রংপুর এক্সপ্রেস ডেস্ক:
১০ দিন আগে রাজধানীর শ্যামলী থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র ইসমাইল হোসেন জিসানের (২৪) লাশ গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের গাছা ইউনিয়নের কামারজুটি এলাকার মধ্য পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম জানিয়েছেন।
তিনি বলেন গত ১২ মে জিসান নিখোঁজ হওয়ার ঘটনায় করা সাধারণ ডায়েরির তদন্ত করতে গিয়ে হাসিবুল ইসলাম নামে এক যুবককে গত বুধবার রাতে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর থেকে জিসানের লাশ উদ্ধার করা হয়।
গাছা এলাকার বাসিন্দা জিসান ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের সিভিলের শেষ বর্ষের ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি সে রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমেসহ বাণিজ্যিকভাবে মটরসাইকেলে যাত্রী পরিবহন করত।
ওসি জানে আলম বলেন জিসান মাঝে মাঝে কল্যাণপুরে বন্ধুর বাসায় থাকত। ধারণা করা হচ্ছে অফ লাইনে গাজীপুর যাওয়ার পর জিসানের মটর সাইকেল হাতিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে।