাটোয়ারি ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে পাবনা থেকে যাত্রী নিয়ে চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস বগুড়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে লালপুর সাদিয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ১৪ জন নিহত হয়। নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। লেগুনাটি পাবনা থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল। বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শাসছুন নূর ঘটনাস্থল থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


নিহতদের মধ্যে ১২ জনের নাম জানা গেছে। নিহতরা হলেন- লেগুনার চালক ঠাকুরগাঁওয়ের রহিম আলী (২৮), নাটোরের বড়াইগ্রামের নারায়ণপুরের রজুফা বেগম (৫০), শেফালী বেগম (৪৫), জামাইদিঘার লগেনা বেগম (৬৫), পাবনার দাশুড়িয়া মিরকামারি গ্রামের শাপলা আক্তার (২০), শাপলার মেয়ে সুমাইয়া আক্তার (১১ মাস), পাবনার পাকশির সোবহান আলী (৭৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রোকন শেখ (২২), পাবনার পাকশীর সোবহান (৫০) ও মূলাডুলি শ্মশানপাড়ার আদুরি বিশ্বাস (৩৫), তার মেয়ে স্বপ্না বিশ্বাস (দশ মাস) ও ছেলে প্রত্যয় বিশ্বাস (১২)।


লেগুনার বেঁচে যাওয়া একমাত্র যাত্রী নুরসেদ সর্দার (৭২) চিকিৎসাধীন অবস্থায় জানান, লেগুনাটি বড়াইগ্রামের বনপাড়া বাইপাসের লেগুনাস্ট্যান্ড থেকে ছেড়ে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া যাচ্ছিল। লেগুনাটি ছাড়ার পর থেকে চালক এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার সময় চালক মুঠোফোনে কথা বলছিলেন। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তে সবকিছু তছনছ হয়ে যায়। এ দুর্ঘটনায় নুরসেদ সর্দারের স্ত্রী লজেনাও মারা গেছেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুন নূর বলেন, লাশগুলো থানায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে লেগুনাটির নিবন্ধন ও ফিটনেস ছিল না। বাসটি এ সড়কে নিয়মিত চলাচল করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসের চালক পলাতক। লেগুনার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

পাওনা টাকা চাওয়ায় ক্রেতার মারধরে দোকানি নিহত

পাওনা টাকা চাওয়ায় ক্রেতার মারধরে দোকানি নিহত

admin August 21, 2018

সারাদেশ: লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার মারধরে নবী উল্যা (৩৬) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ আগস্ট) বিকেলে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মুকতারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবী উল্যা একই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।


স্থানীয়রা জানিয়েছে, উপজেলার মুকতারামপুর গ্রামের নবী উল্যার কাছ থেকে সম্প্রতি শাহ আলম মুদি সওদা বাকি নেয়। শাহ আলম একই গ্রামের শহিদ উল্যার ছেলে। মঙ্গলবার বিকেলে ফের তিনি ওই দোকানে বাকি সওদা নিতে আসেন। এসময় পূর্বের পাওনা টাকা চাওয়াতে শাহ আলম দোকানির ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় তাদের দুইজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে বুকে ঘুষি লেগে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে দোকানি মাটিতে লুটে পড়েন। এসময় দোকানে থাকা তার স্ত্রী রোকেয়া বেগম এগিয়ে এলে তাকে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন নবী উল্যাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কত টাকা পাওনা ছিল তা জানা যায় নি।।


নিহতের স্ত্রী রোকেয়া বেগম বলেন, পাওনা টাকা চাওয়ায় আমার স্বামীকে মারধর করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়। এসময় আমাকেও মারধর করা হয়। এ ঘটনায় আমি বিচার চাই।


উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু বলেন, ঘটনাটি দুঃখজনক। দ্রুত তার হত্যাকারীকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের কাছে দাবি করছি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, মরহেদের ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

লালমনিরহাটে রিকশায় ট্রাকের ধাক্কা, মৃত তিন

লালমনিরহাটে রিকশায় ট্রাকের ধাক্কা, মৃত তিন

admin August 10, 2018

লালমনিরহাট: লালমনিরহাটে একটি রিকশায় মালবাহী ট্রাকের চাপায় রিকশার চালক ও রিকশার দুই যাত্রী নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী সড়কের বিজিবি ক্যান্টিন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানিয়েছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক লালমনিরহাট-বুড়িমারী সড়কের বিজিবি ক্যান্টিন সংলগ্ন এলাকায় পৌছলে একটি চলন্ত রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার চালক ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।


