আন্তর্জাতিক ডেস্ক: অনলাইনে নৃত্যের ভিডিও আপলোড দিয়ে বিপাকে পড়েছেন ১৯ বছর বয়সী এক এক ইরানী তরুনী। তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ওই তরুনীর নাম মায়েদেহ হোজাব্রি। ভিডিওতে দেখা যায় দেশটির সরকারি আইন অনুযায়ী তার মাথায় স্কার্ফ ছিল না।
ইরানে নারীদের অন্য পুরুষদের সামনে সাথে নাচার নিষেধাজ্ঞা আছে, তবে পরিবারের মধ্যে এটা করতে পারে ইরানের নারীরা। খবর বিবিসির। এর আগে গত কিছুদিনে ইরানে একই অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে মায়েদেহকে স্বাগত ও উৎসাহ দিচ্ছেন অনেকে। আর তার নাচের ভিডিওটিও শেয়ার দিয়েছেন তার ফলোয়াররা। কেউ হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন হ্যাশট্যাগ দিয়েছেন, #dancing_isn't_a_crime. (নাচ কোনো অপরাধ না)।
হোজাব্রির ইনস্টাগ্রামে তেপ্পান্ন হাজারের বেশি বন্ধু আছে। আর তিনি ইরানি এবং ওয়েস্টার্ন পপ মিউজিকের সাথে নাচতেন। এদিকে নাচের কারণে তাকে গ্রেফতার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে করা সমালোচনা। এক ব্লগার কমেন্টস করেছেন, আপনি যদি পৃথিবীর অন্য যে কোনো দেশে বলেন সতের-আঠারো বছর বয়সী একটি মেয়েকে তার নৃত্যের জন্য গ্রেফতার করা হয়েছে, তবে তারা হাসবে। এটা অবিশ্বাস্য মনে করবে।
এছাড়াও আরও নানাভাবে সমালোচিত হচ্ছে দেশটির প্রশাসন। অপরদিকে মায়েদেহ হোজাব্রিকে গ্রেফতারের পর তার প্রোফাইল ভাইরাল হয়ে যাওয়ায় তার ফলোয়ার দাড়িয়েছে প্রায় আশি হাজারের কাছাকাছি। আর তার ভিডিওটি গত দুই দিনে দেখা হয়েছে পাঁচ লাখেরও বেশি বার।