বিনোদন ডেস্ক: কেউ ভালোবেসে ডাকে মিল্ক বিউটি। আবার কেউ ডাকে তাম্মি। জন্ম ২১ ডিসেম্বর ১৯৮৯ (বয়স ২৮)।উচ্চতা ৫'৫'', ওজন ৫৫ কেজি। ফিগার ৩৩-২৭-৩৫। মুম্বাইয়ে জন্ম নেয়া এ তাম্মি পড়াশোনা করেছে মুম্বাইতে। তার বাবার নাম সানতোশ ভাটিয়া আর মা রজনী ভাটিয়া। তার এক ভাই আনান্দ ভাটিয়া। তিনি আর কেউ নন, দক্ষিণের সুন্দরী অভিনেত্রী তামান্না ভাটিয়ার (Tamanna Bhatia) কথা।
২০০৫ সালে চান্দ সা রোশন চেহরা ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন এবং একই বছরে তেলুগু ও তামিল ছবিতে কাজ শুরুর আগে ইন্ডিয়ান আইডল-১ বিজয়ী অভিজিত সাওয়ান্তের ‘আপকা অভিজিত’ এ্যালবামের ‘লাফজো মে’ নামের একটি গানে তাকে মডেল হিসেবে দেখা যায়। একই বছরে তেলুগু ছবি শ্রী দিয়ে প্রথমবারের মতন তেলুগু চলচ্চিত্রে পদার্পণ করেন এবং পরবর্তী বছর তিনি তার প্রথম তামিল ছবি কেদিতেও নাম লিখান। তার অভিনীয় জীবনে সবচেয়ে আলোচিত ছবি 'বাহুবলি'। আমাদের এবারের আয়োজন তামান্না ভাটিয়াকে নিয়ে। রইলো দক্ষিণের এ সুন্দরী অভিনেত্রীর ফোটো এ্যালবাম-
[caption id="" align="aligncenter" width="1600"] tamanna bhatia[/caption]
[caption id="" align="aligncenter" width="1135"] tamanna bhatia with saree[/caption]