আন্তর্জাতিক ডেস্ক: ভেঙে পড়া দেশের অর্থনীতির হাল ধরতে সরকারি খরচে রাশ টানতে শুরু করে দিলেন পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইমরান খান। আর এই লক্ষ্যে প্রথমেই সরকারি আধিকারিকদের যথেচ্ছ সরকারি ব্যয় এবং প্রথম শ্রেণিতে বিমান সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন তিনি। এর আওতা থেকে বাদ যাবেন না প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিও।
দেশের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনার জন্য শুক্রবার পাকিস্তান মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী স্বয়ং। তাতে ঠিক হয়েছে, সরকারি অর্থের অপচয় কোনও অবস্থাতে বরদাস্ত করবে না নতুন সরকার। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী একথা জানিয়েছেন।
[সন্ত্রাসবাদে ইন্ধনের অভিযোগে রাহুলের বিরুদ্ধে মামলা]
প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে যথেচ্ছভাবে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ করেছেন ইমরান খান সরকারের তথ্যমন্ত্রী। তাঁরর দাবি, প্রধানমন্ত্রী থাকাকালীন বছরের ৫ হাজার ১০০ কোটি টাকা সরকারি কোষাগার থেকে খরচ করেছিলেন। কিন্তু বর্তমান পাক প্রধানমন্ত্রী বিদেশ সফরের জন্য বিশেষ বিমান ব্যবহার করবেন না বলে শুক্রবারের ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। পরিবর্তে বিজনেস ক্লাসে ভ্রমণ করবেন তিনি।