Showing posts with label প্রতিজ্ঞা. Show all posts
Showing posts with label প্রতিজ্ঞা. Show all posts

রংপুরে দুস্থদের মাঝে স্বেচ্ছাসেবি সংগঠন ‘প্রতিজ্ঞা’র ইফতার বিতরণ

admin May 30, 2019

স্টাফ রিপোর্টার:
প্রতিদিন বিকেল হলেই ইফতারের প্যাকেট হাতে ওরা ছুটে বেড়ান পাড়া-মহল্লার অসহায় দুস্থদের খোঁজে। কখনো বা বাস টার্মিনালে, রিকশা স্ট্যান্ডে নতুবা রেল স্টেশনের প্লাটফর্মে। দুস্থ গরীবদের হাতে হাতে তুলে দেয় ইফতারের প্যাকেট।


বুধবার বিকেলেও একই কর্মসূচি নিয়ে ওরা এসেছিল রংপুর মহানগরীর শ্রমিক অধ্যুষিত শাপলা চত্বর এলাকায়। দেড় শতাধিক দুস্থ ও গরীবসহ অসহায় শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছে তারা। বলছিলাম একঝাক তরুণের সমন্বয়ে গড়া স্বেচ্ছাসেবি সংগঠন ‘প্রতিজ্ঞা’র কথা।


এই সংগঠনের প্রধান সমন্বয়ক ও আহ্বায়ক নুর হোসেন সুজন জানান, ‘আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেই দুস্থ অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। সেই লক্ষ্য নিয়েই মাহে রমজানে ইফতার বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। এখন পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় হাজারের বেশি দুস্থ ও শ্রমিকদের ইফতার দেয়া হয়েছে।’




[caption id="" align="aligncenter" width="720"]স্বেচ্ছাসেবি সংগঠন ‘প্রতিজ্ঞা’র ইফতার বিতরণ। স্বেচ্ছাসেবি সংগঠন ‘প্রতিজ্ঞা’র ইফতার বিতরণ।[/caption]

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন- রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি সাফিয়ার রহমান স্বাধীনসহ প্রতিজ্ঞার মাহাফুজ্জামান রাকিব, সৌরভ, রাকিবুল ইসলাম, পাপ্পু, রাজন, শফিক, সেতু, সিউল, মেরাজ, সাব্বির, আদিল, রুপম, রাহাদ, আরিফ প্রমুখ।


এদিকে প্রতিজ্ঞার ইফতার প্যাকেট পেয়ে খুশি রিক্সাচালক আবুল হোসেন। সে শ্যামপুর থেকে রংপুর নগরীতে এসে ভাড়ায় চালিত রিক্সা চালায়। তার মত অনেক শ্রমিক আজ ইফতার প্যাকেট পেয়েছেন। প্রতিজ্ঞার জন্য অনুভূতি প্রকাশে তাদের সামান্য হাসিতে ছিল পরিতৃপ্তির আভাস।




[caption id="" align="aligncenter" width="720"]স্বেচ্ছাসেবি সংগঠন ‘প্রতিজ্ঞা’র ইফতার বিতরণ। স্বেচ্ছাসেবি সংগঠন ‘প্রতিজ্ঞা’র ইফতার বিতরণ।[/caption]

Image Gallary

 
1 / 3
   
Caption Text
 
2 / 3
   
Caption Two
 
3 / 3
   
Caption Three