Showing posts with label মেছো বাঘ. Show all posts
Showing posts with label মেছো বাঘ. Show all posts
লালমনিরহাটে মেছো বাঘ আটক, কামড়ে আহত ২

লালমনিরহাটে মেছো বাঘ আটক, কামড়ে আহত ২

admin June 20, 2019

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় বুধবার দুপুরে একটি মেছো বাঘকে আটক করেছেন স্থানীয়রা। এসময় মেছো বাঘের কামড়ে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন দক্ষিণ পারুলিয়া গ্রামের শফিকুল ও মফিজুল। এরা দুইজনই ওই গ্রামের মামুন মিয়ার ছেলে।


হাতিবান্ধার দক্ষিণ পারুলিয়া গ্রামের শিয়ালটারী এলাকার বাঁশঝাড় থেকে মেছো বাঘটিকে আটক করা হয়। মেছো বাঘটি দৈর্ঘ্য এক হাত, ওজন প্রায় আড়াই কেজি। বাঘটি সুস্থ আছে।


বাঘের কামড়ে আহত শফিকুল বলেন, দুপুরে বাঁশঝাড়ে মেছো বাঘটিকে ওই এলাকার কয়েক জন দেখতে পায়। পরে তাদের চিৎকারে আমিসহ স্থানীয়রা সেখানে গিয়ে মেছো বাঘটি আটকের চেষ্টা করলে আমাকে ও আমার ভাই মফিজুলকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া করে বাঘটিকে আটক করে।


এ সময় হাতীবান্ধার ইউএনও সামিউল আমিনকে খবর দেয়া হয়। তিনি বলেন, এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রংপুর চিড়িয়াখানায় খবর দেয়া হয়েছে তারা এসে বাঘটি নিয়ে যাবেন।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three