বিশ্বজুড়ে ধর্মের নামে সৃষ্ট জঙ্গিবাদ সমস্যা সকলের মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে। প্রায়শঃই আমাদের দেশসহ বিশ্বের নানা স্থানে জঙ্গিরা সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। সম্প্রতি শ্রীলংকায় একই দিনে গীর্জাসহ প্রায় ছয়টি স্থানে বোমা হামলা চালায়। এতে প্রায় ২৫৩ জন মানুষ নিহত হয়। আহত হয়েছে প্রায় পাঁচশত। এরআগে নিউজি ল্যান্ডে মসজিদে এক জঙ্গি গুলি করে ৪৯ জন মানুষ হত্যা করে।
চলতি শতাব্দীতে বিশ্বজুড়েই ধর্মের নামে এসব সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এ থেকে মুক্ত নয়। সম্প্রতি আইএস বাংলাদেশে হামলা করবে বলে হুমকি দিয়েছে। জঙ্গিবাদী এ সমস্যা নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে? তাদের করণীয় কি? এ ব্যাপারে তারা কতটুকু সচেতন চলুন জেনে নেওয়া যাক তাদের মুখ থেকে।
https://www.youtube.com/watch?v=MBUJntLlNQk