অনলাইন ডেস্ক:
ভারতের মহারাষ্ট্রে মাওবাদী হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য এবং তাদের গাড়ির চালক নিহত হয়েছে। বুধবার (০১ মে) রাজ্যের গোডছিরোলি এলাকায় শক্তিশালী বিস্ফোরণে নিরাপত্তাবাহিনীর সদস্যদের বহনকারী গাড়িটি উড়ে যায় বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শৈলেশ বালকাওড়ে বলেছেন, সকালে রাস্তার পাশে পার্ক করে রাখা ২৫টি গাড়িতে কেরোসিন ও পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় মাওবাদীরা। দু’টি হামলা এমন সময় ঘটল যখন মহারাষ্ট্রবাসী তাদের রাজ্যের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন।
ভারতজুড়ে চলমান লোকসভা নির্বাচনের মধ্যে ভয়াবহ এ হামলাকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘জঘন্য’ উল্লেখ করে বলেছেন, ‘অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না।’
গত ১১ এপ্রিল গোডছিরোলিতেই একটি পুলিশ চেকপোস্টের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলায় কেউ হতাহত হয়নি। তারপরদিন একই এলাকায় আরেক বিস্ফোরণে সিআরপিএফের এক জওয়ান গুরুতর আহত হন।