Showing posts with label গুগল. Show all posts
Showing posts with label গুগল. Show all posts
নিবন্ধন না নিলে বন্ধ হতে পারে ফেসবুক-গুগল-ইউটিউব

নিবন্ধন না নিলে বন্ধ হতে পারে ফেসবুক-গুগল-ইউটিউব

admin June 02, 2019

নিউজবিডি ডেস্ক:
আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারসহ জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ও সার্চ ইঞ্জিন গুগল ভ্যাট নিবন্ধন ছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে পারবে না।


ব্যবসা পরিচালনার জন্য এসব কোম্পানিকে বাংলাদেশে অফিস স্থাপন করতে হবে অথবা মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে। এজেন্ট ব্যবসা পরিচালনা বাবদ বাংলাদেশ সরকারকে রাজস্ব প্রদান করবে।


এনবিআর সূত্র জানায়, নতুন ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’ আইন-এর ১৯ ধারা অনুযায়ী ফেসবুক, ইউটিউব, গুগল-এর মতো প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধন নিতে হবে।


সে ক্ষেত্রে বাংলাদেশে অফিস স্থাপন অথবা মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে। আইন অনুযায়ী, নিবন্ধন না নিলে এনবিআর এসব প্রতিষ্ঠানের সাইট বন্ধ করে দেয়ার জন্য বিটিআরসিকে চিঠি দেবে। এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে অফিস হলে মূসকের পাশাপাশি আয়করও আদায় করা যাবে।

সার্চ রেজাল্টের নকশা পরিবর্তন করছে গুগল

সার্চ রেজাল্টের নকশা পরিবর্তন করছে গুগল

admin May 24, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
মোবাইল ডিভাইসে সার্চ রেজাল্ট দেখানোর নকশা পরিবর্তন করছে গুগল। এতে প্রতিটি লিংকের সোর্সগুলো আরও হাইলাইট করা হবে। শীঘ্রই মোবাইল সার্চিংয়ে ওয়েবসাইটের আইকন এবং নির্দিষ্ট পেইজের নাম দেখানো হবে। এযাবৎ প্রতিটি লিংকে ছোট অক্ষরে ওয়েবসাইটের নাম দেখাতো গুগল।


কয়েকদিনের মধ্যে নকশায় এই পরিবর্তন উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন গুগলের এক মুখপাত্র। আর এটি আগে মোবাইল ডিভাইসে আনা হবে। ওয়েব সর্চ এবং গুগল অ্যাপ উভয় প্ল্যাটফর্মেই এই পরিবর্তন দেখা যাবে-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।


আপডেটেড নকশায় এটি অনেকটা নিউজ ফিডের মতো দেখাবে, যাতে অনেক প্রকাশকের কাছ থেকে নির্দিষ্ট বিষয়ের ওপর পোস্ট দেখানো হবে। বিভিন্ন সোর্স থেকে ভুয়া খবর বাড়তে থাকায় সোর্সের তথ্যে জোর দেওয়ার বিষয়টিকে ভালোভাবেই গুরুত্ব দিচ্ছে গুগল।


গুগলের দাবি, নকশা পরিবর্তন করায় সার্চ রেজাল্টের পাতা আরও সমৃদ্ধ হবে। আরও বেশি ছবি এবং হাইলাইটেড তথ্য দেখানো হবে। নতুন নকশা “আমাদেরকে আরও বেশি বাটন এবং সহায়ক প্রিভিউ যোগ করতে দেবে।”

হুয়াওয়ের ওপর গুগলের নিষেধাজ্ঞা

হুয়াওয়ের ওপর গুগলের নিষেধাজ্ঞা

admin May 23, 2019

রংপুর এক্সপ্রেস ডেস্ক:
এবার চীনা টেলিকমিউনিকেশন জায়ান্ট হুয়াওয়ের ওপর এক ধরনের ‘নিষেধাজ্ঞা’ জারি করলো গুগল। এখন থেকে গুগল হুয়াওয়ের অ্যান্ড্রয়েড অপারেট সিস্টেমে বেশ কিছু সেবার আর কোনো আপডেট ভার্সন দেবে না। খবর বিবিসির।


