এক্সপ্রেস ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বী এক অধ্যাপককে হজে যেতে ৫০ দিনের ছুটি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যিনি ভারতে ধর্মীয় উপসনালয় পরিদর্শনের জন্য অবকাশকালীন ছুটির আবেদন জানিয়েছিলেন বলে জানা গেছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-৪ থেকে জারি করা ওই আদেশের স্মারক নং- ৩৭.০০.০০০০.০৮.০১০.৪৩৪। ওই অধ্যাপকের নাম অরুন চন্দ্র বিশ্বাস। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞানের অধ্যাপক। জারিকৃত ছুটির আদেশে তাকে আগামী ২৫ জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত ৫০ দিন ছুটি দেওয়া হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মুরশিদা শারমিনের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু জানেন না উল্লেখ করে বলেন, ‘বৃহস্পতিবার অফিসে গিয়ে জেনে বিষয়টি জানাতে পারবো।’
এ বিষয়ে ‘ভারতে ধর্মীয় উপসনালয় পরিদর্শনের জন্য অবকাশকালীন ছুটির আবেদন জানিয়েছিলেন’ উল্লেখ করে অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমি সরকারি আদেশটি আমি দেখেছি। সেখানে ভারতে ছুটিতে যাওয়ার কথা না লিখে হজে যাওয়ার জন্য ছুটি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।’ তিনি বলেন, এটি সম্ভবত মন্ত্রণালয়ের ভুল। কলেজটির অধ্যক্ষ মতিউর রহমান জানান, ‘মন্ত্রণালয় এর আগেও এমন ভুল করেছিল। অরুন চন্দ্রের বিষয়টি আমিসহ অনেকেই জানি’। তিনিও বলেন, এটি সম্ভবত মন্ত্রণালয়ের ভুল।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা যে আদেশে অধ্যাপক অরুন চন্দ্রের ছুটি দিয়েছে, ওই আদেশেই নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কালেজের এক সহযোগী অধ্যাপককেও ওমরা পালনের জন্য ১ জুন থেকে ২১ জুন পর্যন্ত ২১ দিন ছুটির আদেশ দেয়। নাছিমা বেগম নামে ওই সহযোগী অধ্যাপক এ বিষয়ে বলেন, ‘আমার ছুটির আদেশনামায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসকে হজে যাওয়ার জন্য ছুটি দেওয়া হয়েছে বলে উল্লেখ আছে। আমাদের ছুটির একসঙ্গে আদেশ হলেও আমি ওনাকে চিনি না। তবে হয়তো আমরা একই ক্যাডারের, তাই একসঙ্গে।’