রংপুর এক্সপ্রেস ডেস্ক:
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রকৌশলী ইকবাল মাহমুদ। গত ২০ মে তিনি দায়িত্ব নেন বলে বিটিসিএল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ইকবাল মাহমুদ কুষ্টিয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে রাজশাহীর মাসকাটাদীঘি বহুমুখী কারিগরি উচ্চবিদ্যালয় হতে এসএসসি ১৯৭৭ সালে রাজশাহী সরকারি মহাবিদ্যালয় হতে এইচএসসি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ১৭তম ব্যাচে ১৯৮৮ সালে এমবিএ এবং কানাডার সাউদার্ন আলবার্টা ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে ফলিত তথ্যপ্রযুক্তিতে ১৯৯৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
মাহমুদ ১৯৮৪ সালের মে মাসে টেলিকম ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডে (বিটিটিবি) যোগ দেন। তিনি বিসিএস ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা এবং সরকারের যুগ্ন সচিব।