দুর্ঘটনায় নিহতরা হলেন- লালমনিরহাট শহরের খাতাপাড়ার রিকশাচালক দুলাল মিয়া (২৮) ও দুই যাত্রীরা হলেন, জেলা সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারী ও পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের লিয়াকত হোসেন প্রধানের পুত্র জাহাঙ্গীর আলম প্রধান (৪০) এবং পাটগ্রাম পৌর এলাকার মাস্টারপাড়ার আব্দুর রশিদের পুত্র মোতালেব হোসেন (৪০)। তারা পৌরবাজার থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন।


সদর থানার ওসি মো. মাহফুজ আলম ঘটনার সতত্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাঙ্গির ও মোতালেব রিকশাযোগে পৌরবাজার থেকে তাদের রেজিস্ট্রি কার্যালয় সংলগ্ন বাড়িতে ফিরছিলেন। এসময় পাথরবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে আছে। তবে ট্রাকটির চালককে আটক করা যায়নি।



কক্সবাজারে মাইক্রোর ধাক্কায় পথচারীর মৃত্যু


এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজারে এক মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী মারা গেছেন। রাত ১১ টার দিকে বাইপাস সড়কের জেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। মৃতের নাম মো. রশিদ। তার বাড়ি পেকুয়া উপজেলার মগনামা এলাকায়।


স্থানীয়রা জানিয়েছে, চট্টগ্রাম অভিমুখে যাওয়া একটি দ্রুতগামী মাইক্রোবাস পথচারী রশিদকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তারগণ তাকে মৃত ঘোষণা করেন।


সদর থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে সাথে ড্রাইভার গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ফলে মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়। মৃতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে বলেও জানান তিনি।

ভারতে দলিত সম্প্রদায়ের ধর্মঘটে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৯

ভারতে দলিত সম্প্রদায়ের ধর্মঘটে পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৯

admin April 03, 2018

এক্সপ্রেস ডেস্ক: ভারতীয় সংবাদ মাধ্যম গুলোর খবরে জানা যাচ্ছে, দলিত সম্প্রদায়ের ডাকা ধর্মঘট ও বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন, যারা দলিত সম্প্রদায় আইন সংক্রান্ত সুপ্রিম কোর্টের এক রায়ের প্রতিবাদে ঘোষিত ধর্মঘটে অংশগ্রহণ করেছেন।


গতকাল সোমবার সুপ্রিম কোর্টের এক রায় নিয়ে আজ মঙ্গলবার ডাকা ধর্মঘট ও বিক্ষোভে ভারতের কয়েকটি রাজ্যে হাজার হাজার দলিত সম্প্রদায়ের মানুষ অংশ নেন। বিক্ষোভেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। এতেই মধ্য প্রদেশে একজন ছাত্র নেতাসহ ৬ জন, রাজস্থানে একজন, উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে একজন ও মিরুতে একজন নিহত হয়েছেন।


এনডিটিভির খবরে বলা হচ্ছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশ, মিরু ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পাঞ্জাব ও ঝাড়খন্ডেও। পাঞ্জাব পুলিশ এনডিটিভিকে জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাঞ্জাব প্রদেশে সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে, বিভিন্ন সড়কের যানবাহন চলাচল বন্ধ আছে।


প্রসঙ্গত গত ২০ মার্চ ভারতের সুপ্রিমকোর্ট 'অতীতে অপব্যবহার হয়েছে' -এমন অভিযোগের ভিত্তিতে এসসি/এসটি (নৃশংসতা প্রতিরোধ) আইনের গুরুত্বপূর্ণ দু’টি পরিবর্তনের আদেশ দেন। সংশোধিত আইনের অধীনে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক না করা এবং জামিনের বিধান যুক্ত করা হয়। এ আদেশকে কেন্দ্র করে ধর্মঘটের ডাক দেয় দলিতরা। নিম্নবর্ণের মানুষদের সুরক্ষায় ১৯৮৯ সালে ভারতের পার্লামেন্টে এসসি/এসটি অ্যাক্ট পাস হয়।


‘অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর লোয়ার কাস্ট’ এর মহাসচিব কেবি চৌধুরি বলেন, 'এই রায়ের কারণে এখন ওই আইনের সুরক্ষা শেষ হয়ে যাবে। আমরা সবাই দুঃখী এবং বিমর্ষ হয়ে পড়েছি।'

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three