প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে নতুন হুয়াওয়ে স্মার্টফোনে গুগলের ইউটিউব, গুগল ম্যাপসের মতো অ্যাপগুলো আর থাকবে না।


ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে এমন কোম্পানিতে তালিকাভুক্ত করেছে, যার সঙ্গে বাণিজ্য করতে হলে মার্কিন কোম্পানিগুলোকে লাইসেন্স নিতে হবে। এরপরই গুগলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


এক বিবৃতিতে গুগল জানিয়েছে, তারা আদেশ মেনেই কাজ করছে এবং এর প্রভাব পর্যালোচনা করছে।


তবে প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়ের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ওপেন সোর্স লাইসেন্স ব্যবহার করে এখনো সুযোগ সুবিধা পেতে পারবেন। সেইসঙ্গে যারা পুরোনো অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করছেন তারা সেটি চালিয়ে যেতে পারবেন।


তবে এখন থেকে হুয়াওয়ে ব্যবহারকারীরা গুগল ম্যাপস ইউটিউব এসব জনপ্রিয় এ্যাপসগুলোর আপডেট ভার্সন ব্যবহার করতে পারবেন না।


এদিকে এব্যাপারে এখন পর্যন্ত হুয়াওয়ের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। গত বুধবার ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রে ‘কালো তালিকা’ ভুক্ত করে।

গুগলের অপরিচিত এই ৩ সেবা কি আপনি জানেন?

গুগলের অপরিচিত এই ৩ সেবা কি আপনি জানেন?

admin May 19, 2019

অনলাইন ডেস্ক:
গুগল ইনপুট টুলস: বিশ্বব্যাপী প্রযুক্তি পণ্যের সাধারণ ভাষা ইংরেজি। কম্পিউটারের কিবোর্ডের সাধারণ ভাষাও ইংরেজি। কম্পিউটারে বিভিন্ন ভাষা লেখার সমস্যাও অনেক পুরোনো। এ ক্ষেত্রে ধ্বনিভিত্তিক আলাদা ভাষা লেখার সফটওয়্যারও চালু রয়েছে। এই কাজটিকেই সহজ করতে গুগল ল্যাবের রয়েছে গুগল ইনপুট টুলস। এটি আগে গুগল ট্রান্সলিটারেশন নামে পরিচিত ছিল। ইংরেজি কিবোর্ড ব্যবহার করে রোমান হরফে ধ্বনিভিত্তিক অক্ষর বিন্যাসকে গুগল ইনপুট টুলস পরিবর্তিত করে দেয় নির্ধারিত ভাষায়। বর্তমানে আরবি, বাংলা, চীনা, গ্রিক, গুজরাটি, হিন্দি, হিব্রু, কানাডা, নেপালি, মারাঠি, সংস্কৃত, তামিল, উর্দু সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ভাষাগুলোর ৮০টি ভাষায় লেখার সুযোগ রয়েছে এখানে। www.google.com/inputtools/cloud/try সাইটে গিয়েই এখানে গিয়ে লেখা যাবে যেকোনো ভাষায়। মোবাইলে এসএমএস-এর মাধ্যমে আমরা যেভাবে লিখে থাকি, ঠিক সেভাবেই লেখা যাবে এখান থেকে। আর অনলাইনের প্রায় সব প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে তা।


