অনলাইন ডেস্ক:
বিভিন্ন সরকারি কলেজে বে-সরকারিভাবে কর্মরতদের চাকরি সরকারি করণসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। শ্রমিক দিবস উপলক্ষে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।
তাদের তিন দফা দাবি হলো, বেসরকারি কর্মচারীদেরকে নিয়োগের তারিখ হতে সরকারিকরণ করতে হবে, সরকারিকরণ পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করতে হবে, প্রতিটি কলেজের অধ্যক্ষের হাতে বে-সরকারি কর্মচারীদেরকে সরকারিকরণের ক্ষমতা দিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সভাপতি মো. দুলাল সরদার, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমানসহ বিভিন্ন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা।