কাউনিয়া, রংপুর: কাউনিয়া থানায় আইন শৃংখলার চরম অবনতি ঘটেছে। মটরসাইকেল ও গরু চুরির পাশাপাশি দোকান চুরিও এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এ থানায়। গত কয়েক দিনে দুটি দোকান চুরি যাওয়ার পর আবারও ঘটলো দোকান চুরির ঘটনা।
জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাতে কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তকিপল হাটের একটি ইলেকট্রনিক্সের দোকানের লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। বাজারের সালমা মোবাইল জোন এন্ড ইলেকট্রনিক্স দোকানের সাঁটার বাঁকা করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোররা।
দোকানটির মালিক সাখাওয়াত হোসেন জানান, রাত ১১টায় দোকান তালাদিয়ে বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে দোকানে এসে দেখেন দোকানের সাঁটার বাঁকা। ভিতরে প্রবেশ করে দেখেন দোকানে থাকা ৫০টি মোবাইল ৩২ হাজার টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে গেছে।
উপজেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাসুদ আলম বলেন, এভাবে একের পর এক দোকান চুরি যাওয়ায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর-রশিদ জানান, দোকান চুরির ব্যাপারে কোন অভিযোগ পাইনি। তবে চুরি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।