গুগল স্কলার: সার্চ ইঞ্জিল হিসেবে গুগলের শ্রেষ্ঠত্ব এবং জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছু নেই। তবে সবার জন্য সার্চ ইঞ্জিন তৈরির পাশাপাশি তারা শুধুমাত্র শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্যও চিন্তা করেছে আলাদাভাবে। গুগল ল্যাবের তাই আরেকটি অ্যাপ্লিকেশন ‘গুগল স্কলার’। এটি এমন একটি সার্চ ইঞ্জিন যা বিভিন্ন অনলাইন রেফারেন্স বইয়ের সন্ধান দিতে সক্ষম। ২০০৪ সালে চালু হবার পর থেকে এটি প্রায় সকল অনলাইন জার্নালকে ইনডেক্সিং করতে সমর্থ হয়েছে। এখানে রয়েছে অ্যাডভান্স সার্চ অপশন যার মাধ্যমে কোনো জার্নালের লেখক প্রকাশক, প্রকাশনার সময় ইত্যাদি তথ্য দিয়ে নির্দিষ্ট করেই জার্নাল খুঁজে বের করার সুযোগ রয়েছে। সাইটটির ঠিকানা : scholar.google.com


গুগল বুক এনগ্রাম ভিউয়ার: অনলাইনে প্রকাশিত বইয়ের পাশাপাশি গুগল পৃথিবীতে প্রকাশিত সকল বইলে প্রায় ২০ ভাগ ইতোমধ্যে স্ক্যানও করে ফেলেছে। এসব বইতে কোন শব্দ, কবে, কোন সময়ে কতবার ব্যবহূত হয়েছে তা জানতে গুগল ল্যাব তৈরি করেছে গুগল বুকস এনগ্রাম ভিউয়ার। ১৪০০ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এ হিসাব দেখাতে সক্ষম এই অ্যাপ্লিকেশন। আর যে ভাষাগুলো এটি সমর্থন করে তা হলো চাইনিজ, ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, হিব্রু ও রাশিয়ান। ngrams.googlelabs.com সাইট থেকে সহজেই জানা যাবে বিভিন্ন সময়ে কোনো একটি নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহারের পরিমাণ।

মা দিবসে গুগলের বিশেষ ডুডল

মা দিবসে গুগলের বিশেষ ডুডল

admin May 12, 2019

অনলাইন ডেস্ক:
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। শনিবার দিবাগত রাত ১২টার পরেই সার্চ ইঞ্জিনটি এই ডুডলটি চালু করেছে, যা রোববার সারাদিন থাকবে। মা দিবসে গুগলের ডুডলটিতে দেখা যাচ্ছে- এক মা হাঁস ছয়টি ছানা নিয়ে হাঁটছে। মায়ের পিছে পিছে তারা দৌড়াচ্ছে।


পরের ধাপে দেখা যায়, মায়ের সঙ্গে সাঁতার কাটছে ছানাগুলো। এর পরের ধাপে বৃষ্টি পড়তেও দেখা গেছে ডুডলে। এ সময় ছানাগুলো মা হাঁসটির ডানার নিচে আশ্রয় নেয়।


কয়েক বছর ধরেই মা দিবসে এমন বিশেষ ডুডল প্রচার করে আসছে গুগল। যুক্তরাষ্ট্রে আনা জার্ভিস ও তার মা অ্যান মেরি রিভস জার্ভিসের উদ্যোগে মা দিবসের সূচনা হয়।


আনা জার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশনের বাসিন্দা ছিলেন। তার মা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন ব্যয় করেন অনাথদের সেবায়।


মেরি ১৯০৫ সালে মারা যান। লোকচক্ষুর অগোচরে কাজ করা মেরিকে সম্মান দিতে চাইলেন মেয়ে আনা জার্ভিস। অ্যান মেরি রিভস জার্ভিসের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচার শুরু করেন।


সাত বছরের চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায় মা দিবস। ১৯১১ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে মা দিবস পালনের ঘোষণা দেয়া হয়। ১৯১৪ সালের ৮ মে মার্কিন কংগ্রেস মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে ঘোষণা করে।


পরে এটি ১৯১৪ সাল থেকে আমেরিকার অফিসিয়াল ছুটির দিন হিসেবে স্বীকৃত পায়। এর পর একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হতে থাকে।

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three