অনলাইন ডেস্ক:
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। সোমবার (০৬ মে) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়।
নতুন চাঁদ দেখা যাওয়ায় সোমবার (০৬ মে) দিনগত শেষ রাতে সাহরি খেয়ে সওম রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। একই সঙ্গে সোমবার এশার নামাজের পর দেশের মসজিদে মসজিদে শুরু হবে তারাবি নামাজের জামাত।
সোমবার ( ০৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় সারাদেশের সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি নামাজ পড়ার অনুরোধও জানান প্রতিমন্ত্রী।
এ হিসেবে আগামী ২৬ রমজান (০১ জুন) শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে কদর উদযাপিত হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।