মিজানুর রহমান
রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া’র সভাপতিত্বে বাজেট সভায় বক্তব্য রাখেন ইএএলজি প্রকল্পের জেলা সমন্বয়কারী মাহাবুব উল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) জেসমিন নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম প্রমূখ।
আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন দাতা সংস্থার প্রতিনিধি সূজানিভি মুলার, সাইদুর রহমান মোল্লা ও নাদিম রহমান।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি, শিক্ষক, সাংবাদিকসহ সূধীবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থবছরে ১১ কোটি ১ লক্ষ ৩১ হাজার ৫ শত ৬৮ টাকার বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম।
এসময় চলতি অর্থবছরের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা শেষে পরবর্তী ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
আগামী অর্থবছরের এ বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা, যোগাযোগ, কৃষি উন্নয়ন ব্যবস্থাপনা, পয়ঃ নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ ও সংস্কার, শিশু ও নারীদের অধিকার রক্ষা, খেলাধুলাসহ সামাজিক উন্নয়ন গুরুত্ব পায়।